আপনারা যারা, পশু পালন বা খামার বা এগ্রো বিজনেস এর সাথে সম্পর্কিত তারা জানেন যে পশু পালরে মোট খরচের একটা বড় অংশ ঔষধ ক্রয় এর পেছনে খরচ হয়েয়ে যায়।
পশু রোগাক্রান্ত হলে, সম্মানিত ভেটেনারিয়ানগণ ব্যাবস্থাপত্র লিখে দেন ও আপনারা তা অনুযায়ী পশুকে ঐষধ সেবন করান।
আপনাদের ধারণা দেবার জন্য, আজকে আমরা পশু চিকিৎসায় গুরুত্বপূর্ণ কিছু ঔষধসমূহের ধরণের তালিকা উপস্থাপন করছি। আশা করি এটা আপনার পশুপালন নলেজকে আরও শক্তিশালীও সমমৃদ্ধ করবে।
আপাতত, এ সকল পশু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ঔষধসমূহের ধরণের নাম জেনে রাখুন এবং ধীরে ধীরে ঔষধসমূহের কাজ, বৈশিষ্ট্য ও ব্যবহার জানা চেষ্টা করুন।
একজন সফল এগ্রা উদ্যোক্তা বা খামারি, হতে হলে আপনাকে আডভান্স হতে হবে, আধুনিক পদ্ধতিততে পশুপাখি পালন, রোগব্যাধি ও তাদের চিকিৎসাগুলো সম্পর্কে প্রচুর অধ্যনয় করতে হবে ও নলেজকে সমৃদ্ধ করতে হবে।
গরু ছাগল ও পশু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ঔষধের ধরণ সমূহের তালিকাঃ
1→ এমপিসিলিন/Ampicillin
2→ অক্সিটেট্রাসাইক্লিন/Oxytetracycline
3→ সিপ্রোফ্লক্সাসিন/Ciprofloxacin
4→ সেফালোসপরিন/Cephalosporins group of drug
5→ সালফোনামাইড গ্রুপের ঔষধ/Sulphonamides group of drugs
6→ নন স্ট্রেরোয়েড এবং এন্টিইনফ্লামেটরি ড্রাগস
7→ কেটোপ্রোফেন/Ketoprofen
8→ টলফেনামিক এসিড/Tolfenamic Acid
9→ কর্টিকোস্ট্রেরোয়েড/ Corticosteriod drugs
10→ নাইট্রোক্সিল/Nitroxynil
11→ আইভারমেকটিন/Ivermectin
12→ এন্ট্রিপ্রোটোজোয়ান ঔষধ/Antiprotozoal Drug
13→ বদহজম এবং পাকস্থলীর অস্বাভাবিকতা ঔষধ (Indigesion and Digestive Disorder drug)
14→ পেটে গ্যাস পেটফাঁপা ও মেটারলিক রোগের ঔষধ (Drugs of Bloaf, Tynpauj and Metabic disorder)
15→ অ্যান্টিস্পাজমোডিকস (Anti-Spasmodics)
16→ কফ নিঃসারক (Cough Expectorant)
17→ ডাইরিয়া প্রতিরোধক ঔষধসমূহ (Antidiarrhoeal Drugs)
18→ মেটাবোলিক এবং অপুষ্টিজনিত রোগের ঔষধ
19→ টলডিমফস + সয়ানোকোবালমিন (Toldimphos + Cyanocabolamin )
20→ ভিটামিন এডি৩ই (Vitamin AD3E)
21→ ভিটামিন বি-কমপ্লেক্স (Vitamin B-Complexs)
22→ ডিবি (ভিটামিন + মিনারেল) / DB (Vitamin + Mineral)
23→ মিনারেল/Mineral only
24→ ভিটামিন-ই এবং সোডিয়াম সেলিনাইট (Vitamin-E and Sodium Selenite )
25→ জিঙ্ক প্রিপারেশন (Zinc Preparation )
26→ হরমোনাল ঔষধ (Hormonal Drugs)
27→ হেমাটোনিক ড্রাগ (Haematonic drugs)
28→ রক্তপাত বন্ধকরণ ঔষধ (Haemostatic Drugs)
