আলোচ্য বিষয়ঃ খামারিয়ানের এই পোষ্টটিতে তুলে ধরা হবে, কিছু সাধারন জ্ঞান-বিশ্বে যা কিছু প্রথমঃ প্রথম কবে? প্রথম কিভাবে? প্রথম কে? প্রথম কার? প্রথম কি? প্রথম কোথায়? প্রথম কোথায়? প্রথম কাকে? (200+) (সাধারন বিষয়+ইসলামিক বিষয়)। আশা করি যা আপনার কাজে লাগবে, তাই সাথেই থাকবেন, চলুন শুরু করা যাক।
ট্যাগসমূহঃ বিশ্বে যা কিছু প্রথম কিছু সাধারন জ্ঞান, প্রথম কবে, প্রথম কিভাবে, প্রথম কে, প্রথম কার, প্রথম কি, প্রথম কোথায়, প্রথম কোথায়, প্রথম কাকে, সর্ব প্রথম সবকিছুর তালিকা। সাধারণ জ্ঞান ইন্টারনেট, সাধারণ জ্ঞানের বই, উত্তরের সঙ্গে সাধারণ জ্ঞান প্রশ্ন, সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর, সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ টপিক, সাধারন জ্ঞান এর প্রশ্ন, সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, সাধারন জ্ঞান কুইজ, বাংলা সাধারন জ্ঞান কুইজ, কিছু সাধারন জ্ঞান।
কিছু সাধারন জ্ঞান-বিশ্বে যা কিছু প্রথমঃ প্রথম কবে? প্রথম কিভাবে? প্রথম কে? প্রথম কার? প্রথম কি? প্রথম কোথায়? প্রথম কোথায়? প্রথম কাকে? (200+) (সাধারন বিষয়+ইসলামিক বিষয়)।
মূল রচনায়ঃ কামাল আহমেদ রজনী
সাধারন বিষয়ঃ
প্রশ্নঃ কোন রানীকে সর্ব প্রথম মৃত্যু দণ্ড দেওয়া হয়?
উত্তরঃ ইংল্যান্ডের রানী জনগ্রে।
প্রশ্নঃ সর্ব প্রথম কোন নারী এক সঙ্গে ১২টি সন্তান প্রসব করেন?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা।
প্রশ্নঃ কোন নারী প্রথম ২৭ বার-এ ৭০টি সন্তানের জননী হন?
উত্তরঃ ভেসিলেট (রাশিয়া)।
প্রশ্নঃ ভালোবাসার জন্য সর্ব প্রথম কাকে জীবন্ত কবর দেওয়া হয়?
উত্তরঃ আনারকলীকে।
প্রশ্নঃ সর্ব প্রথম কোন নারী বেশি দিন ঘুমিয়েছিলেন?
উত্তরঃ ব্যারোসিম (সুইডেন ৮ বছর ঘুমিয়েছিলেন)।
প্রশ্নঃ সর্ব প্রথম ধনী নারী কে?
উত্তরঃ ব্রিটেনের রানী এলিজাবেথ।
প্রশ্নঃ বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ইসাবেলা প্রেরণ (আর্জেন্টিনা)।
প্রশ্নঃ এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তরঃ কোরাজন একুইনো (ফিলিপাইন)।
প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ শ্রী মাভো বন্দের নায়েকে (শ্রীলংকা)।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ঘৃণিত নারী কে?
উত্তরঃ তসলিমা নাসরিন।
প্রশ্নঃ কোন নারী সর্ব প্রথম হাসপাতালে চিকিৎসাধীন থেকে বিশ্ব রেকর্ডকরেছেন?
উত্তরঃ নাথা লেলসন যুক্তরাষ্ট্রে ৯৯ বছর হাসপাতালে ছিলেন।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্নঃ বি, এল, এফ প্রধান প্রশিক্ষক কে?
উত্তরঃ হাসানুল হক ইনু।
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধি নায়ক কে?
উত্তরঃ কর্নেল আতাউল গনি ওসমানী।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সামরিক আদালতে কার বিচার হয়?
উত্তরঃ কর্নেল তাহের।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?
