Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

প্রশ্নঃ ইসলাম যে সত্য ধর্ম তার প্রমাণ কী?

প্রশ্নঃ ইসলাম যে সত্য ধর্ম তার প্রমাণ কী?

🛑প্রশ্নঃ ইসলাম যে সত্য ধর্ম তার প্রমাণ কী?

🔷উত্তরঃ যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল (সা) এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

আসলে ভাই, আপনি কোন angle থেকে প্রমাণ চাচ্ছেন সেটা পরিষ্কার না।
আসলে, সেমিটিক ধর্ম গুলো হিসেব করলে আমরা যেগুলো পাই সেগুলো হল ইসলাম, খ্রিস্টান ধর্ম আর ইহুদি ধর্ম।
সবার আগে যে হিসেবে আসে ইহুদি, এরপর খ্রিস্ট ধর্ম, এরপর ইসলাম।
আমরা কিন্তু বলি না যে আগের ধর্মগুলো মিথ্যা, সেগুলোও সত্য, তবে কেবল expired, এই আর কি।

আপনাকে সহজভাবে বোঝালে ব্যাপারটা এমনঃ
আপনি একটি সফটওয়ার কিনে আনলেন এখন সেটা চালাবেন। সফটওয়্যারটা একদম ব্র্যান্ডনিউ, আপনি requirements চেক করে দেখলেন যে আপনার দরকার Windows 8… কিন্তু আপনি ব্যবহার করেন Windows 7!
কিন্তু সফটওয়্যারটা আপনার চালাতে হবেই। আপনি কী করবেন? আপনি এখন আপনার উইন্ডোজ পরিবর্তন করবেন। আপগ্রেড করবেন। উইন্ডোজ ৮ নিবেন। এর কারণ কিন্তু এই না যে, আপনার উইন্ডোজ ৭ কাজ করছে না, কারণ এটাই যে, আপনার উইন্ডোজ এখন backdated.

এখন এই উপমাটা আমাদের প্রশ্নের সাথে মিলে যায়ঃ

আপনার টার্গেট হল পরকালীন মুক্তি। (ধরে নিচ্ছি আপনি আস্তিক, আর পরকালে বিশ্বাস করেন, নতুবা অন্য লাইন দেখতে হবে) তাহলে আপনি চান স্বর্গে/বেহেশতে যেতে। আপনাকে যেতে হবেই, নরক/দোযখ থেকে বাঁচতে হবেই। এখন আপনার যুগের জন্য সেই পরকালীন মুক্তির (সফটওয়্যারের উপমা) জন্য দরকার লেটেস্ট ধর্ম (উইন্ডোজ ৮ উপমা)।
তাই আপনি আগের ধর্ম যেমন খ্রিস্টান বা ইহুদি(উইন্ডোজ ৭ বা ভিস্তা) change করবেন, নবতর ধর্ম ইসলাম (উইন্ডোজ ৮ উপমা) গ্রহণ করবেন।

আশা করি এ পর্যন্ত বুঝাতে পারলাম।

এখন, সমস্যা হল, এ তিন ধর্মের মধ্যেই পৃথিবীর ধর্ম সীমাবদ্ধ না। সব ধর্মের মধ্যে আপনি কীভাবে বুঝবেন ইসলাম যে সত্য? তখনি বুঝবেন যখন প্রুভ হবে যে, ইসলামে ভুল নেই। সেটা কীভাবে? তুলনা করতে হবে ধর্মগ্রন্থগুলো। যদি প্রুভ হয়, কুরআনে ভুল নেই কিন্তু অন্য ধর্মগ্রন্থগুলোতে আছে, তাহলে বুঝা যাবে ইসলাম সত্য। প্রমাণ হবে, ইসলাম সত্য ধর্ম।

এবং এখন অবধি কোন মানুষ কুরআনে কোন এটা কোন ভুল প্রমাণ করতে পারেনি। কুরআন মহান আল্লাহর প্রেরিত গ্রন্থ এবং সকল ত্রুটির ঊর্ধ্বে। আপনি যদি মনে করেন, আপনার মনে হচ্ছে কুরআনের অমুক আয়াতে ভুল, তবে আপনি এখানে কমেন্ট করুন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব উত্তর দিতে।

কুরআনের চালেঞ্জ, আপনি কোন ভুল বের করতে পারবেন না।

“ওরা কি লক্ষ করে না কুরআনের প্রতি? এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারও পক্ষ থেকে হত, তবে এতো অবশ্যই বহু বৈপরিত্য (ভুল) দেখতে পেত।” {কুরআন, ৪:৮২}

এবং যেহেতু কোন ভুল পাওয়া যাবে না,তাই প্রমাণ হয়, ইসলাম সত্য ধর্ম।

ভাই, আশা করি উত্তরটা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!