প্রিয় খামারিয়ান পাঠকদের মাঝে, অনেকেই অনুরোধ করেছেন যে, পশু পাখির সমস্ত রোগের একটি তালিকা দেবার জন্য।
এটা ঠিক যে, এগ্রো বিজনেস এর সফল হতে হলে পশু পাখির সকল রোগেরব্যাধি সম্পর্কে অবগত থাকা জরুরি।
আজকে আমরা আলোচনা করবঃ
আপনাদের প্রশ্নঃ গরু কি কি রোগ হয়? ছাগলের কি কি রোগ হয়? গরু, মহিষ পালন, ছাগল, ভেড়া পালন, ঘোড়া, গাধা, উট, কুকুর, বিড়াল, খরগোশ, পোল্ট্রি মুরগি, হাঁস, কবুতর, কোয়েল, ইত্যাদি পশু-পাখির কি কি রোগ হয়? পশুপাখির সকল রোগর তালিকা নিচে দেওয়া হলো।
প্রথমে, তালিকাটি মুখস্ত রাখুন, যাতে পরবর্তীতে নাম শুনলে অপরিচিত মনে না হয়। পরে, রোগ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করুন।
⇶ পশুপাখির সাধারণ রোগব্যাধিঃ
1) গলাফুলা রোগ (Haemorrhagic Septicemia / HS )
2) ওলান প্রদাহ (Mastitis )
3) বাঁটে রক্ত আসা (Bleeding from teat)
4) বাঁটের ছিদ্র বন্ধ থাকা (Teat Blockage)
5) ওলানের ইডিমা (Udder Edema)
6) বাদলা রোগ (Black quarter / BQ )
7) ধনুষ্টংকার রোগ (Tetanus)
8) বাছুরের সাদা উদরাময় (Calf Scour/ Colibacillosis)
9) ডার্মাটোফিলোসিস (Dermatophilosis)
10) পোকা পড়া (Myiasis)
11) ফুট-রট (Foot-rot)
12) সালমোনেলোসিস (Salmonellosis)
13) সংক্রামক গর্ভপাত (Infectious Abortion)
14) ব্রুসেলসিস (Brucellosis)
15) লেপ্টোস্পারোসিস (Leptospirosis)
16) দাউদ রোগ (Ring worm)
17) ক্ষুরা রোগ/এফ)এম)ডি (Foot and Mouth Disease / F)M)D)
18) লাম্পি স্কিন ডিজিজ (Lumpy Skin Disease)
19) জলাতঙ্ক রোগ (Rabies)
20) গো-বসন্ত/রিন্ডারপেস্ট (Rinderpest)
21) বোভাইন ইফিমেরাল ফিভার (Bovine Ephemeral Fever)
22) আঁচিল রোগ (Warts/Papillomatosis)
23) ওলানে বসন্ত (Cow pox / Udder pox)
24) বোভাইন ভাইরাল ডায়রিয়া (BVD)
25) বোভাইন মিউকোসাল ডিজিজ (Bovine Mucosal Disease)
26) সর্দিজ্বর (Cold and Fever)/ইনফ্লুয়েঞ্জা
27) উদরাময় (Diarrhoea / Enteritis )
28) চোয়াল ফোলা/ এ্যাকটিনোমাইকোসিস (Actinomycosis)
29) জোস রোগ (Johne’s Disease)
30) যক্ষ্মা/ ক্ষয়রোগ ( Tuberculosis)
31) নাভীরোগ (Navel ill)
32) গাঁট / গিরা ফুলা (Joint ill)
33) বদহজম ও ক্ষুধামান্দ্য (Simple Indigestion )
34) বাছুর ও মুরগির ককসিডিওসিস (Coccidiosis of Calves and Hens)
35) মূত্রথলির প্রদাহ (Cystitis)
36) কিডনী প্রদাহ (Nephritis )
37) বিখাউজ (Eczema)
