Skip to content

 

কোন ছাগল বেশি বাচ্চা দেয়? কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয়?

কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয় কোন ছাগল বেশি বাচ্চা দেয় কোন ছাগল পালনে লাভ বেশি কোন ছাগল বেশি বাচ্চা দেয়? কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয়? কৃষি ছাগল পালন ছাগল পালন কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয় কোন ছাগল বেশি বাচ্চা দেয় কোন ছাগল পালনে লাভ বেশি কোন ছাগল বেশি লাভ কোন ছাগলে লাভ বেশি কোন ছাগল ভালো কোন ছাগল পালনে লাভ বেশী ছাগলের জাতের নাম

আজকে আমরা আলোচনা করবঃ

কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয়? খামারি বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। তো আজকে আমারা এই প্রশ্নে উত্তর দিতে যাচ্ছি যে কোন ছাগল বেশি বাচ্চা দেয়। কো ছাগল বছরে কতটি বাচ্চা দিতে পারে।

কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয় কোন ছাগল বেশি বাচ্চা দেয় কোন ছাগল পালনে লাভ বেশি কোন ছাগল বেশি লাভ কোন ছাগলে লাভ বেশি কোন ছাগল ভালো কোন ছাগল পালনে লাভ বেশী ছাগলের জাতের নাম

আজকের আলোচনায় আমরা কোন বিদেশি ছাগলের কথা বলব না যে গুলো আমাদের দেশে বা পশ্চিমবঙ্গে সহজলভ্য নয়। শুধু সেই জাতগুলোর কথা বলবো যেগুলো ছাগল আমাদের দেশে সহজেই পাওয়া যায়।

(০১) ব্ল্যাক বেঙ্গল ছাগলঃ

ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ১৪ মাসে দুইবার বাচ্চা দেয়, প্রতি বারে অন্তত ২ টি ও সর্বোচ্চ ৫টি পর্যন্ত বাচ্চা দিতে পারে একবারে। এই ছাগল দুধ কম দেয়।

(০২) বারবারি ছাগলঃ

বছরে ৪ টি বাচ্চা প্রসব করতে পারে। এই জাতের ছাগল প্রতিদিন ১ কেজি পর্যন্ত দুধ দিতে পারে।

(০৩) শিরোহি ছাগলঃ

একটি শিরোহি ছাগল বছরে ২ বার বাচ্চা দেয়। প্রতিটি জন্মের ক্ষেত্রে, 40 থেকে 45% একক এবং 55 থেকে 60% ২ টি বাচ্চা আশা করা যায়। সিরোহি ছাগলের জাতের ৩ টি বাচ্চা প্রত্যাশা করা খুব বিরল। সিরোহি জাতের মধ্যে সাধারণত ১৮ থেকে ২০ মাস বয়সে প্রথম প্রজনন শুরু হয়। জন্মের সময় সিরোহি ছাগলের বাচ্চার ওজন প্রায় 2 থেকে 2.5 কেজি হয়। আরও জানেতে পড়ুন এখানেঃ শিরোহি ছাগলের বৈশিষ্ট্য

(০৪) বোয়ার ছাগলঃ

এই ছাগলটি সারা বছর ধরে প্রজনন করতে পারে এবং তারা পাঁচ মাস বয়সে যৌন পরিপক্কতায় পৌঁছে। একটি সাধারণ প্রজনন কর্মসূচি হ’ল প্রতি দুই বছরে ২ টা থেকে ৪ টা বাচ্চা  উৎপাদন করে।

(০৫) বিটল জাতের ছাগলঃ

এইটি ১২-১৫ মাস বযসে ম্যাচুয়র্ড হলেও এই জাতের ছাগল প্রায় দুই বছর বয়সে প্রথম বার বাচ্চা প্রদান করে। বছরে এক জোরা বাচ্চা প্রদান করে এবং বাচ্চা পর্যাপ্ত দুধ খেতে পারে। বিটল জাতের ছাগল প্রতিদিন ৩-৪ লিটার দুধ দিতে পারে। এই ছাগল বছরে একবার বাচ্চা প্রদান করে।

(০৬) রাম ছাগল বা যমুনাপুরিঃ

স্ত্রী ছাগল বছরে ১ টি করে বাচ্চা দেয়। এদের দুধ উৎপাদন বেশি। একটি ছাগী প্রতিদিন ২-৩ লিটার পর্যন্ত দুধ দিতে পারে।

উপসংহারঃ

কোন জাতের ছাগল বেশি বাচ্চা দেয়? এর সোজা এত্তর হলো সবচেয়ে বেশি বাচ্চা দেয় ব্ল্যাক বেঙ্গল কালো ছাগল। তবে এ ছাগলের দুধ উৎপাদন খুবই কম যা নিজের বাচ্চাদের খাওয়ার জন্যও অনেক সময় যথেষ্ট হয় না। এমনিকি অনেক সময় বাচ্চা মায়ের দুধ না পেয়ে মারা যায় যদি না দুধের কোন বিকল্প ব্যবস্থা না করা যায়। এছাড়াও ভারতে ছাগলের প্রায় কুড়ি রকমের প্রজাতি আছে। এর মধ্যে কোনওটি মাংস উৎপাদক, কোনওটি দুধ। এই কালো ছাগল প্রজনন ক্ষমতা, মাংস ও চামড়ার জন্য পৃথিবী বিখ্যাত। এদের মাংস সর্বোৎকৃষ্ট। পৃথিবী বিখ্যাত ‘মরক্কো চামড়া’ এই জাতের ছাগল থেকে পাওয়া যায়।

কোন ছাগল বেশি বাচ্চা দেয় এই সম্পর্কে যদি আপনার আরও কোন প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের জানাতে পারেন। ধন্যবাদ শেষ পর্য়ন্ত পড়ার জন্য। আমাদের খামারিয়ান ফেইসবুক পেইজে একটা লাইক দিলে খুশি হব এবং আমারা এ ধরণের নতুন কোন পোষ্ট করলে আপনিও জানতে পারবেন।

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!