🛑প্রশ্ন:-
কুরআনে নাকি ”নাস্তিক ” বলতে কিছু নেই?
🔷উত্তর :-
প্রথমত, নাস্তিকরা স্রষ্টায় অবিশ্বাসী, কোরআনে অবিশ্বাসী শব্দ অসংখ্য বার এসেছে।
দ্বিতীয়ত, যে নাস্তিক সেইও একজন কাফের।
(1) কাফের হওয়ার জন্য দ্বীন ইসলামের যে কোন একটি আবশ্যকীয় বিষয় অস্বিকার করলেই হয়।
(2) আর সেখানে নাস্তিক সেতো কোন কিছুই মানে না, তাই সে যে কাফের এটা বলার অপেক্ষা রাখে না।
▶এক কথায় বলা যায় যে নাস্তিক সেও এক কাফের, কিন্তু যে কাফের সে নাস্তিক তা আবশ্যকীয় নয়। কোরআনে কাফের শব্দ অনেক বার এসেছে।