Skip to content

 

উপসর্গ কি? উপসর্গের কাজ ও (50+) উপসর্গ দিয়ে শব্দ গঠন।

উপসর্গ কি? উপসর্গের কাজ ও (50+) উপসর্গ দিয়ে শব্দ গঠন।

উপসর্গ কি?

যে অব্যয়গুলি ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে ধাতু বা শব্দকে অবলম্বন করে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন ঘটায় সেই অব্যয়গুলিকে উপসর্গ বলে। যথা- প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ, নিস, দুস।

উপসর্গের কাজঃ

নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। যেমন – সম্+বাদ = সংবাদ, বি+বাদ = বিবাদ। ‘বাদ’ শব্দের সঙ্গে ‘সম্’ এবং ‘বি’ উপসর্গ যোগ করে নতুন শব্দ ‘সংবাদ’ ও ‘বিবাদ’ তৈরি হলো।

উপসর্গের আর একটি কাজ শব্দের অর্থ পরিবর্তন করা। যেমন সু+নজর = সুনজর (অর্থের সংকোচন); সম্+পূর্ণ = সম্পূর্ণ (অর্থের সম্প্রসারণ); গর+হাজির = গরহাজির (বিপরীত অর্থ) ইত্যাদি।

উপসর্গ দিয়ে শব্দ গঠনঃ

যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। অজানা (অ+জানা), অভিযোগ (অভি+যোগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের ‘অ’, ‘অভি’, ‘বে’ হলো উপসর্গ।

অনেক সময়ে শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে। যেমন, ‘সম্প্রদান’ শব্দে ‘দান’-এর আগে ‘সম্’ এবং ‘প্র’ – এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে। একইভাবে ‘বিনির্মাণ’ শব্দে ‘মান’-এর আগে বসেছে ‘বি’ এবং ‘নির্’ উপসর্গ।

উপসর্গের নিজের অর্থ নেই; কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য বলা হয় – উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে।

বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে।

নিচে কয়েকটি সুপরিচিত উপসর্গের অর্থদ্যোতনা, সাধিত শব্দ ও বিশ্লেষণ দেখানো হলো।

উপসর্গশব্দ গঠনদ্যোতনা
অ-
অ-
অতি-
অতি-
অধি-
অধি-
অনা-
অনা-
অনু-
অনু-
অপ-
অপ-
অব-
অব-
অভি-
অভি-
আ-
আ-
উৎ-
উৎ-
উপ-
উপ-
কদ-
কু-
কু-
গর-
গর-
দর-
দর-
দুঃ- (দুর/দুস্)
দুঃ- (দুর/দুস্)
দুঃ- (দুর/দুস্)
দুঃ- (দুর/দুস্)
না-
না-
নি-
নি-
নিঃ- (নির/নিস)
নিঃ- (নির/নিস)
নিঃ- (নির/নিস)
নিঃ- (নির/নিস)
নিম-
নিম-
পরা-
পরা-
পরি-
পরি-
পাতি-
প্র-
প্র-
প্রতি-
প্রতি-
অ+কাজ
অ+বোধ
অতি+কায়
অতি+আচার
অধি+কার
অধি+বাসী
অনা+বৃষ্টি
অনা+সৃষ্টি
অনু+গমন
অনু+রূপ
অপ+কর্ম
অপ+সংস্কৃতি
অব+দান
অব+গুণ্ঠন
অভি+জ্ঞ
অভি+জাত
আ+রক্ত
আ+খাম্বা
উৎ+ক্ষেপণ
উৎ+বাস্তু
উপ+কূল
উপ+ভোগ
কদ+বেল
কু+কাজ
কু+পথ
গর+হাজির
গর+ঠিকানা
দর+দালান
দর+কাঁচা
দুঃ+শাসন
দুর্+মূল্য
দুস্+প্রাপ্য
দুর্+দিন
ন+লায়েক
না+হক
নি+দারুণ
নি+খাদ
নিঃ+শেষ
নির্+ধন
নির্+গমন
নিস্ +তরঙ্গ
নিম+খুন
নিম+রাজি
পরা+জয়
পরা+বাস্তব
পরি+ত্যাগ
পরি+পন্থী
পাতি+হাঁস
প্র+গতি
প্র+কোপ
প্রতি+ধ্বনি
প্রতি+হিংসা
অকাজ
অবোধ
অতিকায়
অত্যাচার
অধিকার
অধিবাসী
অনাবৃষ্টি
অনাসৃষ্টি
অনুগমন
অনুরূপ
অপকর্ম
অপসংস্কৃতি
অবদান
অবগুণ্ঠন
অভিজ্ঞ
অভিজাত
আরক্ত
আখাম্বা
উৎক্ষেপণ
উদ্বাস্তু
উপকূল
উপভোগ
কদবেল
কুকাজ
কুপথ
গরহাজির
গরঠিকানা
দরদালান
দরকাঁচা
দুঃশাসন
দুর্মূল্য
দুষ্প্রাপ্য
দুর্দিন
নালায়েক
নাহক
নিদারুণ
নিখাদ
নিঃশেষ
নির্ধন
নির্গমন
নিস্তরঙ্গ
নিমখুন
নিমরাজি
পরাজয়
পরাবাস্তব
পরিত্যাগ
পরিপন্থী
পাতিহাঁস
প্রগতি
প্রকোপ
প্রতিধ্বনি
প্রতিহিংসা
অনুচিত
অল্প
বৃহৎ
অতিরিক্ত
কর্তৃত্ব
মধ্যে
অভাব
বাজে
পিছনে
তুল্য
মন্দ
বিকৃত
বিশেষ
অল্প
সম্যক
উত্তম
ঈষৎ
সদৃশ
ঊর্ধ্বে
পরিত্যক্ত
নিকট
সম্যক
গৌণ
নিন্দনীয়
অসৎ
বিপরীত
ভিন্ন
মধ্যস্থ
সামান্য
মন্দ
অধিক
অল্প
মন্দ
অপূর্ণ
নেতি
অতিশয়
নেই এমন
পুরোপুরি
নেই এমন
বাইরে
নেই এমন
প্রায়
অর্ধেক
বিপরীত
অতিশয়
সম্পূর্ণ
বিরুদ্ধ
ছোটো
প্রকৃষ্ট
প্রচণ্ড
তুল্য
পালটা

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!