Skip to content

 

খামারের মশা তাড়ানোর উপায়? আপনার ফার্ম থেকে কিভাবে মশাকে দূরে রাখবেন? গরুর ছাগলের ভেড়ার খামার

ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 825 খামারের মশা তাড়ানোর উপায়? আপনার ফার্ম থেকে কিভাবে মশাকে দূরে রাখবেন? গরুর ছাগলের ভেড়ার খামার কৃষি গরু পালন, ছাগল পালন, ভেড়া পালন গরু পালন | ছাগল পালন | ভেড়া পালন খামারে মশা মাছি তাড়ানোর উপায় খামারে মশা নিধন গরু ও ছাগলের খামার গরু ছাগলের ছবি গরু ছাগলের চিকিৎসা গরু ছাগলের খামার গরুর খামার ছাগলের খামার ফার্ম

খামারিয়ান লাইভস্টক ফার্ম

ছাগলের ফার্ম মশা কেন হয়?

যেন মশা না হয় এর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করবেন?

যদি আপনার ফার্মে অতিরিক্ত মশা হয় এর জন্য কি কি ব্যবস্থা গুলি গ্রহণ করবেন?

ফার্মের এই অতিরিক্ত মশা কমানোর জন্য কোন কোন মেডিসিন কিভাবে ব্যবহার করবেন?

 

বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের এই পোস্টটিতে আমাদের সম্পূর্ণ পোস্টটিত পড়ার পর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন, না যারা আমাদের চ্যানেলে নতুন যদি ছাগল ফার্ম সম্বন্ধে সঠিক তথ্য গুলো পেতে আমাদের YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।

 

 

ছাগলের ফার্ম মশা কেন হয়?

প্রথম কারণ হলো আপনার ফার্মে যদি জঙ্গল থাকে।

দ্বিতীয় কারণ ফার্মের আশেপাশে কোন জলাশয় বা পুকুর যদি থাকে সেখান থেকেও মশার উৎপত্তি হয়।

সবচেয়ে বেশি মশা দেখা যায় যদি আপনার ফার্ম এর পাশে কোন নোংরা জলে থাকে।

এছাড়াও যদি অপরিষ্কার জল থাকে অপরিষ্কার জল থেকেই মশামাছি এবং অন্যান্য জীবের সৃষ্টি হয়।

 

 

যেন মশা না হয় এর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করবেন?

ফার্মের আশপাশের যদি জঙ্গল থাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন।

মাঝে মধ্যেই সেইসব এলাকায় শুকনোপাতা জালিয়ে দেবেন।

সব সময় চেষ্টা করবেন কোন পুকুর বা জলাশয় থেকে একটু দূরে ফার্ম করার।

ফার্মের আশেপাশে যদি কোন নোংরা জলে ড্রেন থাকে সেখানে চুন এবং ব্লিচিং ছড়াবেন।

সম্ভব হলে সাইপারমেথ্রিন বা  পেস্টিসাইড স্প্রে করে দেবেন।

খামারকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন তারা সপ্তাহে একদিন করে ব্লিচিং ও চুন ছড়াবেন এবং শুকনো রাখার চেষ্টা করবেন।

এছাড়া সপ্তাহে একদিন করে ফার্মের ভেতরে নিম তেল এবং তারপাইন তৈল স্প্রে করবেন। তাহলে এরকম বহু ঘরোয়া পদ্ধতি যার মাধ্যমে আপনার হাতে নিতে পারবেন। যেমন নিম পাতা কে শুকিয়ে সন্ধ্যেবেলায় পুড়িয়ে ঘরের মাঝে ধোয়া দিতে হবে, ফার্মের মধ্যে যদি প্রত্যেকদিন করেন তাহলে ফার্মের মশা মাছি কমে যাবে দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ধরনের রোগজীবাণু থেকে আপনার ফার্মে ছাগলকে রক্ষা করতে পারবেন।

See also  ভেজাল গরু চেনার উপায় ১২ টি। কোরবানির গরু কেনার আগে কুরবানির গরু কেনা সময় লক্ষ্যণীয় বিষয় জেনে রাখুন

 

 

মশা তাড়ানোর মেডিসিন কি?

এবারে আমরা আলোচনা করব মশা তাড়ানোর মেডিসিন সম্পর্কে যদি আপনার ফার্মে ঘরোয়া পদ্ধতি বা প্রাকৃতি পদ্ধতি এপ্লাই করার পরেও অতিরিক্ত মশা থাকে তবে মশাকে কিভাবে দমন করবেন?

জন্য কোন মেডিসিন কিভাবে কত পরিমাণে প্রয়োগ করবেন? এবং কথা থেকে মেডিসিন গুলো সংগ্রহ করতে পারবেন?

চলুন দেখে নেওয়া যাকঃ

যে প্রোডাক্টটা আপনারা দেখছেন BAYER কোম্পানির Solfac 10 এর মধ্যে Cyfluthrin রয়েছে, এটা মশা মাছি অন্যান্য পোকামাকড় দমনের জন্য খুব ভালো রেজাল্ট দেয়। কুড়ি গ্রামের প্যাকেট হয়, এটা আপনারা অ্যামাজন থেকে সংগ্রহ করতে পারবেন। এর প্রয়োগ হলো, কুড়িগ্রামের প্যাকেট 5 লিটার জলে মিক্স করে আউটডোরে, আপনার ফার্মে নিচে এবং বাইরের দিকে স্প্রে করে দিতে পারবেন। এতে মশা মাছি অন্যান্য পোকামাকড় ফার্মে আসতে পারবে না।

ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 48 খামারের মশা তাড়ানোর উপায়? আপনার ফার্ম থেকে কিভাবে মশাকে দূরে রাখবেন? গরুর ছাগলের ভেড়ার খামার কৃষি গরু পালন, ছাগল পালন, ভেড়া পালন গরু পালন | ছাগল পালন | ভেড়া পালন খামারে মশা মাছি তাড়ানোর উপায় খামারে মশা নিধন গরু ও ছাগলের খামার গরু ছাগলের ছবি গরু ছাগলের চিকিৎসা গরু ছাগলের খামার গরুর খামার ছাগলের খামার ফার্ম

 

 

 

এখন যে প্রোডাক্টটি দেখছেন টাটা সেন্ট্রি ইন্ডিয়া লিমিটেড কোম্পানির যার মধ্যে সায়হালোথ্রিন রয়েছে এর রেজাল্টাও খুব ভালো এটাও আপনার প্রয়োগ করতে পারবেন, এটাও কিন্তু অ্যামাজন থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন। এর প্রয়োগ বিধি প্যাকেটের গায়েই সম্পূর্ণ লেখা রয়েছে।

ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 47 খামারের মশা তাড়ানোর উপায়? আপনার ফার্ম থেকে কিভাবে মশাকে দূরে রাখবেন? গরুর ছাগলের ভেড়ার খামার কৃষি গরু পালন, ছাগল পালন, ভেড়া পালন গরু পালন | ছাগল পালন | ভেড়া পালন খামারে মশা মাছি তাড়ানোর উপায় খামারে মশা নিধন গরু ও ছাগলের খামার গরু ছাগলের ছবি গরু ছাগলের চিকিৎসা গরু ছাগলের খামার গরুর খামার ছাগলের খামার ফার্ম

 

 

 

এখন আপনাদেরকে আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি যার নাম Ramban পেস্টিসাইড কেমিক্যাল, আমাজন থেকে সংগ্রহ করতে পারবেন 250ml লিকুইড, এর প্রয়োগ বিধি এর গায়ে পরিষ্কার লেখা থাকবে। এটি আপনাকে ফার্মে স্প্রে করতে হবে।

ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 46 খামারের মশা তাড়ানোর উপায়? আপনার ফার্ম থেকে কিভাবে মশাকে দূরে রাখবেন? গরুর ছাগলের ভেড়ার খামার কৃষি গরু পালন, ছাগল পালন, ভেড়া পালন গরু পালন | ছাগল পালন | ভেড়া পালন খামারে মশা মাছি তাড়ানোর উপায় খামারে মশা নিধন গরু ও ছাগলের খামার গরু ছাগলের ছবি গরু ছাগলের চিকিৎসা গরু ছাগলের খামার গরুর খামার ছাগলের খামার ফার্ম

 

 

এখন আমি আপনাদেরকে একটি নেচারাল প্রোডাক্টে দেখাচ্ছি যা হলো স্নেহা মসকিউটো পাউডার, ধুমচি এর মধ্য দিয়ে এটা আগুন জ্বালিয়ে দিতে হয় এর ফলে যে গন্ধ সৃষ্টি হবে সেই গন্ধটা মশা পালিয়ে যাবে এতে কোনো সাইডএফেক্ট নেই, কোন ক্ষতি নেই, আমাজন থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও যদি আপনার ফার্মে নিম তেলের প্রদীপ জ্বালান সেখান থেকেও ভালো উপকার পাওয়া যায়।

See also  ছাগল জবেহ, চামড়া ছাড়ানোর পদ্ধতি, চামড়া ছাড়ানোর নিয়ম, চামড়া প্রকোপিত করণ, ভালো চামড়ার জন্যে কয়েকটি জরুরী বিষয়, ছাগলের চামড়ার গুরুত্ব ও ব্যবহার।

ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 49 খামারের মশা তাড়ানোর উপায়? আপনার ফার্ম থেকে কিভাবে মশাকে দূরে রাখবেন? গরুর ছাগলের ভেড়ার খামার কৃষি গরু পালন, ছাগল পালন, ভেড়া পালন গরু পালন | ছাগল পালন | ভেড়া পালন খামারে মশা মাছি তাড়ানোর উপায় খামারে মশা নিধন গরু ও ছাগলের খামার গরু ছাগলের ছবি গরু ছাগলের চিকিৎসা গরু ছাগলের খামার গরুর খামার ছাগলের খামার ফার্ম

 

 

সাবধানতা অবলম্বন

আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে থাকি আমাদের লাভের জন্য। কিন্তু মনে রাখবেন যে কোন কেমিক্যাল বা বিজাতীয় জিনিসের একটা side-effects থাকে। এর সাইড ইফেক্ট সম্পর্কে কিন্তু আমরা পরবর্তীতে চিন্তাভাবনাও করি না। এই যে প্রোডাক্ট গুলি আমরা ইউজ করব খুব ভালো, যখন ব্যবহার করব উপকার হবে, কিন্তু পরবর্তীতে সাইডএফেক্ট সেটা কিন্তু আমরা বুঝতেও পারবো না। এই জাতীয় কেমিক্যাল মানেই সাইডএফেক্ট আছে। যে রাসায়নিক প্রোডাক্ট গুলি আমরা ইউজ করব তার সাইডএফেক্ট রয়েছে এজন্য সব সময় চেষ্টা করব ফার্ম এর মধ্যে কোন নেচারাল পদ্ধতিতে জিনিস ব্যবহারে এই মশা মাছি তাড়ানোর। যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে সে সময় আপনারা এই মেডিসিন প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!