উত্তরঃ উত্তর মাগুড়া।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নারী ব্যাংকের এমডি কে?
উত্তরঃ তানিযা হামেদ।
প্রশ্নঃ বাংলাদেশের নিযুক্ত প্রথম নারী রাষ্ট্রদূত কে?
উত্তরঃ ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নারী শিক্ষা চালু করেন কে?
উত্তরঃ বেগম রোকেয়া।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম নারী কবি কে?
উত্তরঃ বেগম সুফিয়া কামাল।
প্রশ্নঃ বাংলার প্রথম নারী চিকিৎসক কে?
উত্তরঃ ডাঃ জোহরা কাজী।
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় বন কোনটি?
উত্তরঃ সুন্দরবন।
প্রশ্নঃ বাংলার প্রথম নারী ব্যারিস্টার কে?
উত্তরঃ ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কে?
উত্তরঃ আ. স. ম. আব্দুর রব।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
প্রশ্নঃ বিশ্বের প্রথম মুসলমান নারী প্রধান মন্ত্রী কে?
উত্তরঃ বেনজির ভূট্টো।
প্রশ্নঃ বিশ্বের প্রথম মুসলমান নারী প্রেসিডেন্ট কে?
উত্তরঃ কোরাজন একুইনো (ফিলিপাইন)।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কোন সংগ্রামী নেতাকে হত্যা করা হয়?
উত্তরঃ কমরেড সিরাজ শিকদার।
প্রশ্নঃ সর্ব প্রথম রাজবন্দী কে?
উত্তরঃ ‘সেক্টর কমান্ডার এম এ জলিল।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সামরিক শাসক কে?
উত্তরঃ মেজর জেনারেল জিয়াউর রহমান।
প্রশ্নঃ বাংলাদেশের সর্ব প্রথম সবচেয়ে বড় হত্যাকাণ্ড কোনটি?
উত্তরঃ ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ স্ব-পরিবারের হত্যা।
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বেশি অনারারী ডক্টরেট ডিগ্রী কার?
উত্তরঃ জননেত্রী শেখ হাসিনা।
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান প্রথম রচনা করেন কে?
উত্তরঃ ডঃ কামাল হোসেন।
প্রশ্নঃ বাংলাদেশের পথম দৈনিক পত্রিকা কোনটি?
উত্তরঃ দৈনিক আজাদ।
প্রশ্নঃ বাংলাদেশের সর্ব প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি?
উত্তরঃ ই.টি.ভি।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম চলচিত্র কোনটি??
উত্তরঃ মুখ ও মুখোশ।
প্রশ্নঃ বাংলাদেশের সর্ব প্রথম শ্রেষ্ঠ ধনী কে?
উত্তরঃ জহিরুল ইসলাম।
প্রশ্নঃ বাংলাদেশের সর্ব প্রথম কোন নেতাকে ফাঁশি দেয়া হয়?
উত্তরঃ কর্নেল তাহের।
প্রশ্নঃ বাংলাদেশের সর্ব প্রথম মেডিক্যাল কলেজ কোনটি?
উত্তরঃ ঢাকা মেডিকেল কলেজ।
প্রশ্নঃ বাংলাদেশের সর্বপ্রথম নিঃকলঙ্ক নেতা কে?
উত্তরঃ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
প্রশ্নঃ বিশ্বের সর্বপ্রথম সফল নেতা কে?
উত্তরঃ মাও সেতুং।
প্রশ্নঃ স্বাধীনতার সূচনা কোথা থেকে?
উত্তরঃ ৭ই মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ভাষণ থেকে।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বিরোধী দল কোনটি?
উত্তরঃ ন্যাপ।
প্রশ্নঃ সর্ব প্রথম মুদ্রা ব্যবস্থা চালু করেন কে?
উত্তরঃ নূহ (আঃ)।
প্রশ্নঃ বাংলাদেশের ধ্বংসের একমাত্র কারণ কোনটি?
উত্তরঃ প্রশাসনিক দুর্নীতি।
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানের সর্ব প্রথম কি লিখা?
উত্তরঃ বিস্মিল্লাহির রাহমানির রাহিম।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম রাজধানী কোথায়?
