Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

CVC PC TC এ কেন পলিয়েস্টার পার্ট আগে ডাইং করা হয়? #টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

CVC PC TC এ কেন পলিয়েস্টার পার্ট আগে ডাইং করা হয়? #টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

বিষয়: CVC PC TC এ কেন পলিয়েস্টার পার্ট আগে ডাইং করা হয়? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
সমাপ্ত: #CVC PC TC এ কেন পলিয়েস্টার পার্ট আগে ডাইং করা হয় #টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।

CVC PC TC এ কেন পলিয়েস্টার পার্ট আগে ডাইং করা হয়ঃ

CVC – Cheaf Value of Cotton  

এটি কটন পলিস্টার ব্লেন্ডেড কাপড় যার ভেতরে কটন এর রেশিও পলিস্টার এর তুলনায় বেশি থাকে

PC- Poly Cotton

এটি ও পলিস্টার কটন ব্লেন্ডেড ফেব্রিক,  এই ফেব্রিকে পলিস্টার এর রেশিও কটন এর তুলনায় বেশি।

TC- Teriline  Cotton

এটি ও পলিস্টার/ টেরিলিন  কটন ব্লেন্ডেড ফেব্রিক,  এই ফেব্রিকে পলিস্টার / টেরিলিন এর রেশিও কটন এর তুলনায় বেশি।

Glass Transition Temperature অর্থাৎ যে তাপমাত্রা থেকে ডাইং শুরু হয়   Tg পলিস্টার 110  কটন 60 অর্থাৎ এদের ডাইং এর এর টেম্পারেচার রেঞ্জ যেমন 110,60 তেমনি স্ট্রিপিং টেম্পারেচার ও এর উপরে

টেম্পারেচার ফেক্টরঃ

এখানে কটন এবং পলিস্টার ব্লেন্ড এর ক্ষত্রে কোন পার্ট আগে ডাইং করা হবে এটা নির্ভর করে ফাইবার এর পলিমার এর মরিফলজির উপর যেমন পলিস্টার ১০০% ক্রিস্টালাইন এবং কটন এমরফজ এবং ক্রিস্টালাইন উভয় পার্ট আছে তার মধ্যে  এখানে আরেক পার্থক্য দেখা যায় Tg টেম্পারেচার এর ক্ষত্রে যেমন কটন এর Tg 60 পলিস্টার এর 100।  কটন  ফাইবার রিয়েক্টিভ ডাইং এর ক্ষত্রে ৪০-৮০ ডিগ্রী এর ভেতরে সে কালার এবজর্ব করে কিন্তু এর বেশি টেম্পারেচার হলে ফাইবার এর সয়েলিং হয়ে এবং কালার ডিজর্ভ করে, পলিস্টার এর ক্ষত্রে এর Tg বেশি হওয়ার এটা 100-130 এর ভেতরে কালার এবজর্ব হবে এর জন্য হাই প্রেশার এর প্রয়োজন হয়।

এখানে টেম্পারেচার রেঞ্জ যেহেতু পলিস্টার এর বেশি তাই পলিস্টার পার্ট আগে ডাইং করে নেয়া হয়, আর যদি রিয়েক্টিভ বা কটন পার্ট আগে ডাইং করার পর যদি পলিস্টার ডাইং হতো তবে 80 ডিগ্রী বা ফিক্সিং টেম্পারেচার ক্রস করলে ফাইবার সয়েল করে কালার ব্লিড করা শুরু করা হবে ১৩০ পর্যন্ত গেলে কটন পার্ট এর কালারি থাকবে না।

সেড ফেক্টরঃ

ব্লেন্ড এর ক্ষত্রে বেশি অংশই কটন আর সেড ম্যাচিং বা ফাইনাল করা হয় কটন পার্ট ডাইং এর মাধ্যে তাই পলিস্টার আগে না করা হলে ডাইং এর ক্ষত্রে সেড ম্যাচিং এর জন্য অসুবিধা হবে।

Information About Poly Cotton Blend:

কিছু কিছু সময় ডাইংয়ে বোথ পার্ট ডাইং হয় অথবা সিংগেল পার্ট ডাইং করা হয়। কটন পার্ট ডাইং হয় রিয়েক্টিভে আর পলিস্টার পার্ট ডাইং হয় ডিস্পারর্সে উভয় আলাদাভাবে আলাদা সেড % অনুযোগী ম্যাচিং করাতে হয় আর সেড% হয় এদের ব্লেন্ড রেশিও অনুযায়ী ।পলিস্টার পার্ট আগে ডাইং করতে হবে টেম্পারেচার রেঞ্জ ১৩০ ডিগ্রী,  কটন পার্ট পরে ডাইং করতে হবে টেম্পারেচার রেঞ্জ ৬০-৮০ ডিগ্রী।কটন পার্ট শুধু  ব্লিচ আর বোথ পার্ট স্কাওরিং করতে হয়। উভয় পার্ট ডাইং করলে পলিস্টার পার্ট ডাইং এর পর  কটন পার্ট রিডাকশন করে নিতে হয়।  আর সিংগেল পার্ট ডাইং করলে রীডাকশন করা লাগে না।

সিংগেল পার্ট ডাইং করার পর কাপড় সাদাটে থাকে। কটন পার্ট সাধারনত এটমস্পিয়ারিক  উইঞ্চ মেশিন বা হাই টেম্পারেচার মেশিনে করা যায়। পলিস্টার পার্ট ডাইং করতে হাই টেম্পারেচার হাই প্রেশার উইঞ্চ ডাইং মেশিন ব্যাবহার করা হয়।

সমাপ্ত: CVC PC TC এ কেন পলিয়েস্টার পার্ট আগে ডাইং করা হয়? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!