🛑জিজ্ঞাসা:- আল্লার ইচ্ছাতেই যদি সবকিছু হয় তবে মানুষের পাপপূণ্যও তার ইচ্ছাতেই হয়। আল্লার ইচ্ছাতেই যদি মানুষ পাপ-পূণ্য করে তবে মানুষের অপরাধ কোথায়? জন্মের আগেই ভাগ্য নির্ধারিত হলে মানুষের করণীয় কি?
🔷উত্তর:- আপনি কথা বলছেন ‘তাকদীর’ নিয়ে। আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন কিন্তু তিনি সবকিছুকেই একটা সিস্টেমের মধ্যে পরিচালনা করছেন। মানুষকে আল্লাহ স্বাধীন ইচ্ছা দিয়ে সৃষ্টি করেছেন। এ কারণে ফেরেশতারা যখন জানতে পারলেন আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাবেন, তারা বললেন,এমন সৃষ্টির কি দরকার যারা ধ্বংসাত্মক কাজ করবে, রক্তপাত হানাহানি করবে। অর্থাৎ মানুষ অন্য সব সৃষ্টি থেকে ভিন্ন। আল্লাহ দেখতে চান তার কোন বান্দা তার কথা মানে আর কোন মান্দা অস্বীকার করে।
জন্মের আগেই ভাগ্য নির্ধারিত মানে আল্লাহ সবার ভবিষ্যৎ জানেন এবং সে অনুযায়ী তিনি তা লিখে রেখেছেন। কিন্তু তার মানে এই না যে তিনি তাকে নিয়ন্ত্রণ করছেন। আমার কাজিন এইচএসসি পরীক্ষার আগে খুব পড়াশোনা করেছে। আমরাই তখন ভবিষ্যদ্বাণী করতাম যে সে এ+ তো পাবেই গোল্ডেনও পেতে পারে (অথচ আমরা তাকে নিয়ন্ত্রণ করছিনা বা ভবিষ্যৎ জানিনা)।
মোদ্দা কথা আল্লাহ মানুষকে তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। সবকিছুর ফলাফল জানানো হবে আখেরাতে।