উত্তরঃ মেহেরপুর বৈদ্যুনাথ আম তলায় (বর্তমানে মুজিব নগর)।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বড় সেতু কোনটি?
উত্তরঃ যমুনা সেতু।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সরকারি দল কোনটি?
উত্তরঃ আওয়ামী লীগ।
প্রশ্নঃ বাংলাদেশের সর্ব প্রথম সবচেয়ে কার জানাযায় বেশি লোক অংশ গ্রহণ করেন?
উত্তরঃ মেজর জেনারেল জিয়াউর রহমানের।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম দেশ প্রেমিক কারা?
উত্তরঃ মুক্তিযোদ্ধারা।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ বেগম খালেদা জিয়া।
প্রশ্নঃ বাংলাদেশের অগ্রগতি অর্জনে প্রথম বাধা কারা?
উত্তরঃ রাজনৈতিক দলগুলো।
প্রশ্নঃ ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তরঃ মিসর।
প্রশ্নঃ জাতীয় সংসদে প্রথম স্পিকার কে ছিলেন?
উত্তরঃ শাহ আব্দুল হামিদ।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ?
উত্তরঃ বাংলার দূত ৷
প্রশ্নঃ কোন ইংরেজ সর্বপ্রথম বাংলাদেশে আসেন?
উত্তরঃ জেমস্ হার্ট।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা সচিব?
উত্তরঃ জাকিয়া আকতার।
প্রশ্নঃ নজরুলের প্রথম উপন্যাস?
উত্তরঃ বাঁধনহারা।
প্রশ্নঃ ইউরোপীয় দেশগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তরঃ বেলজিয়াম।
প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল কতসালে প্রথম চালু হয়?
উত্তরঃ ১৯৩৮ সালে।
প্রশ্নঃ কে সর্বপ্রথম মানুষের রক্ত সঞ্চালন সম্বন্ধে সঠিক বর্ণনা দেন?
উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং।
প্রশ্নঃ সর্ব প্রথম রেশম চাষ হয় কোন দেশে?
উত্তরঃ চীন দেশে।
প্রশ্নঃ বিশ্বের সর্বোচ্চ আয়ের দেশ কোনটি?
উত্তরঃ লুক্সেমবার্গ।
প্রশ্নঃ বিশ্বের সর্ব নিম্ন আয়ের দেশ কোনটি?
উত্তরঃ মোজাম্বিক।
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম বিমান চালু হয় কবে?
উত্তরঃ ১৯৭২ সালের ৫ই ফেব্রুয়ারি।
প্রশ্নঃ জাতিসংঘের প্রথম মুসলমান মহাসচিব কে?
উত্তরঃ ঘানার কফি আনান।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম অরণ্য কোনটি?
উত্তরঃ তৈগা।
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তর রেলপথ কোনটি?
উত্তরঃ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম নদ কোনটি?
উত্তরঃ নীল নদ
প্রশ্নঃ আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?
উত্তরঃ নায়াগ্রা।
প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৯১৪ সালে।
প্রশ্নঃ কোন সংগঠন সর্বপ্রথম গলগণ্ডের জরিপ করে?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ।
প্রশ্নঃ বাংলাদেমের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি?
উত্তরঃ তাজিন টং।
প্রশ্নঃ এভারেস্ট বিজয়ী প্রথম প্রতিবন্ধী কে?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের টম হোয়েটেকার।
প্রশ্নঃ নোবেল পুরস্কারের প্রবর্তক কে?
উত্তরঃ আলফ্রেড নোবেল (সুইডেন)।
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
উত্তরঃ ১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে।
প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি?
উত্তরঃ রাশিয়ার ভেলেনতিনা তেরেসকোভা।
প্রশ্নঃ বাংলাদেশের সর্বপ্রথম সুদবিহীন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু
করে কোন ব্যাংক?
উত্তরঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ।
প্রশ্নঃ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়?
উত্তরঃ কালুরঘাট, চট্টগ্রাম।
প্রশ্নঃ ঢাকায় কবে সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয়?
