🛑প্রশ্ন:- কুরআনে চুরি করার জন্য হাত কেটে ফেলার নির্দেশ আছে (Quran 5:38) এটা অমানবিক নয়?
🔷উত্তর:- চুরির শাস্তি হিসাবে হাত কাটার জন্য (৫টি) শর্ত আছে: এগুলো পূরণ না হলে হাত কাটা হয় না।
1)⭐ চুরির যদি অকাট্য প্রমাণ পাওয়া যায়।
2)⭐ চুরি যাবার আগে জিনিসটি যদি সম্পদ বা প্রয়োজনীয় দ্রব্য রাখার স্থানে রাখা হয়, অর্থাৎ যদি তা খোলা স্থানে অরক্ষিতভাবে ফেলে রাখা না হয়।
3)⭐ চুরিকৃত বস্তুটি যদি মূল্যবান দরকারী কিছু হয়।
4)⭐ একটি নির্দিষ্ট মূল্যমানের বেশি দামের দ্রব্য চুরি গেলে হাত কাটা যায়। হাদিস দ্বারা এই মূল্যমান নির্ধারিত হয়েছেঃ ১.০৬২৫ গ্রাম স্বর্ণের মূল্য।
5)⭐ চুরি যাওয়া জিনিসটির মালিক যদি দাবি করে।
🔴কেবলমাত্র–
এ সব ক্ষেত্রে জন্য চোরের হাত কাটা যায়।
🚫 এ ছাড়া এর কম দামের কোন জিনিস চুরি গেলে সে জন্য হাত কাটা যায় না। বরং নিয়মাধীন অন্য শাস্তি দেয়া হয়।
➕কুরআন মাজিদের উক্ত আয়াতটির অর্থ দেওয়া হলেঃ
“ যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের ফল ও আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে। এবং আল্লাহ পরাক্রান্ত, প্রজ্ঞানময়।
অতঃপর স্বীয় সীমালঙ্ঘণের পর যে তওবা করে এবং সংশোধিত হয়, নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করেন। অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। ”