Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

কুরআনের বিভিন্ন জায়গায় মানুষ সৃষ্টির বিভিন্ন উপাদানের কথা বলা হয়েছে। জমাট রক্ত থেকে,পানি,ঠনঠনে মাটি,স্ফলিত বীর্য,কিছুনা শূণ্য থেকে সৃষ্টি। মানুষ কিসের তৈরি?

কুরআনের বিভিন্ন জায়গায় মানুষ সৃষ্টির বিভিন্ন উপাদানের কথা বলা হয়েছে। জমাট রক্ত থেকে,পানি,ঠনঠনে মাটি,স্ফলিত বীর্য,কিছুনা শূণ্য থেকে সৃষ্টি। মানুষ কিসের তৈরি ?

🛑প্রশ্ন: কুরআনের বিভিন্ন জায়গায় মানুষ সৃষ্টির বিভিন্ন উপাদানের কথা বলা হয়েছে। জমাট রক্ত থেকে,পানি,ঠনঠনে মাটি,স্ফলিত বীর্য,কিছুনা শূণ্য থেকে সৃষ্টি। মানুষ কিসের তৈরি? যেমন-

আলাকাঃ
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। ৯৬:১-২

পানিঃ
We made from water every living thing সূরা আম্বিয়া ২১:৩০

তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে, অতঃপর তাকে রক্তগত, বংশ ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন। তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম। সূরা ফোরকান ২৫:৫৪

ঠনঠনে মাটি থেকেঃ
We created man from sounding clay, from mud moulded into shape; সূরা হিজর ১৫:২৬

স্ফলিত বীর্যঃ
তিনি মানবকে এক ফোটা বীর্য থেকে সৃষ্টি করেছেন। এতদসত্বেও সে প্রকাশ্য বিতন্ডাকারী হয়ে গেছে। সূরা নাহল ১৬:৪,
সে কি স্খলিত বীর্য ছিল না? সূরা কিয়ামাহ ৭৫:৩৭

কিছুনা (শূণ্য থেকে) সৃষ্টিঃ
মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে ইতি পূর্বে সৃষ্টি করেছি এবং সে তখন কিছুই ছিল না। সূরা মরিয়ম ১৯:৬৭

🔷ব্যাখ্যা: এ জিনিসগুলোকে অসামঞ্জস্যতা বলা যায় না। অসামঞ্জস্যতা আসলে সেই জিনিস যা একটি হলে আরেকটি হওয়া সম্ভব নয়।

ধরুন কাউকে আমি বললাম ‘‘রফিক সাহেব লোকটি লম্বা’’ ও আরেকজনকে বললাম ‘‘রফিক সাহেব লোকটি খাট’’ তাহলে বিষয়টি অসামঞ্জস্যতাপূর্ন (contradictory)। কারণ কেউ কখনও একই সাথে লম্বা ও খাট হতে পারে না।

কিন্তু আমি যদি বলি-

‘‘রফিক সাহেব লোকটি লম্বা’’

‘‘ রফিক সাহেব লোকটি মোটা ’’

এ জিনিসটি অসাসঞ্জস্যতা (contradictory) নয়। কারণ কোন লোক একই সাথে লম্বা ও মোটা হতে পারে। একে ইংরেজীতে বলে Contradistinction.

পানি, বরফ এগুলো নিয়ে কথা বলতে গিয়ে কেউ বলল পানি দিয়ে আইসক্রীম বানানো হয়। আবার দুধের ব্যবহারের কথা বলতে গিয়ে বলা হল দুধ দিয়ে আইসক্রীম বানানো হয়।

এখন কেউ যদি এখানে বলে বসে ‘‘বিষয়টা আসামঞ্জস্য’’ তাহলে তার সম্পর্কে আপনি কোন উপসংহার পৌছাবেন একবার চিন্তা করে দেখুন।

এক সময় কিছুই ছিলনা আল্লাহর আদেশেই সবকিছু সৃষ্টি হয়েছে। এখন আল্লাহ যদি বলে আমি (কিছুই না) অনেকটা শূন্য খেলেই মানুষকে সৃষ্টি করেছি তাহলে সমস্যা কোথায়?

মানুষ পানি থেকে সৃষ্ট। আজকের বিজ্ঞান আমাদের বলে আমাদের কোষের সাইটোপ্লাজমের ৮০% পানি। আধুনিক বিজ্ঞান আরো বলছে আমাদের শরীরের বেশিরভাগ অংশই ৫০%-৯০% পানি দ্বারা গঠিত। অতএব আল্লাহ যথার্থই বলেছেন মানুষ পানি হতে সৃষ্টি।

মাটির উপাদান পরীক্ষাকরে দেখা গেছে যেসকল উপাদান মাটিতে বিদ্যমান সে সকল উপাদান কম অথবা বেশি অনুপাতে আমাদের শরীরেও বিদ্যমান। একটি জীবন্ত টিস্যু ৯৫% কার্বন, অক্সিজেন, হাইড্রেজন, নাইট্রোজেন, ফসফরাস, সালফারসহ ২৬ ধরনের উপাদান বহন করে। আজকের বিজ্ঞান আমাদের বলছে এই উপাদানগুলো মাটিতে বিদ্যমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!