উত্তরঃ ১৬১০ খ্রিস্টাব্দ।
প্রশ্নঃ বাংলাদেশে নোট প্রথম চালু হয়?
উত্তরঃ ৪ মার্চ ১৯৭২ সালে।
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডীন কে?
উত্তরঃ বেগম আজিজুন্নেসা।
প্রশ্নঃ কোন ফুটবল খেলোয়ারের ছবি প্রথম বারের মত তার দেশের কাগজী মুদ্রায় ছাপা হয়েছে?
উত্তরঃ ডেভিড ব্যাকহ্যাম।
প্রশ্নঃ পৃথিবরি দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কী?
উত্তরঃ কক্সবাজার।
প্রশ্নঃ সর্ব প্রথম হীরক আবিষ্কার করেন?
উত্তরঃ ফরাসী বিজ্ঞানী মায়না ১৮৯৪ সালে।
প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ?
উত্তরঃ মালয়েশিয়া।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম রণতরী?
উত্তরঃ বি.এন.এস পদ্মা।
প্রশ্নঃ বাংলাদেশের ক্রিকেটের প্রথম অধিনায়ক কে?
উত্তরঃ শামীম কবির।
প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিজান দেশ?
উত্তরঃ সেনেগাল।
প্রশ্নঃ মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ঐতিহাসিক?
উত্তরঃ ইবনে খালদুন।
প্রশ্নঃ প্রথম রঙিন টেলিভিশন চালু করা হয়?
উত্তরঃ ১০ই এপ্রিল ১৯৮০।
প্রশ্নঃ সর্ব প্রথম ডাক টিকিট উদ্ভাবন করেন?
উত্তরঃ স্যার রোনাল্ড হিল।
প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
উত্তরঃ কথোপকথন।
প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য?
উত্তরঃ বেগম রাজিয়া বানু।
প্রশ্নঃ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন?
উত্তরঃ লর্ড ক্যার্নিং।
প্রশ্নঃ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
উত্তরঃ এ. এস. এম. সায়েম।
ইসলামিক বিষয়ঃ
প্রশ্নঃ সর্ব প্রথম নবী কে?
উত্তরঃ হযরত আদম (আঃ)
প্রশ্নঃ সর্ব প্রথম পিতামাত ছাড়া দুনিয়াতে কে আসিয়াছিলেন?
উত্তরঃ হযরত আদম (আঃ) বিবি হাওয়া (আঃ)।
প্রশ্নঃ হযরত আদম (আঃ) সর্ব প্রথম কি খেয়েছিলেন?
উত্তরঃ আঙ্গুর ফল।
প্রশ্নঃ সর্ব প্রথম প্রতারিত হয়েছেন কে?
উত্তরঃ হযরত হাওয়া (আঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম রাসূল কে?
উত্তরঃ হযরত নূহ (আঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম লেখাপড়া শিক্ষা দিয়েছেন কে?
উত্তরঃ হযরত ইদ্রিস (আঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম খুন হয়েছেন কে?
উত্তরঃ হযরত আদম (আঃ)-এর ছেলে হাবিল ২৫ বছর বয়সে।
প্রশ্নঃ দুনিয়াতে সর্ব প্রথম জমিন সৃষ্টি হয়েছে কোথায়?
উত্তরঃ কারা শরীফের।
প্রশ্নঃ সর্ব প্রথম হত্যাকারী কে?
উত্তরঃ কাবিল।
প্রশ্নঃ সর্ব প্রথম বেহেস্তে যাবেন কে?
উত্তরঃ হযরত বেলাল (রাঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম ভূমিকম্প হয়েছিল কখন?
উত্তরঃ যখন হাবিলকে কাবিল হত্যা করেছিল?
প্রশ্নঃ সর্ব প্রথম বৃদ্ধ হয়েছিল কে?
উত্তরঃ হযরত ইব্রাহিম (আঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম মাথায় তাজ পড়েছিল কে?
উত্তরঃ নমরুদ।
প্রশ্নঃ সর্ব প্রথম কাবা ঘর তাওয়াফ করেছেন কে?
উত্তরঃ হযরত আদম (আঃ)।
প্রশ্নঃ আমাদের সর্ব প্রথম কেবলা কোনদিক ছিল?
