গাভী গরম না হওয়ার কারণকে Anestrum বলে। বকনা পশু বয়:প্রাপ্ত হওয়া সর্ত্বেও ও গাভী বাচ্চা দেওয়ার ৩ মাসের মধ্যে বকনা গরু হিটে না আসার কারণ এ্যানস্ট্রাম (Anestrum )বলা হয়। আমাদের দেশের গরুর প্রায় ৮৬% গরু ডাকে না আসার কারন এ্যানস্ট্রাম (Anestrum) হওয়ার তথ্য আছে।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গরু হিটে না আসা এবং গর্ভধারণ না করার জন্য যতগুলো কারণ আছে এর মধ্যে ৮০%-ই পুষ্টি সংক্রান্ত।
গরু সাধারণত ১৭-২৪ মাস বয়সে প্রথম হিটে আসে। আর বাছুর প্রসবের ৪ সপ্তাহ পর থেকে ৮ সপ্তাহের মধ্যেই আবার হিটে আসার কথা। অবশ্য প্রথম বিয়ানের (বাছুর প্রসব) ক্ষেত্রে আরেকটু বেশি সময় নিতে পারে। ৬-৯ সপ্তাহের মধ্যে গরু গর্ভধারণ করাটা সবচেয়ে ভালো। সুস্বাস্থ্যে লক্ষণ এবং খামারির জন্যও আনন্দের বিষয়।
তবে কোনো কোনো ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে। তাতে খুব চিন্তিত হওয়ার কিছু নেই। কিন্তু ৯০-১০০ দিনের মধ্যেও যদি গাভী গরম না হওয়া বা হিটে আসার পর বীজ দিলেও গর্ভধারণ না করে তাহলে বুঝতে হবে গাভী গরম না হওয়ার কারণ আছে।
গাভী গরম না হওয়ার কারণ
গাভী হিটে না আসার কারণ অনেকগুলো বিষয়ের সাথে যুক্ত। সামগ্রিকভাবে নিম্নোক্ত তিনটি বিষয় যুক্ত থাকে। যথাঃ
1. গাভী হিটে না আসার রোগ ব্যাধি সংক্রান্ত কারণ।
- গাভীর জরায়ুতে প্রদাহের ফলে।
- গাভীর ওভারীর সমস্যা হলে।
- গাভীর জরায়ুতে টিউমার থাকলে।
2. গাভী গরম না হওয়ার পরিবেশ সংক্রান্ত কারণ।
- আলো-বাতাস কম পেলে গাভী হিটে আসেনা।
- একই ঘরে গাভী ও ষাঁড় পালন করলেও গরম হয় না।
- খামারের পরিবেশ নর্বদা নোংরা ও অপরিচ্ছন্ন থাকা।
3. গরু ডাকে না আসার পুষ্টির অভাব সংক্রান্ত কারণ।
- শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত ঠিক না থাকলে।
- ভিটামিন এ, ডি, ই এর অভাব থাকলে।
- সেলেনিয়াম ও ম্যাক্রো মিনারেলস এর ঘাতটি থাকা।
- রক্তে নাইটোজেনের পরিমাণ বেড়ে যাওয়া।
- কাঁচা ঘাসে আর্সেনিক বিষক্রিয়া হলে।
- কাঁচা ঘাসের অভাব এর কারণে।
- গাভীর শরীরে যাতে অতিরিক্ত ফ্যাট থাকলে।
- প্রয়োজনীয় পরিমাণ প্রোটিন বা আমিষ এর ঘাতটি থাকা।
- গরু প্রয়োজনীয় এনার্জি বা শক্তি সরবরাহ না পেলে।
- ফসফরাস এর ঘাতটি দেখা দিলে।
- গাভীর কিটোসিস হলে।
1. রোগ ব্যাধি সংক্রান্ত কারণ
গাভী গরম না হওয়ার কারণ গুলোর মধ্যে এটি একটি অন্যতম কারণ। কেননা আমাদের দেশের অধীকাংশ গাভী প্রজনন স্বাস্থ্য সহ নানা প্রকার স্বাস্থ জটিলতায় ভোগে। গাভী অধিকাংশ সময় রোগে আক্রান্ত থাকলে সে গাভী হিটে আসে না। কৃমি জনিত রোগ, ককসিডিওসিস বা আমাশয়, প্রোজনন অংগে ইনফেকশন ইত্যাদি রোগ গরু ডাকে না আসার কারণ।
a) গাভীর জরায়ুতে প্রদাহের ফলেঃ
বিভিন্ন ধরনের জীবানু দ্ধারা এ রােগ হয়।

