Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

ব্যবসায়ী/বিক্রেতার আচরণ বা ক্রেতার অধিকার + ক্রেতার আচরণ বা ব্যবসায়ী/বিক্রেতার অধিকার

ব্যবসায়ী/বিক্রেতার আচরণ বা ক্রেতার অধিকার + ক্রেতার আচরণ বা ব্যবসায়ী/বিক্রেতার অধিকার

বিষয়: ব্যবসায়ী/বিক্রেতার আচরণ বা ক্রেতার অধিকার + ক্রেতার আচরণ বা ব্যবসায়ী/বিক্রেতার অধিকার।
হ্যাশট্যাগ: #ব্যবসায়ী/বিক্রেতার আচরণ #ক্রেতার অধিকার #ক্রেতার আচরণ ব#ব্যবসায়ী/বিক্রেতার অধিকার।

ব্যবসায়ী/বিক্রেতার আচরণ বা ক্রেতার অধিকারঃ

১. মাপ, ওজন, পরিমাণ ও সংখ্যায় ইনসাফ রক্ষা করা অর্থাৎ, যতটুকু ক্রেতার প্রাপ্য অন্ততঃ ততটুকু অবশ্যই দিয়ে দেয়া- তার চেয়ে কম না করা বরং তার চেয়ে একটু বেশী দিয়ে দেয়া উত্তম।

২. প্রতারণা না করা; যেমন ভেজাল ও নকল মালকে আসল বলে, নিম্নমানের মালকে উন্নতমানের বলে কিংবা ভাল মালের সাথে খারাপটাকে মিশ্রিত করে দিয়ে বা যে কোনভাবে যে কোন রকমে ক্রেতাকে প্রতারিত না করা।

৩. দ্রব্যের দোষ-ত্রুটি থাকলে ক্রেতাকে সে সম্পর্কে অবহিত করা। ক্রেতাকে বুঝতে না দিয়ে মাল চালিয়ে না দেয়া। যেমন অন্ধকারে খারাপ মাল বিক্রি করা হল বা ছেঁড়া ফাটা ও ত্রুটিপূর্ণ অংশ ভাঁজের মধ্যে বা তলে রেখে চালিয়ে দেয়া হল ইত্যাদি। এগুলো প্রতারণার শামিল এবং অন্যায়।

৪. দ্রব্যের অতিরঞ্জিত বা অবাস্তব প্রশংসা না করা।

৫. প্রয়োজনীয় দ্রব্য গুদামজাত না করা। অবশ্য কারও গুদামজাত করণের ফলে যদি শহরে/দেশে দ্রব্যমূল্যের উপর কোন প্রভাব না পড়ে, তার গুদামজাতকরণ দেশে/শহরে দুর্ভিক্ষের কারণ না হয়ে দাঁড়ায়, তাহলে তার গুদামজাত করণে কোন পাপ হবে না।

৬. অঙ্গীকার রক্ষা করা।

৭. বাজার দরের চেয়ে অতিরিক্ত মূল্য না নেয়া, যদিও ক্রেতা সম্মত হলে যে কোন মূল্যে তার নিকট দ্রব্য বিক্রি করা যায়। কিন্তু ক্রেতা অজ্ঞ বা সে ঠেকায় পড়েছে, যে কোন মূল্যে সে নিতে বাধ্য- এরূপ অবস্থায় বিক্রেতার নৈতিক কর্তব্য হলো স্বাভাবিক বাজার দরের চেয়ে অতিরিক্ত না নেয়া।

ক্রেতার আচরণ বা ব্যবসায়ী/বিক্রেতার অধিকারঃ

১. ত্রুটিপূর্ণ বা অচল মুদ্রা না দেয়া। ফোকাহায়ে কেরাম বলেছেন একটা অচল টাকা চালানো চল্লিশ টাকা চুরি করার চেয়ে জঘন্য অপরাধ।

২. দ্রব্য পাওয়ার পর নগদে ক্রয় হয়ে থাকলে সাথে সাথে বা বাকীতে ক্রয় করে থাকলে নির্ধারিত সময়ে মূল্য পরিশোধ করা। কোনরূপ টাল-বাহানা বা গড়িমসি না করা।

৩. বাকীতে ক্রয় করলে মূল্য পরিশোধের সময় নির্ধারিত করা জরুরী।

৪. দ্রব্যের মূল্য নির্ধারণ করা নিয়ে বা দ্রব্যের অন্য কোন বিষয় নিয়ে বিক্রেতার সঙ্গে অহেতুক কথা বাড়াবাড়ি না করা।

৫. ঠেকা ও অনন্যোপায় অবস্থায় পেয়ে কোন ব্যবসায়ী/বিক্রেতাকে তার দ্রব্যের মূল্য বাজার দরের চেয়ে কম না দেয়া। নৈতিক ভাবে এটা অন্যায়।

৬. মূল্য নির্ধারণ হওয়ার পর তার চেয়ে কম না দেয়া।

সমাপ্ত: ব্যবসায়ী/বিক্রেতার আচরণ বা ক্রেতার অধিকার + ক্রেতার আচরণ বা ব্যবসায়ী/বিক্রেতার অধিকার।
সূত্র: আহকামে যন্দেগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!