Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

প্রশ্নঃ ইসলামী ইতিহাসে কি নেই …? স্বামীর সাথে স্ত্রীর/পিতার সাথে পুত্রের/মায়ের সাথে সন্তানের যুদ্ধ আছে …!

প্রশ্নঃ ইসলামী ইতিহাসে কি নেই …? স্বামীর সাথে স্ত্রীর/পিতার সাথে পুত্রের/মায়ের সাথে সন্তানের যুদ্ধ আছে …!

একটি ভ্রান্ত প্রশ্ন ও তার উত্তর :-

🛑প্রশ্নঃ ইসলামী ইতিহাসে কি নেই …? স্বামীর সাথে স্ত্রীর/পিতার সাথে পুত্রের/মায়ের সাথে সন্তানের যুদ্ধ আছে …!

বিস্তারিত প্রশ্ন-
১) মহানবী(সাঃ)র একমাত্র সন্তান হযরত ফাতিমা(রাঃ)র বাসায় আগুন লাগাতে গিয়েছিল হযরত উমার(রাঃ)…?
২) হযরত ফাতিমা(রাঃ)কে প্রাপ্য সম্পত্তি দিতেঅস্বিকার করেছে হযরত আবুবকর(রাঃ), হযরত আয়েশা(রাঃ) …?
৩) মেয়ে জামাই হযরত আলী(রাঃ)র বিরুদ্ধে যুদ্ধ করেছে মহানবী(সাঃ)র স্ত্রী হযরত আয়েশা(রাঃ)…??
৪) তৃতীয় খলিফা হযরত উসমান(রাঃ)কে মেরে ফেলা হয়েছিল কাফের/মুনাফেক হিসাবে?? …
৫) আবুবকর(রাঃ)কে খলিফা বানিয়েছিলেন হযরত উমার(রাঃ), তাকে টেনেও নামিয়েছিলেন তিনি …?

🔷বিস্তারিত জবাবঃ
যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

১) মহানবী(সাঃ)র একমাত্র সন্তান হযরত ফাতিমা(রাঃ)র বাসায় আগুন লাগাতে গিয়েছিল হযরত উমার(রাঃ)…?

উঃ একদম ডাহা মিথ্যা কথা যে ঘরে আগুন লাগানোর জন্য উমার (রা) গিয়েছিলেন। এগুলো মূলত শিয়া প্রভাবান্বিত গ্রন্থে পাওয়া যায়।

২)হযরত ফাতিমা(রাঃ)কে প্রাপ্য সম্পত্তি দিতে অস্বিকার করেছে হযরত আবুবকর(রাঃ), হযরত আয়েশা(রাঃ)

ঊঃ রাসুল (সাঃ) এর ইন্তিকালের পর হজরত আবু বকর সিদ্দিক (রাঃ) খলিফা মনোনীত হন। হজরত ফাতিমা (রাঃ) একদিন তার কাছে রাসুল (সাঃ) এর যে যৎসামান্য সম্পদ ছিল তার বণ্টন কিভাবে হবে তার ব্যপারে জানতে চান।
তখন আবু বকর (রাঃ) তাকে বলেন যে আমি রাসুল (সাঃ) কে বলতে শুনেছি যে কোন নবীর সম্পদের কোন ওয়ারিশ থাকে না। তাই এই সম্পদ বাইতুল মালে জমা থাকবে। আর এখানে হজরত আয়শার (রাঃ) কোন ভুমিকাই নেই।

৩)মেয়ে জামাই হযরত আলী(রাঃ)র বিরুদ্ধে যুদ্ধ করেছে মহানবী(সাঃ)র স্ত্রী হযরত আয়েশা(রাঃ)

উঃ তখন আলী (রাঃ) ছিলেন আমিরুল মুমিনিন। এটা ছিল কতিপয় সাহাবাদের একটা ইজতিহাদি ভুল, মিথ্যা তথ্যের ভিত্তিতে তাদের মধ্যে কলহ সৃষ্টি করা হয়েছিলো, পরে অবশ্য এই ভুল বোঝাবুঝি অবসান হয়। এখানে “মেয়ের জামাই” কোন বিষয় ছিলনা।

৪) তৃতীয় খলিফা হযরত উসমান(রাঃ)কে মেরে ফেলা হয়েছিল কাফের/মুনাফেক হিসাবে

উঃ আমিরুল মুমিনিন উসমান (রাঃ) কে চক্রান্ত করে হত্যা করা হয়েছিলো, কাজেই তার উপর কাফির/মুনাফিক অপবাদ দেয়া মস্ত বড় অন্যায়।

৫) আবুবকর(রাঃ)কে খলিফা বানিয়েছিলেন হযরত উমার(রাঃ), তাকে টেনেও নামিয়েছিলেন তিনি

উঃ এটা খুবই হাস্যকর কথা, আবু বকর (রাঃ) খলিফা হয়েছিলেন সর্বসম্মতিক্রমে, এখানে উমর (রাঃ) শুধুই নির্বাচন প্রক্রিয়া শুরু করেছিলেন। আর আবু বকর সিদ্দিক (রাঃ) আমৃত্যু খলিফা ছিলেন, কাজেই তাকে টেনে নামানোর অভিযোগ একেবারেই মিথ্যাচার।

এ সবগুলোই শিয়াদের করা মিথ্যাচার সাহাবীদের উপর। তারা যাই বলুক তাদের কথায় কান দিবেন না। তারা স্বপক্ষে যেসব দলিল দেখায় তার সবই ঐ সকল শিয়াদের নিজস্ব তৈরি।

জবাব দিয়েছেন ফারিহা রহমান।

শিয়াদের ব্যাপারে জানতে পড়ুন :
http://askislambd.weebly.com/igk12.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!