Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

কুরআন এক এক আয়াতে এক একজনকে প্রথম মুসলিম বলছে, এ পরস্পর বিরোধিতার কি কোন সদুত্তর আছে?

কুরআন এক এক আয়াতে এক একজনকে প্রথম মুসলিম বলছে, এ পরস্পর বিরোধিতার কি কোন সদুত্তর আছে?

একটি ভ্রান্ত প্রশ্ন ও তার উত্তর :-

🛑প্রশ্নঃ কুরআন এক এক আয়াতে এক একজনকে প্রথম মুসলিম বলছে, এ পরস্পর বিরোধিতার কি কোন সদুত্তর আছে?

বিস্তারিত প্রশ্ন-
কুরআন নিজের বিরোধিতা করছে এক এক জায়গায় এক এক কথা বলে। যেমন দেখুন, ২:৩৭ এ বলা হয়েছে আদম প্রথম মুসলিম, কিন্তু ২:১৩১ এ ইব্রাহিম, ৬:১৪ এ মুহাম্মাদ, ৭:১৪৩ এ মুসা আর ২৬:৫১ এ সকল মিসরিকে প্রথম মুসলিম বলা হয়েছে।
স্পষ্ট স্ববিরোধিতা!

২:৩৭
“অতঃপর হযরত আদম (আঃ) স্বীয় পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন, অতঃপর আল্লাহ পাক তাঁর প্রতি (করুণাভরে) লক্ষ্য করলেন। নিশ্চয়ই তিনি মহা-ক্ষমাশীল ও অসীম দয়ালু।”

২:১৩১
“স্মরণ কর, যখন তাকে তার পালনকর্তা বললেনঃ অনুগত হও। সে বললঃ আমি বিশ্বপালকের অনুগত হলাম।”

৬:১৪
আপনি (Muhammad) বলে দিনঃ আমি কি আল্লাহ ব্যতীত-যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের স্রষ্টা এবং যিনি সবাইকে আহার্য দানকরেন ও তাঁকে কেউ আহার্য দান করে না অপরকে সাহায্যকারী স্থির করব? আপনি বলে দিনঃ আমি আদিষ্ট হয়েছি যে, সর্বাগ্রে আমিই আজ্ঞাবহ হব। আপনি কদাচ অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না।

৭:১৪৩
মুসা বললেন, হে প্রভু! তোমার সত্তা পবিত্র, তোমার দরবারে আমি তওবা করছি এবং আমিই সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করছি।

২৬:৫১
মিসরের মুসার কওম বলল, আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি-বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।

🔷উত্তরঃ আসলে এ প্রশ্নের উত্তর খুবই সহজ। যদিও আদম (আ) এর আয়াতে মুসলিম হবার কথা উল্লেখ নেই সরাসরি, তবুও অভিযোগকারীর খাতিরে ধরে নিলাম যে এখানেও বলা হয়েছে আদম (আ) মুসলিম ছিলেন।

আসলে ভাই, মুসলিম সেই যে কিনা আল্লাহর আদেশ মানে। আমরা জানি আদম মানতেন, তাই তিনি অবশ্যই মুসলিম।

এখন কে “প্রথম” সেটা নিয়ে প্রব্লেম?

আসুন দেখি…

আসলে-

(১) আদম (আ) হলেন সারা মানবজাতির প্রথম মুসলিম।
(২) ইব্রাহিম (আ) ছিলেন তার জাতির মধ্যে প্রথম মুসলিম।
(৩) মুসা (আ) ছিলেন নিজের জাতির মধ্যে প্রথম মুসলিম।
(৪) মূসা (আ) এর জাতি সে সময় ছিল সকল মুসলিম জাতির মধ্যে অগ্রণী।
(৫) আর, হ্যাঁ, মুহাম্মাদ (সা) ছিলেন মক্কার তখনকার সময়ে প্রথম মুসলিম।

এতে কোন বিরোধিতা নেই। কেবল দরকার একটু বোঝার বুদ্ধি, সেটা থাকলেই বোঝা যায়।

আশা করি উত্তর পাওয়া গেছে।

এভাবে ইসলাম নিয়ে সকল অভিযোগের জবাব দেয়া সম্ভব। আমরা ইনশাল্লাহ দেব।

আপনার কোন প্রশ্ন থাকলে পেজে পোস্ট করতে পারেন।

অন্য প্রশ্নগুলো দেখতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!