29→ এন্টিম্যাসটাইটিস ঔষধসমূহ (Antimastitis Preparation / Drugs)
30→ ক্ষুরা রোগের ও র্যাবিস ভ্যাকসিন (F→M→D→ and Rabies Vaccines)
31→ এমোক্সিসিলিন (Amoxycillin)
32→ ক্লোরটেট্রাসাইক্লিন (Chlortetracycline)
33→ এনরোফ্লক্সাসিন (Enrofloxacin)
34→ কুমাকুইন (Flumaquine)
35→ জেন্টামাইসিন (Gentamycin)
36→ সিপ্রোফ্লক্সাসিন (Ciprofloxacin)
37→ ট্রাইমেথোপ্রিম + ইরাইথ্রোমাইসিন (Trimethoprim + Erythromycin)
38→ অ্যান্টি-মাইকোপ্লাজমাল ঔষধ (Anti-Mycoplasmal Drugs)
39→ অ্যান্টিকসিডিয়ালস ড্রাগ্স (Anticoccidial Drugs)
40→ এনজাইম (Enzyme)
41→ মাল্টিভিটামিন/ভিটামিন প্রিমিক্স (Multivitamins / Vitamin Premix)
42→ ভিটামিন বি + সি (Vitamin B + C)
43→ ভিটামিন এ, ডি এবং ই (Vitamin A, D & E)
44→ জিঙ্ক (Zinc)
45→ ভিটামিন-মিনারেল প্রিমিক্স (Vitamin-Mineral Premix)
46→ লিভার টনিক (Liver Tonic)
47→ জীবাণুরোধক ও জীবাণুনাশক ঔষধসমূহ
48→ পেনিসিলিন (Penicillin)
49→ পেনিসিলিন + স্ট্রেপটোমাইসিন/Penicillin & Streptomycin
50→ এমক্সিসিলিন/Amoxycillin
51→ জেন্টামাইসিন/Gentamicin
52→ টাইলোসিন (Tylosin)
53→ সেফটিফার/Ceftiofur
54→ এন্টিহিস্টামিনিক ড্রাগস / Anthistaminic drugs
55→ মেলোক্সিকেম/Meloxicam
56→ জ্বররোধক ঔষধ/Antipyretic drugs
57→ কৃমিনাশক/Anthelmintics
58→ পাইপারজিন (Piperzine)
59→ বায়ুনাশক বা গ্যাসনাশক (Anti-Zymotic and Carminative)
60→ বুটাফসফেল/সায়ানোকোবালামিন (Butaphosphan + Cyanocobalamin)
61→ ভিটামিন, মিনারেল এবং অ্যামাইনো এসিড ঔষধসমূহ
62→ মিনারেল + ভিটামিন/Mineral + Vitamins
63→ লিভার টনিক/Liver Tonic
64→ জরায়ু ও গর্ভফুল সংক্রান্ত ঔষধ (Drugs of uterus and Placenta Problems )
65→ প্রস্রাববর্ধক ঔষধ (Diuretic Drugs)
66→ বহিঃপরজীবির জন্য ঔষধ (Ectoparasites drugs)
67→ অক্সিটেট্রাসাইক্লিন (Oxytetracyline )
68→ ডক্সিসাইক্লিন (Doxycycline)
69→ ফুরালটিডন (Furaltidone)
70→ ট্রাইমেথোপ্রিম-সালফোনেমাইডস (Trimethoprim-Sulphonamides)
71→ পিফ্লক্সাসিন (Pefloxacin)
72→ অ্যান্টি-ডায়রিয়াল ও ইলেকট্রোলাইট ঔষধ (Anti-Diarrhoeal & Electrolyte Drugs)
73→ কৃমিনাশক ঔষধ (Anthelmintics)
74→ ভিটামিন বি কমপ্লেক্স (Vitamin B Complex)
75→ ভিটামিন ই (Vitamin E)
76→ কফ নিঃসারক (Cough Expectorant)
এই ছিল, ঔষধের তালিকা। পরবর্তী পোষ্টগুলোতে আমরা চেষ্টা করব এ গরু ছাগল ও ও পশু চিকিৎসায় গুরুত্বপূর্ণ ঔষধের প্রতিটি সম্পর্কে আলাদা আলাদা ভাবে বিস্তারিত জানানোর জন্য। ধন্যবাদ।