উত্তরঃ বায়তুল মোকাদ্দাস এর দিকে।
প্রশ্নঃ সর্ব প্রথম শহীদ হয়েছেন কে?
উত্তরঃ হযরত আম্মার (রাঃ) এর মাতা সুমাইয়া (রাঃ)।
প্রশ্নঃ আল্লাহর আদেশ সর্ব প্রথম অমান্য করেছিলেন কে?
উত্তরঃ ইবলিশ শয়তান।
প্রশ্নঃ হযরত আদম (আঃ)-কে সর্ব প্রথম সেজদা করেন?
উত্তরঃ ইস্রাফিল (আঃ)।
প্রশ্নঃ কোন মোহাজেরের সর্ব প্রথম সন্তান হয়?
উত্তরঃ হযরত আবদুল্লাহ্ ইবনে যুবায়ের (রাঃ)-এর।
প্রশ্নঃ কোন আনসারের সর্ব প্রথশ সন্তান হয়?
উত্তরঃ হযরত নোমান ইবনে বশীর (রাঃ)-এর।
প্রশ্নঃ সর্ব প্রথম মসজিদ কোনটি?
উত্তরঃ মদিনা শরীফ হইতে চার কিলোমিটার দূরে মসজিদে কোবা।
প্রশ্নঃ সর্ব প্রথম জুমার নামায পড়াইয়া ছিলেন কে?
উত্তরঃ হযরত আসাদ ইবনে যুরারা (রাঃ) মদীনাতে।
প্রশ্নঃ সর্ব প্রথম হুজুর পাক (রাঃ)-এর জীবনী কে লিখেছেন?
উত্তরঃ মুহাম্মদ ইবনে ইসহাক সীরাতুন্নবী লিখেছেন।
প্রশ্নঃ সর্ব প্রথম ঘোড়ায় সওয়ার হয়েছেন কে?
উত্তরঃ হযরত ইসমাইল (আঃ)।
প্রশ্নঃ কেয়ামতের দিন সর্ব প্রথম হিসাৰ লওয়া হবে কার?
উত্তরঃ হযরত জিব্রাইল (আঃ)-এর।
প্রশ্নঃ কেয়ামতের দিন কবর হতে সর্ব প্রথম উঠবেন কে?
উত্তরঃ হযরত মোহাম্মদ (সাঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম মুসলমান নৌ-বাহিনী প্রধান কে?
উত্তরঃ. হযরত মুয়াবিয়া (রাঃ)-এর জমানায় আবদুল্লাহ ইবনে কাইছ।
প্রশ্নঃ কাবা শরীফে সর্ব প্রথম গিলাফ পড়ায়েছিলেন কে?
উত্তরঃ ইয়েমেনের বাদশা তুব্বা।
প্রশ্নঃ নৌকা প্রথম কে তৈরি করেন?
উঁঃ হযরত নূহ (আঃ)।
প্রশ্নঃ মানুষ সর্ব প্রথম কোথাঁর এসেছে?
উত্তরঃ সরন্দীপে হযরত আদম (আঃ)।
প্রশ্নঃ বেহেস্তে সর্ব প্রথম খাদ্য কি?
উত্তরঃ মাছের কলিজা।
প্রশ্নঃ রসায়ন বিদ্যা নিয়ে সর্ব প্রথম আলোচনা করেন কে?
উত্তরঃ হযরত মুয়াবিয়া (রাঃ)-এর পুত্র খালেদ ইবনে ইয়াজিদ।
প্রশ্নঃ কোন নারীর জানাযার খাটে পর্দা প্রথম দেয়া হয়?
উত্তরঃ হযরত ফাতেমা (রাঃ)-এর খাটের উপরে।
প্রশ্নঃ মসজিদের মিনারা প্রথম স্থাপন করেন কে?
উত্তরঃ হযরত মুয়াবিয়া (রাঃ)-এর সময়।
প্রশ্নঃ ইসলামের জন্য সর্ব প্রথম তীর নিক্ষেপ করেন কে?
