কাউন্ট কি?
কাউন্ট (count) :কাউন্ট বলতে বোঝায় একটি নাম্বার কে যা একক ভরে দৈর্ঘ্য বা একক দৈর্ঘ্য ভরকে প্রকাশ করে।
কাউন্ট দুই প্রকার, যথাঃ
১.ডাইরেক্ট কাউন্ট(Direct Count)
২.ইন্ডাইরেক্ট কাউন্ট(Indirect Count)
ডাইরেক্ট কাউন্ট (Direct Count) <যখন দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে>
তিন ধরনের ডাইরেক্ট কাউন্ট হয়ে থাকেঃ- টেক্স,ডেনিয়ার,পাউন্ড পার স্পিন্ডল
টেক্স (Tex) : ১০০০ মিটারে দৈরঘের সুতার ওজোনকে গ্রামে প্রকাশ করা হয় এবং সে হিসেবে তত একক ধরা হয়। এটি সবচে বেশি ব্যাবহ্রিত তাই সার্বজনীন এককও বলা হয়ে থাকে।
ডেনিয়ার (Deniar) : ৯০০০ মিটার দৈরঘের সুতার ওজোন কে গ্রামে প্রকাশ করা হয়।সাধারণত man made fibre এর ক্ষেত্রে ডেনিয়ার একক ব্যাবহ্রিত হয়।
পাউন্ড পার স্পিন্ডল (pound per spindle) ১৪৪০০ গজ দৈরঘের ওজোন কে pound(lbs) এ প্রকাশ করা হয়। শুধুমাত্র পাটের ক্ষেত্রে এই সিস্টেম ব্যাবহার করা হয়।
ইন্ডাইরেক্ট কাউন্ট (Indirect count) <যখন ওজোন অপরিবর্তিত থাকবে>
ইন্ডাইরেক্ট কাউন্ট তিন ধরনের যথাঃইংলিশ কাউন্ট,মেট্রিক কাউন্ট,ওরস্টেড
ইংলিশ কাউন্টঃ : এক পাউন্ড (lb) ওজোনের সুতায় ৮৪০ গজ ( ১ গজ = ১.০৯ মিটার) দৈর্ঘ্যের যে কয়টি hank থাকতে পারে তা দ্বারা তার কাউন্ট নির্দেশিত হয়।
অর্থাৎ এক পাউন্ড (lb) ওজোনের সুতা নিয়ে মেপে দেখতে হবে সেখানে ৮৪০ গজ দৈর্ঘ্যের কয়টি hank আছে , যে কইটি হেঙ্ক পাওয়া যাবে তার দ্বারা তার কাউন্ট নির্দেশিত হবে।
এখানে বলে রাখা দরকার,
iহ্যাংক (hank) এক জাতীয় সুতার প্যাকেজ যাতে সুতাকে কোয়েল এর মত রাখা হয়। যাকে হস্তচালিত তাতে ব্যাবহারের জন্য সবচে উপযোগী প্যাকেজ ধরা হয়। ভিন্ন ভিন্ন প্রকৃতির সুতার জন্য প্যাকেজের মাপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। hank এর বিভিন্ন মাপের উপর নির্ভর করে সুতার কাউন্ট নির্দেশিত হয়। যেমন – কটন ও সিল্ক এর ক্ষেত্রে ১ hank=৭৬৮ মিটার ,লিনেন সুতার ক্ষেত্রে ১ hank=২৭০ মিটার এবং combed ফাইবার থেকে তৈরি worsted সুতার ক্ষেত্রে ১ hank=৫৭০ মিটার
মেট্রিক কাউন্ট (Metric count) : 1 kg ওজোনের ইয়ারনে 1000 মিটার দৈর্ঘের যে কয়টি hank থাকবে তার কাউন্ট তত।
ওরস্টেড (Worsted count) : এটা সাধারণত wool এর ক্ষেত্রে ব্যাবহ্রিত হয়। 1 lb ওজোনের ইয়ারনে 560 গজের যে কয়টি hank থাকবে তার কাউন্ট তত।