Skip to content

 

ইসলামে কাজের বুয়া/চাকর-নওকরদের প্রতি কর্তব্য

ইসলামে কাজের বুয়া/চাকর-নওকরদের প্রতি কর্তব্য

বিষয়: ইসলামে কাজের বুয়া/চাকর-নওকরদের প্রতি কর্তব্য।
হ্যাশট্যাগ: #কাজের বুয়া/চাকর-নওকরদের প্রতি কর্তব্য।

ইসলামে কাজের বুয়া/চাকর-নওকরদের প্রতি কর্তব্যঃ

১. নিজেরা যা খাবে চাকর-নওকরকে অনুরূপ খাওয়াবে।

২. নিজেরা যা পরিধান করবে চাকর-নওকরকে সেরূপ পোশাক দিবে।

৩. তাদের দ্বারা সাধ্যাতীত কাজ নিবেনা।

৪. কোন কাজ তাদের কষ্টসাধ্য হলে ঐ কাজে তাদের সহয়তা করবে।

৫. তাদের সাথে উত্তম ব্যবহার করবে অর্থাৎ, কঠোর ব্যবহার ও কঠোর বাক্য প্রয়োগ করবেনা।

৬. তারা রোগাক্রান্ত হলে কিংবা কোন কষ্টে পড়লে তাদেরকে সমবেদনা জানাবে।

৭. তাদেরকে দ্বীন ও শরী’আত মোতাবেক চালাতে হবে। কেননা অধীনস্তকে দ্বীনের উপর চালানো কর্তব্য।

বিঃ দ্রঃ শ্রমিকদের অধিকার অধ্যায়ে বর্ণিত বিষয়গুলোর অনেকটা চাকর নওকরদের বেলায়ও প্রযোজ্য।

সমাপ্ত: ইসলামে কাজের বুয়া/চাকর-নওকরদের প্রতি কর্তব্য।
সূত্র: আহমাসে যিন্দেযী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!