Skip to content

 

গরু মোটাতাজা করনের পদ্ধতি/কিভাবে গরু মোটাতাজা করা যায়? গরু মোটাতাজাকরণ ইউরিয়ার ব্যবহার ও গরু মোটাতাজাকরণে খাদ্য তালিকা

গরু মোটাতাজা করনের পদ্ধতি/কিভাবে গরু মোটাতাজা করা যায়? গরু মোটাতাজাকরণ ইউরিয়ার ব্যবহার ও গরু মোটাতাজাকরণে খাদ্য তালিকা

হ্যালো খামারিয়ান ক্লাবের বন্ধুরা, কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন, আজকে আমরা আলোচনা করব:

✔গরু মোটাতাজা করনের পদ্ধতি/কিভাবে গরু মোটাতাজা করা যায়;
✔গরু মোটাতাজাকরণ ইউরিয়ার ব্যবহার;
✔গরু মোটাতাজাকরণে খাদ্য তালিকা;

এই ৩টি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব,তো চলুন শুরু করা যাক।

গরু মোটাতাজা করনের পদ্ধতি বা কিভাবে গরু মোটাতাজা করা যায়ঃ

১। গরু মোটাতাজাকরণের শুরুতেই গরুর ওজন নির্ণয় করতে হবে তাহলে কৃমির ঔষধ ও খাদ্য দিতে অনেকটা সুবিধা হবে। ওজন মাপার ক্ষেত্রে এই সুত্র ব্যবহার করতে পারেন -দৈর্ঘ্য*(বুকের বেড়ের) ২ (ইঞ্চি)এবার ৬৬০ দিয়ে ভাগ করতে হবে,তাহলে কেজির হিসাব পাওয়া যাবে।

২। গরু মোটাতাজাকরণে রোগের প্রতিষেধক হিসেবে ক্ষুরা, তড়কা, বাদলাসহ অন্যান্য রোগের টিকা দিতে হবে।

৩। গরু মোটাতাজাকরণের শুরুর দিকে ১০০ কেজির জন্য ১.৫ কেজি দানাদার খাদ্য দিতে হবে। গরু যখন অনেকটা মোটাতাজা হয়ে যাবে তখন ১০০ কেজির জন্য ১ কেজি দানাদার খাদ্য দিতে হবে।

৪। গরুর পেটে গ্যাস সৃষ্টি হয় এমন খাদ্য যেমন ভাত বা খুদের জাউ খাওয়ানো উচিত নয় এর ফলে গরুর পেট ফুলে যেতে পারে আবার কখনো কখনো গরুর মারাত্মক রোগ হতে পারে।

৫। ১০০ কেজির জন্য প্রতিদিন ৪ থেকে ৫ কেজি কাঁচাঘাস খাওয়াতে হবে। কাঁচাঘাস  না পাওয়া গেলে বিকল্প হিসেবে সাইলেজ ব্যবহার করতে হবে।

৬। সঠিক নিয়মে গরুকে প্রতিদিন গোসল করাতে হবে। এতে গরুর ত্বক ও শরীর সতেজ থাকবে।

৭। গরুকে ইউ এম এস খাওয়াতে হবে। শুধু ইউ এম এসের কারনে প্রতি দিন ২৫০ গ্রাম করে মাংস বাড়ে।

গরু মোটাতাজাকরণ ইউরিয়ার ব্যবহারঃ

১। ইউ এম এস তৈরিতে ৫০ কেজি পানি, ১০০ কেজি শুকনো খড়, ২৫ কেজি চিতাগুড়, ৩ কেজি ইউরিয়া সার ব্যবহার করতে হবে।

২। এটি তৈরির ২ ঘন্টা পরেও খাওয়ানো যাবে এবং ৩ দিন পরেও খাওয়ানো যাবে। ১০০ কেজির জন্য ১ কেজি ইউ এম এস খাওয়াতে হবে।  ইউ এম এস খাওয়ানোর ১ ঘন্টা আগে ও পরে পানি খাওয়ানো যাবে না এবং পাত্রে পানি থাকলে ইউ এম এস দিয়ে মিশিয়ে খাওয়ানো যাবে না।

৩। গরুকে শুধু শুকনো খড় না খাওয়ানোটাই ভাল,এতে পেট ভরলেও তেমন বেশি স্বাস্থ্য বাড়ে না, অনেকে বলবেন শুকনো খড়ে আমাদের গরু মোটা হয়। আসলে আপনার গরু মোটা হয়েছে দানাদার, খৈল ও কাঁচাঘাসের কারনে। শুকনো খড়ে গরু মোটা হলেও তা পরিমানে কম হয়। তাই বেশি লাভবান হতে চাইলে শুকনো খড়কে ইউ এম এস প্রক্রিয়া করে খাওয়ান।

৪। গরুকে ওজন অনুসারে সুষম খাদ্য খাওয়াতে হবে।

গরু মোটাতাজাকরণ খাদ্য তালিকা ১০০ কেজি রেশন তৈরীর ফর্মুলাঃ

গমের ভূষি = ৩০ কেজি

ভুট্রা ভাঙ্গা = ২০ কেজি

রাইচ পালিশ = ১৫ কেজি

ডাউলের ভূষি = ৭ কেজি

সরিষার খৈল = ১০ কেজি

সয়াবিন খৈল = ১০ কেজি

চিতাগুড় = ৩ কেজি

ডিসিপি পাউডার = ৩ কেজি

আয়োডিন লবন = ২ কেজি

(মোট = ১০০ কেজি)

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!