38) শক্ত জিহ্বা (Actinobacillosis)
39) নিউমোনিয়া (Pneumonia)
40) ই) কলাই ইনফেকশন/কলিব্যাসিলোসিস (Colibacillosis)
41) শিপিং ফিভার নিউমোনিয়া (Journey Fever)
42) নেক্রোব্যাসিলোসিস/কাফ ডিপথেরিয়া (Calf Diptheria )
43) ছাগলের পিপিআর রোগ (PPR Disease of Goat)
44) আমবাত (Urticaria)
45) ভেড়া ও ছাগলের বসন্ত ( Sheep Pox & Goat Pox)
46) জন্মের পর বাছুর উঠে না দাঁড়ানো
47) সদ্যজাত বাছুর গরুর জ্বর (Fever for New born calf)
48) রক্তস্বল্পতা (Anaemia)
49) জয়েন্ট ইল (Joint ill)
50) চোখে সাদা পর্দা পড়া (Corneal Opacity)
51) মূত্র থলিতে পাথর (Urolithiasis)
52) স্ট্যাংগলস (Stangles)
53) গ্লান্ডার্স (Glanders)
54) অ্যাজোচুরিয়া (Azoturia)
55) অস্থিসন্ধি প্রদাহ (Arthritis)
56) পেট ফাঁপা (Bloat/ Tympany)
57) দুধ না হওয়া বা কমে যাওয়া (Agalactia)
58) তড়কা (Anthrax)
59) কীটপতঙ্গের কামড়ানো (Bee biting)
60) পোড়া ঘা (Burn Wound)
61) এলার্জি (Allergy)
62) চোখের অক্ষিঝিল্লী প্রদাহ এবং ছানি (Conjunctivitis & Corneal opacity)
63) নাক দিয়ে রক্ত পড়া (Epistasis)
64) জার্নি ফিভার বা শিপিং ফিভার (Journey Fever)
65) পেশী প্রদাহ (Myositis )
66) জোয়াল ঘর্ষণ রোগ (Yoke Gall)
67) ফোড়া (Abscess)
68) শিং ভাঙ্গা (Broken Horn)
69) খোঁজাকরণ (Castration)
70) কেটে গিয়ে ক্ষত (Cut Wound)
71) সিজারিয়ান অস্ত্রোপচার (Caesarean Operation )
72) হার্নিয়া (Hernia)
73) পায়ের ক্ষুরের বিকলাঙ্গতা (Hoof Deformity of Legs)
74) হাঁস-মুরগির পাতলা খোসা বা খোসাবিহীন ডিম (Soft egg shell/without egg shell)
75) মুরগির ডিম আটকে যাওয়া (Retained egg of chicken)
76) সংক্রামক উদরাময় (Infectious Diarrhoea)
77) ব্রংকাইটিস (Bronchitis)
78) ব্রংকোনিউমোনিয়া (Bronchopneumonia)
79) পুরিসি (Pleurisy)
80) মুখের প্রদাহ (Stomatitis )
⇶ পশুপাখির পরজীবি বা কৃমিজনিত রোগসমূহঃ
1) রুমেন কৃমি সংক্রমণ/প্যারামফিষ্টমিয়াসিস
2) কেচো কৃমি বা বড় গোল কৃমি (Nematode/Round worm)
3) পাকন্দ্রিয় গোলকৃমি (Stomach Worm)
4) স্টোনজাইলোয়েডিয়াসিস (Strongyloidosis)
5) কাঁধে ঘা/হাম্প সোর (Humpsore / Stephanofilariasis)
6) কলিজার পাতাকৃমি (Liver Fluke)
7) রক্তের পাতাকৃমি (Blood fluke)
8) মনিজিয়া (Moniezia spp)
9) মাল্টিসেপস মাল্টিসেপস (Multiceps Multiceps/Taenia Multiceps)
