🛑প্রশ্নঃ কোন পুরুষের সংস্পর্শ ছাড়া কিভাবে ঈসা (আঃ)-এর জন্ম হয়েছে!!?
🔹পুরুষের সংস্পর্শ ছাড়া সন্তান জন্মাতে পারেনা, সেটা ছিল চিকিৎসাবিজ্ঞানের পুরনো তত্ত্ব।
🔹বর্তমানে চিকিৎসাবিজ্ঞান এক ধরনের স্ত্রী মৌমাছির সন্ধান পেয়েছে যারা পুরুষ মৌমাছির কোনরূপ সংস্পর্শ ছাড়াই ডিম দেয় এবং ওই ডিমে তা দিয়ে বাচ্চা মৌমাছির জন্ম দেয় কিন্তু পুরো বিষয়টাতে পুরুষ মৌমাছির কোন ভূমিকা নেই।
🔹সৃষ্টিকর্তা একটি ক্ষুদ্র প্রানীর দ্বারা করতে পারলে মানুষের দ্বারা কেন করাতে পারবেন না!? অবশ্যই তিনি পরেন।