Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

কোরআন কোথাও বলছে মাটি থেকে, কোথাও বলছে ঠনঠনে মাটি বিষয়টা আসলে কি?

কোরআন কোথাও বলছে মাটি থেকে, কোথাও বলছে ঠনঠনে মাটি বিষয়টা আসলে কি ?

🛑প্রশ্নঃ কোরআন কোথাও বলছে মাটি থেকে, কোথাও বলছে ঠনঠনে মাটি বিষয়টা আসলে কি?

🔷ব্যাখ্যাঃ
যখন মাটি বা ধুলোতে পানি দেয়া হয় তখন সেটা কাদায় পরিণত হয়, আর সে কাদাকে রোদে রেখে দিলে এটা শুষ্ক মাটিতে পরিনত হয়ে যাবে। মানুষ মাটি থেকেই এসেছে। আবার বলা যায় মাটিকে সিক্ত করার পর শুকিয়ে ঠনঠনে করে সেখান থেকে মানুষের সৃষ্টি। এতে কোন অসামঞ্জস্যতা নেই।

ধরুন আমি পাউরুটি খাচ্ছি। একজন বিজ্ঞানী এসে বলল আমি যা খাচ্ছি সেটা হচ্ছে অনু, আরেকজন বলল পরমানু।আরেক এসে বলল এটা কোয়ার্ক। এতে অসামঞ্জস্যতার কিছু নেই।

মানুষ মাটির উপাদানে তৈরী। শুক্রানু ও ডিম্বানুর মিলনে একটা পর্যায়ে আলাকার সৃষ্টি হয়। এ আলাকার থেকেই ক্রমান্বয়ে মানবরূপ পূর্নভাবে বিকাশ লাভ করে। তাই যারা এ ক্ষেত্রে কুরআনে অসামঞ্জস্যতা প্রমানের চেষ্টা করছে তারা মূলত বিজ্ঞান থেকে দূরে এবং এ কাজে তারা সম্পূর্ন ব্যর্থ।

আল্লাহই সর্বজ্ঞানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!