10) কৃমির ঔষধ ব্যবহার করার সাধারণ নিয়মাবলি
11) উকুন, আঠালী ও মাইটের আক্রমণ (Lice, Tick and Mite infestation)
12) মেঞ্জ রোগ (Mange) / স্কেবিস (Scabies)
13) হাঁস-মুরগির শরীরের ভিতরের পরজীবি (Internal Parasite)
14) হাঁস-মুরগির শরীরের বাহিরের পরজীবি (External Parasites)
15) গিড ডিজিজ (Gid disease)
16) ছাগলের কেড্স (Keds)
⇶ পশুপাখির প্রোটোজোয়াজনিত রোগঃ
1) রক্ত আমাশয়/ কক্সিডিওসিস (Red Dysentry/ Coccidiosis)
2) ব্যালানটিডিয়াসিস (Balantidiasis)
3) টক্সোপ্লাজমা (Toxoplasma)
4) ডুরিন (Dourine)
5) ব্যাবেসিওসিস (Babesiosis)
6) এনাপ্লাজমোসিস (Anaplasmosis)
7) থাইলেরিয়োসিস (Thileriosis)
8) ট্রাইকোমোনিয়াসিস (Trichomoniasis)
⇶ পশুপাখির অপুষ্টিজনিত ও বিপাকীয় রোগসমূহঃ
1) ডাউনার’স কাউ সিনড্রোম (Downer’s cow syndrome)
2) পিকা (Pica)
3) ম্যাডকাউ রোগ (Mad cow disease)
4) জন্মের পর বাছুর উঠে দাঁড়াতে না পারা (Inability to Standup After Birth)
5) ছাগলের কিটোসিস (Ketosis)
6) দুগ্ধজ্বর/মিল্ক ফিভার (Milk fever)
7) ল্যাকটেশন টিটানি (Grass tetany), হাইপোমাগনেসিমিক টিটানি বা হোলমিল্ক টিটানি
8) কিটোসিস (Ketosis)
9) ছাগলের দুগ্ধ জ্বর/মিল্ক ফিভার (Milk Fever)
10) নিকোটিনিক এসিড বা নিয়াসিন এর অভাব
11) ভিটামিন বি বা পাইরিডক্সিন এর অভাব
12) হাঁস-মুরগিতে বাইওটিন এর অভাব
13) ফলিক এসিড এর অভাব
14) ভিটামিন বি২ এর অভাব
15) হাঁস-মুরগিতে ভিটামিন সি এর অভাব
16) থায়ামিন বা ভিটামিন বি১ এর অভাব
17) ভিটামিন কে এর অভাব
18) হাঁস-মুরগিতে ভিটামিন ই এর অভাব
19) হাঁস-মুরগিতে ভিটামিন ডি এর অভাব
20) হাঁস-মুরগিতে ভিটামিন ‘এ’ এর অভাব
21) প্রেগন্যানসি টকসেমিয়া (Pregnancy toxamia)
22) পেন্টোথেনিক এসিড এর অভাব
23) মাইবোফ্লেভিন এর অভাব
⇶ পশুপাখির ব্যাকটেরিয়াজনিত রোগঃ
1) কলিব্যাসিলোসিস (Colibacillosis)
2) মাইকোপ্লাজমোসিস (Mycoplasmosis)
3) ডাক কলেরা (Duck Cholera)
4) ইনফেকসাস করাইজা (Infectious Coryza)
5) মোরগ-মুরগির পুলোরাম রোগ (Pullorum Disease)
6) ফাউল কলেরা (Fowel Cholera)
7) ফাউল টাইফয়েড (Fowl Typhoid)
8) ওমফেলাইটিস (Omphalities)
9) স্টেফাইলোকক্কোসিস (Staphylococcosis)
⇶ পশুপাখির বিষক্রিয়াজনিত রোগঃ
1) আর্সেনিক দ্বারা বিষক্রিয়া (Arsesnic Poisoning)
2) বিষাক্ত গাছ-গাছড়া দ্বারা বিষক্রিয়া (Plant poisoning)
