Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

আল্লাহ কেন Cousin দের মধ্যে বিয়ের অনুমোদন দিয়েছেন (Quran 4:23), তিনি কি জানতেন না যে এর ফলে পরবর্তি প্রজন্মে genetic disorder ঘটে থাকে?

আল্লাহ কেন Cousin দের মধ্যে বিয়ের অনুমোদন দিয়েছেন (Quran 4:23), তিনি কি জানতেন না যে এর ফলে পরবর্তি প্রজন্মে genetic disorder ঘটে থাকে ?

🛑 প্রশ্ন :- আল্লাহ কেন Cousin দের মধ্যে বিয়ের অনুমোদন দিয়েছেন (Quran 4:23), তিনি কি জানতেন না যে এর ফলে পরবর্তি প্রজন্মে genetic disorder ঘটে থাকে?

🔷জবাব :- প্রথমত, এটা একটা থিওরি, কোন ফ্যাক্ট নয়। এখন পর্যন্ত যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি যে কাজিনদের মধ্যে বিয়ে করলে জেনেটিক সমস্যা হয়। http://www.cousincouples.com/?page=overview

দ্বিতীয়ত, কাজিনদের মধ্যে বিয়ে হলেই যে ডিফেক্তিভ জিন বাচ্চাতে আসবে, সেটা ভুল ধারণা। কাজিন হোক আর না হোক, বাবা মার পরিবারের ডিফেক্তিভ জিন সন্তানে যাবেই।

তৃতীয়ত, কাজিন বিয়ে করলেই জেনেটিক ডিসঅর্ডার ঘটে না, বরং কাজিন বিয়ে করলে বংশগত জেনেটিক ডিসঅর্ডারগুলো সন্তানের চলে আসার সম্ভাবনা বেশি থাকে যা হয়ত নন-কাজিন বিয়ে করলে ভিন্ন ধরণের জিনের কারণে ঠিক হয়ে যেতে পারতো। এটা শুধুই একটা সম্ভাবনা, যথেষ্ট প্রমাণ পাওয়া যায় নি।

সবশেষে, ৩৩:৩৭ এ কোন কাজিনের কথা নেই। বরং পালক পুত্রের স্ত্রীকে পুত্র তালাক দিয়ে দিলে সেই স্ত্রীকে বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!