🛑আল্লাহ তো আগেই তকদীরে ভাগ্য লিখে রেখেছেন। তাহলে আমি যদি অপরাধ করি সেটা তো আল্লাহই আগেই আমার ভাগ্যে লিখেছেন। এখানে আমার দোষ হবে কেন?
🔷উত্তরঃ আল্লাহ লিখেছেন বলে আপনি করবেন এমন না। আপনি অপরাধ করবেন আল্লাহ তা জানেন ও লিখে রেখেছেন।
আল্লাহ হলেন সর্ব বিষয়ে জ্ঞানী। তার আছে ইলমে গায়েব। তিনি আগে থেকেই জানেন ভবিষ্যতে কি হবে। তাই ভবিষ্যতে আপনি কি করবেন সেটা তিনি আগে থেকেই লিখে রেখেছেন।
আল্লাহ আগে থেকে লিখে রেখে আপনাকে অপরাধী বানান নি। তাই আপনার দোষ আপনারই। আল্লাহ লিখে রেখেছেন বলেই আপনি অপরাধ করছেন এমনটা নয়। বরং আপনি অপরাধ করবেন বলেই আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন।
উদাহরণস্বরূপ-
ধরুন আপনি ও আপনার ২ বন্ধু সাগোর ও জিহাদ পরিক্ষা দিবেন।
পরীক্ষার আগে স্যার আপনাদের বলল “সাগোর ১ম হবে, জিহাদ ২য় হবে আর আপনি ফেল করবেন” এখন পরীক্ষার পর রেজাল্টে দেখা গেলো স্যারের কথা মত সাগোর ১ম হলো, জিহাদ ২য় হলো এবং আপনি ফেল করলেন।
এবার কি স্যারকে দোষ দেবেন যে স্যার পরীক্ষার আগে বলেছিল যে আপনি ফেল করবেন তাই আপনি ফেল করেছেন। স্যারকে কি দোষ দেবেন আপনি?
নিশ্চই না। যেহেতু স্যার আপনাকে এক বছর পড়িয়েছেন, তাই তিনি অনুমান করতে পারেন যে সাগোর অনেক লেখাপড়া করেছে তাই সে ১ম হবে। জিহাদ মোটামুটি লেখাপড়া করেছে তাই ২য় হবে আর আপনি ফাকি দিয়েছেন তাই আপনি ফেল করবেন। এখানে শিক্ষকের কোন দোষ নেই।
আশা করি বুঝতে পেরেছেন।