3) কীটনাশক বিষক্রিয়া (Insecticide Poisoning)
4) নাইট্রেট ও নাইট্রাইট বিষক্রিয়া (Nitrate and Nitrite Poisoning)
5) ইউরিয়া বিষক্রিয়া (Urea poisoning)
⇶ স্ত্রী প্রাণির প্রজনন তন্ত্রের রোগঃ
1) গৰ্ভপাত (Abortion)
2) গরম বা ডাক না আসা (Anestrus )
3) স্ত্রী পশুর সাময়িক বন্ধ্যাত্ব (Infertility)
4) পুনঃপুনঃ গরম হওয়া (Repeat Breeding)
5) গর্ভফুল আটকে যাওয়া (Retained Placenta)
6) যোনী/জরায়ু বের হয়ে যাওয়া (Vaginal/Uterine Prolapse)
7) জরায়ু প্রদাহ (Metritis/Endometritis )
8) দুর্গন্ধময় তরলযুক্ত জরায়ু প্রদাহ
9) পুঁজ জরায়ু/ জরায়ুর মধ্যে পুঁজ (Pyometra)
10) প্রসব বিঘ্ন (Dystocia)
⇶ পুরুষ প্রাণির জনন অঙ্গের রোগঃ
1) ব্যালানোপোসথাইটিস (Balanoposthitis)
2) অণ্ডকোষ প্রদাহ (Orchitis)
3) ফাইমোসিস (Phymosis)
4) বৃহমুদা (Paraphymosis)
⇶ পশুপাখির ভাইরাসজনিত রোগসমূহঃ
1) রাণীক্ষেত (Newcastle Disease)
2) গামবোরো বা ইনফেকশাস বারসাল রোগ (Gumbora / Infections Bursal Disease)
3) ডাক প্লেগ (Duck Plague)
4) ডাক ভাইরাল হেপাটাইটিস (Duck Viral Hepatitis)
5) একথাইমা/ঠোঁটের ক্ষত রোগ (Ecthyma)
6) ছাগলের বসন্ত (Goat Pox)
7) ছাগল-ভেড়ার বসন্ত (Goat Sheep pox)
8) ক্যানাইন ডিসটেম্পার (Canine Distemper)
9) ইনফেকশাস ক্যানাইন হেপাটাইটিস (Infectious canine hepatitis)
10) ফেলাইন প্যানলিউকোপেনিয়া (Feline panleukopenia)
11) ফেলাইন রাইনো-ট্রাকিয়াটিস (Feline rhino-tracheitis)
12) জলাতঙ্ক (Rabies)
13) বসন্ত রোগ (Avian pox)
14) এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ( Avian Influenza) /বার্ড-ফ্লু (Bird flue)
15) ম্যারেক্স রোগ (Marek’s Disease)
16) এগ ড্রপ সিনড্রোম’ (Egg Drop Syndrome)
17) এভিয়ান লিউকোসিস রোগ (Avian Lucosis)
18) ইনফেকসাস ব্রংকাইটিস (Infectious bronchitis)
19) ইনফেকশাস ল্যারিংগো-ট্রাকাইটিস (Infectious laryngo-tracheitis)
20) হাইড্রো পেরিকার্ডিয়াম হেপাটাইটিস সিন্ড্রোম
21) ডাক প্লেগ রোগ (Duck Plaque)
22) ডাক ভাইরাল হিপাটাইটিস (Duck Viral Hepatitis)
আমরা আপনাদের জন্য প্রচুর সময় ব্যয় করে লেখালেখি ও কন্টে সংগ্রহ করি, আশা করি আমাদের পরিশ্রমকে মূল্যায়ন করবেন।
খামারিয়ান.কম কে সেভ করে রাখুর ও নিয়মিত ভিজিট করুন। আমাদের ওয়েবসািইট দ্বার আপনার উপকার হলেই আমোদের সন্তুষ্টি। আল্লাহ হাফেজ।