উত্তরঃ হযরত ছায়ান ইবনে আবি ওয়াক্কাছ (রাঃ)।
এঃ হুজুর পাক (সাঃ) সর্ব প্রথম কি প্রচারক ছিলেন?
উত্তরঃ আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদু লিল্লাহি কাছিরা ওয়া সুবহানাল্লাহি বোকরাতাও ওয়াআছিলা ৷
অর্থ : আল্লাহ সবচেয়ে বড়। সমস্ত প্রশংসা বেশি হবে আল্লাহর জন্যই এবং সকাল-বিকাল আল্লাহর তাসবিহ বর্ণনা করতেছি।
প্রশ্নঃ কাবা শরীফ প্রথম নির্মান করেন কে?
উত্তরঃ হযরত আদম (আঃ)।
প্রশ্নঃ প্রথম কিভাবে আযান নির্ধারিত হয়?
উত্তরঃ হযরত আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ)-কে স্বপ্নে এক ফেরেস্তা
আযান ও একামত শিক্ষা দিয়েছেন?
প্রশ্নঃ প্রথম আযান দেন কে?
উত্তরঃ হযরত বিল্লাল (রাঃ)।
প্রশ্নঃ কোরআন শরীফ সর্ব প্রথম লিপিবদ্ধ করেন কে?
উত্তরঃ হাজ্জাজ ইবনে ইউসুফের হুকুমে হযরত আবুল আসওয়াদ দুয়িলি (রাঃ)।
প্রশ্নঃ ফেরেস্তাদের প্রথম কেবলা কোন দিকে?
উত্তরঃ বায়তুল মামুর।
প্রশ্নঃ হুজুর পাক (সাঃ)-এর সর্ব প্রথম ওহি লেখক কে?
উত্তরঃ হযরত আবু বকর (রাঃ)।
প্রশ্নঃ পৃথিবীতে সর্ব প্রথম খাতনা অবস্থায় এসেছেন কে?
উত্তরঃ হযরত আদম (আঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম প্রধান রাসূল পৃথিবীতে আগমন করেছেন কে?
উত্তরঃ হযরত নূহ (আঃ)।
প্রশ্নঃ কেয়ামতের দিন সর্ব প্রথম আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন কে?
উত্তরঃ ইনসাফদার মুসলমান বাদশা।
প্রশ্নঃ সর্ব প্রথম শিশু অবস্থায় দোলনায় কথা বলেছেন কে?
উত্তরঃ হযরত যুবায়ের (বনি ইসরাইল এর জনৈক আবেদ) পবিত্রতা বর্ণনাকারী শিশু।
প্রশ্নঃ দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সর্ব প্রথম সুসংবাদ পেয়েছেন কে?
উত্তরঃ হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ)।
প্রশ্নঃ মাতৃগর্ভে নির্দিষ্ট সময়ের অধিক দিন ছিলেন সর্ব প্রথম কে?
উত্তরঃ সুফিয়া ইবনে হাইয়ান ৪ বছর।
প্রশ্নঃ সর্ব প্রথম নমরুদ কে?
উত্তরঃ নমরুদ ইবনে কানআন-ইবনে-হাম ইবনে নূহ (আঃ)।
প্রশ্নঃ মাকরসা সর্ব প্রথম কার মাথার উপর জাল বুনেছিল।
উত্তরঃ হযরত দাউদ (আঃ)-এর উপর যখন বাদশা জালুত তাকে তালাশ
করতেছিল।
প্রশ্নঃ সর্ব প্রথম ফেরাউন কে?
উত্তরঃ ছিনানুল আশগাল ইবনে আলওয়ান হযরত ইব্রাহিম (আঃ)-এর সময়।
প্রশ্নঃ সর্ব প্রথম কে মাতৃ গর্ভে যায় নাই।
উত্তরঃ আদম (আঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম জিব্রাইল (আঃ) কার নিকট এসেছিলেন?
উত্তরঃ হযরত আদাম (আঃ)-এর নিকট ১২ বার।
প্রশ্নঃ স্মরণ শক্তি বৃদ্ধির সর্ব প্রথম আমল কোনটি?
