বিষয়: মুরব্বী ও গুরুজনের কদমবুছী এবং হাত, কপালে চুমু দেয়া প্রসঙ্গে ইসলাম।
হ্যাশট্যাগ: #মুরব্বী ও গুরুজনের কদমবুছী এবং হাত, কপালে চুমু দেয়া প্রসঙ্গে ইসলাম।
মুরব্বী ও গুরুজনের কদমবুছী এবং হাত, কপালে চুমু দেয়া প্রসঙ্গে ইসলাম
কদম বুছীঃ
* কারও পা ছুয়ে সেই হাতে চুমু দেয়া মাকরূহ। আর যদি পা ছুয়ে সেই হাতে চুমু দেয়া না হয় বরং শুধু চেহারার উপর মর্দন করা হয় তাহলে কোন মুত্তাকী পরহেযগার ও বরকতময় ব্যক্তির পা ছুয়ে এরূপ করার অনুমতি রয়েছে, যদি এরূপ করনেওয়ালা ব্যক্তি সুন্নাতের পাবন্দ এবং সহীহ আকীদা সীন হয়ে থাকে। অন্যথায় এরূপ করা জায়েয হবে না।
* কদম বূছী মাঝে মধ্যে ঘটনাক্রমে জায়েয স্থানে করা যেতে পারে, তবে এটাকে নিয়ম বানানো ঠিক নয়।
* শ্বশুর-শাশুড়ী বা গুরুজনের পায়ে হাত দিয়ে সালাম না করলে বে-আদবী হয়- এটা মনগড়া ধারণা। সালাম করলে শুধু মুখে করবে ৷
* আজমত সম্মানের ভিত্তিতে সরাসরি মুখ দিয়ে বুযুর্গ ও আলেম ব্যক্তির পায়ে চুমু দেয়ার অবকাশও রয়েছে, তবে প্রয়োজনের অতিরিক্ত মাথা ঝুকানো জায়েয নয় এবং এটা নিয়ম বানানোর মত বিষয়ও নয়। (তাই রছম প্রীতির এই যুগে এ থেকে বিরত থাকাই শ্রেয়।) তাছাড়া তাকাব্বুর (অহংকার) প্রকাশ পায় বিধায় ফোকাহায়ে কেরাম আলেম ও বুযুর্গদেরকে এরূপ চুমু (কদম-বূছী) অর্জন করার জন্য পা বাড়িয়ে দিতে নিষেধ করেছেন।
হাতে চুমু দেয়াঃ
* কোন আলেমের হাতে তাঁর ইল্মের খাতিরে কিংবা কোন ন্যায় পরায়ণ বাদশাহর হাতে তার ন্যায় পরায়ণতার খাতিরে যদি চুমু দেয়া হয়, তবে তাতে কোন দোষ নেই। এ ছাড়া অন্য কারও হাতে বা অন্য কোন উদ্দেশ্যে সাক্ষাতের সময় যে চুমু খাওয়ার রেওয়াজ রয়েছে, শরী’আতে তার অনুমতি নেই। তবে কারও পক্ষেই এরূপ খাহেশ রাখা পছন্দনীয় নয় যে, অন্য কেউ তার হাতে চুমু দিয়ে তাকে সম্মান প্রদর্শন করুক।
* কদম বূছীর ন্যায় হাতে চুমু দেয়াকেও নিয়ম বানানো ঠিক নয়। মাঝে মধ্যে ঘটনাক্রমে করা যেতে পারে।
চেহারা, কপালে ও মাথায় চুমু দেয়াঃ
* কোন আলেম, বুযুর্গ ও পরহেযগার ব্যক্তিকে সম্মান ও আজমত স্বরূপ তাঁর চেহারা, কপাল ও মাথায় চুমু দেয়া জায়েয আর খাহেশাত বা প্রবৃত্তির তাড়নায় এরূপ করা হলে তা জায়েয নয়। (عين الهداية نقلا عن القاضيخان والعالمغيرية)
* সাক্ষাৎ বা বিদায়ের সময় যদি কেউ কারও গালে বা মুখে চুমু খায় বা স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে যে চুমু দেয় তা সর্বাস্থায় জায়েয।
সমাপ্ত: মুরব্বী ও গুরুজনের কদমবুছী এবং হাত, কপালে চুমু দেয়া প্রসঙ্গে ইসলাম।
সূত্র: আহকামে জিন্দেগী।