উত্তরঃ অধিক ব্রোজা রাখা।
প্রশ্নঃ সর্ব প্রথম কোন কাজ করলে মানুষ কুকুরের সাথে মিশে যায়?
উত্তরঃ নামায পরিত্যাগ করলে।
প্রশ্নঃ সর্ব প্রথম কোন বাদশা পত্র দ্বারা পানি আনয়ন করতেন?
উত্তরঃ হযরত ওমর ফারুক (রাঃ)।
প্রশ্নঃ কিয়ামতের দিন সর্ব প্রথম প্রশ্ন কোনটি?
উত্তরঃ সারা জীবন কোন কাজে ব্যয় করেছ।
প্রশ্নঃ কোন নারী সর্ব প্রথম মা আছিয়ার সাথে জান্নাতে যাবেন?
উত্তরঃ যে নারী তার স্বামী দ্বীনের পথে চলার তাগিদ দেয়।
প্রশ্নঃ কোন পুরুষ সর্ব প্রথম লূত (আঃ)-এর সাতে জান্নাতে যাবেন?
উত্তরঃ যে পুরুষ তার স্ত্রীকে দ্বীনের পথে চলার তাগিদ দেয়।
প্রশ্নঃ সর্ব প্রথম কোন মানুষের চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হতো?
উত্তরঃ হযরত ইউসুফ (আঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম কে চন্দ্ৰকে দ্বিখণ্ডিত করে দেখাইয়া ছিলেন?
উত্তরঃ হুজুর পাক (সাঃ)।
প্রশ্নঃ কোন নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন?
উত্তরঃ হযরত খাদিজাতুল কোবরা (রাঃ)।
প্রশ্নঃ পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন কে?
উত্তরঃ হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম কোন বালক ইসলাম ধর্ম গ্রহণ করেন?
উত্তরঃ হযরত বিল্লাল হাবসি (রাঃ)।
প্রশ্নঃ হুজুর পাক (সাঃ) এর সর্বপ্রথম সাহাবী কে?
উত্তরঃ হযরত আবু বকর (রাঃ)।
প্রশ্নঃ সর্বপ্রথম কে হুজুর পাক (সাঃ) এর শিরচ্ছেদ করতে এসে মুসলমান হয়েছেন?
উত্তরঃ হযরত ওমর (রাঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম হুজুর পাক (সাঃ)-কে চোখে না দেখে কোন ব্যক্তি
আশেকে রাসূল হয়েছেন?
উত্তরঃ হযরত ওয়ায়েস আল (করনী)।
প্রশ্নঃ সর্ব প্রথম কোন সাহাবীকে শ্রেষ্ঠশহীদী মর্যাদা দেওয়া হবে?
উত্তরঃ হযরত হানজালা (রাঃ)।
প্রশ্নঃ হুজর পাক (সাঃ) কে সর্ব প্রথম মানুষ কি নামে ডাকত?
উত্তরঃ আল আমিন।
প্রশ্নঃ হুজুর পাক (সাঃ) এর সর্ব প্রথম বিবি কে?
উত্তরঃ হযরত খাদিজাতুল কোবরা (রাঃ)।
প্রশ্নঃ পৃথিবীর সর্ব প্রথম মা কে?
উত্তরঃ হযরত মা হাওয়া (আঃ)।
প্রশ্নঃ পৃথিবীর সর্ব প্রথম বাবা কে?
উত্তরঃ হযরত আদম (আঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম মানুষের মিলনস্থল কোথায়?
উত্তরঃ আরাফাতের ময়দান (মা হাওয়া (আঃ) ও বাবা আদম (আঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম ধর্ম কি?
উত্তরঃ ইসলাম।
প্রশ্নঃ ইসলামের সর্ব প্রথম মৌলিক অধিকার কী?
উত্তরঃ সাম্যবাদ।
প্রশ্নঃ সর্ব প্রথম আউলিয়া শ্ৰেষ্ট কে?
উত্তরঃ হযরত বড় পীর আবদুল কাদির জিলানী (রাঃ)।
প্রশ্নঃ কোন নারীর প্ররোচনায় সর্ব প্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড ঘটে?
উত্তরঃ হযরত আদম (আঃ)-এর মেয়ে আকলিমা।
প্রশ্নঃ কোন নারী সর্ব প্রথম জান্নাতে প্রবেশ করছেন?
উত্তরঃ হযরত ফাতেমা (রাঃ)।
প্রশ্নঃ আল্লাহর সর্ব প্রথম দাওয়াতী মেহমান কে?
উত্তরঃ হুজুর পাক (সাঃ) মেরাজের জন্য দাওয়াত।
প্রশ্নঃ মুসলমান সর্বপ্রথম কাকে দান করবে?
উত্তরঃ পরিবার ভুক্তদের মধ্যে যাহারা অভাবগ্রস্ত থাকবে। (বোখারী শরীফ)।
প্রশ্নঃ কোরআন শরীফে নাজিলকৃত সর্ব প্রথম সূরা কোনটি?
উত্তরঃ সূরা আলাক।
প্রশ্নঃ সর্ব প্রথম নাজিলকৃত আয়াত কোনটি?
উত্তরঃ ইকরা বিস্মী রাব্বিকাল্লাজি খালাক। (সূরা আলাক আয়াত-১)।
প্রশ্নঃ স্ব-স্ব স্রষ্টার নৈকট্য লাভের উপায় কি?
উত্তরঃ আদব।
প্রশ্নঃ যে কোন কাজের সর্বপ্রথম কি বলতে হয়?
উত্তরঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রশ্নঃ মুসলমানদের জন্য সর্বপ্রথম এবাদত কী?
উত্তরঃ হালাল রুজি ও জবান পবিত্র।
প্রশ্নঃ হুজুর পাক (সাঃ) এর প্রথম দুশমন কে?
উত্তরঃ আবু জাহেল।
প্রশ্নঃ মুসলমানদের সর্ব প্রথম স্তম্ব কোনটি?
উত্তরঃ কালেমা।
প্রশ্নঃ ইসলাম কী?
উত্তরঃ মানুষের শান্তির একমাত্র জীবন বিধান।
প্রশ্নঃ সর্ব প্রথম জগত ধন্য মাতা কে?
উত্তরঃ মরিয়ম (আঃ)।
প্রশ্নঃ সর্ব প্রথম কোন কালেমা পাঠ করলে জান্নাতে প্রবেশ করবে?
উত্তরঃ কালেমা তাইয়েবা।
প্রশ্নঃ একজন মুসলমানের সর্ব প্রথম চিহ্ন কি?
উত্তরঃ হুজুর পাক (সাঃ)-এর সুন্নত।
প্রশ্নঃ মানুষ সর্বপ্রথম কিসে ধ্বংস হয়?
উত্তরঃ অহংকারে।
প্রশ্নঃ মুসলমান সর্ব প্রথম জীবন বিধান কী?
উত্তরঃ আল কুরআন।
কিওয়ার্ডসমূহঃ বিশ্বে যা কিছু প্রথম কিছু সাধারন জ্ঞান, প্রথম কবে, প্রথম কিভাবে, প্রথম কে, প্রথম কার, প্রথম কি, প্রথম কোথায়, প্রথম কোথায়, প্রথম কাকে, সর্ব প্রথম সবকিছুর তালিকা। সাধারণ জ্ঞান ইন্টারনেট, সাধারণ জ্ঞানের বই, উত্তরের সঙ্গে সাধারণ জ্ঞান প্রশ্ন, সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর, সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ টপিক, সাধারন জ্ঞান এর প্রশ্ন, সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর, সাধারন জ্ঞান কুইজ, বাংলা সাধারন জ্ঞান কুইজ, কিছু সাধারন জ্ঞান।
সমাপ্তঃ আজকের আলোচ্য বিষয় ” কিছু সাধারন জ্ঞান-বিশ্বে যা কিছু প্রথমঃ প্রথম কবে? প্রথম কিভাবে? প্রথম কে? প্রথম কার? প্রথম কি? প্রথম কোথায়? প্রথম কোথায়? প্রথম কাকে? (200+) (সাধারন বিষয়+ইসলামিক বিষয়)।” এখানেই সমাপ্ত করা হলো।