জরায়ু সংক্রমণ (Uterine Infection)

গাভীর জরায়ু ইনফেকশন
b) গাভীর ওভারীর সমস্যা হলেঃ
ওভারীতে বিভিন্ন ধরনের সিস্ট বা পানির থলি হলে গাভী ডাকে আসে না বা গরু গরম হয় না।

গাভীর ওভারী সহ প্রজনন তন্ত্রে
c) গাভীর ওভারিয়ান টিউমার
গাভীর জরায়ুতে টিউমার হলে সময়মত পশু গরম হয় না।
কুত্রিম প্রজনন কর্মীর দক্ষতার অভাব থাকলে এবং তাকে দিয়ে কৃত্রিম প্রজনন করালে গরুর নানা প্রকার প্রজনন স্বাস্থের অসুস্থতা, গাভী গরম না হওয়ার কারণ সৃষ্টি হয়। খাদ্যে পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলের অভাব থাকলে প্রজনন ক্ষমতা কমে যায়।
গাভী গরম না হওয়ার কারণ গলো সম্পর্কে আমাদের ভালো ধারনা থাকতে হবে। কৃমিতে অধীক পরিমানে আক্রান্ত হলে গরু হিটে আসে না বা আসলেও কনসেপ্ট করে না। আর তাই প্রজননক্ষম গরুকে কৃমি মুক্ত করুন আর কিছু ভিটামিন মিনারেল খায়িয়ে দিন দেখবেন গরুর তেমন সমস্যা না থকলে গাভী ঠিক হিটে এসে যাবে।
পরিবেশ সংক্রান্ত কারণ
গাভী গরম না হওয়ার কারণ গুলোর মধ্যে এটি একটি কারণ। গাভীর দুধের উৎপাদন ও প্রজনন দুটোতেই পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।
a) আলো-বাতাস কম পেলে গাভী হিটে আসেনাঃ
গাভী গরুর আবাসস্থল আলো-বাতাসপূর্ণ ও আরামদায়ক হতে হবে। গাভীর হাটাচলার ব্যবস্থা থাকতে হবে।
b) একই ঘরে গাভী ও ষাঁড় পালন করলেও গরম হয় নাঃ
একই ঘরে গাভী ও ষাঁড় রাখা যাবে না, আলাদা স্থান নির্ধারণ করতে হবে।
c) খামারের পরিবেশ নর্বদা নোংরা ও অপরিচ্ছন্ন থাকাঃ
খামারের আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত ও নির্মল হতে হবে। নতুন গরুর আবাস্থল জীবাণুর আবাস্থলে পরিণত হলে গাভী বিভিন্ন রোগে আক্রান্ত হলেও তা গাভীর প্রজনন স্বাস্থ্যে প্রভাব ফেলে।
গাভী হিটে না আসার পুষ্টির অভাব সংক্রান্ত কারণ
গাভী হিটে না আসার কারণ গুলোর মধ্যে অন্যতম বা প্রধন কারণ এটি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গাভী হিটে না আসা এবং বীজ না রাখার জন্য যত গুলো কারণ রয়েছে এর মধ্যে শতকরা ৮০ ভাগই হল নিউট্রেশনাল বা পুষ্টির অভাব জনিত কারণে।
আমরা খাবারের গুনগত মান পরিক্ষা করিনা বা খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সঠিক ধারনাও নেই। এবং আমরা আমাদের ইচ্ছা মাফিক খাবার প্রদান করি।
আমরা একবারও চিন্তা করিনা যে গাভীর জন্য প্রয়োজনীয় পুষ্টির যোগান হচ্ছে কিনা। গাভী বা বকনার শরীরে নিম্নোক্ত নিউট্রিয়েন্ট বা পুষ্টির অভাব এবং কখনো কখনো আধিক্য থাকলে গাভী হিটে আসবে না বা বীজ রাখবে না।
অনভিজ্ঞতা বা অজ্ঞতার কারণে বাংলাদেশে খাবারের গুণগতমান কেউই পরীক্ষা করে না বা ব্যবস্থা নেই। তাছাড়া সবাই ইচ্ছা মাফিক বা অনুমাননির্ভর খাবার দেন। অনেকেরেই ধারণা নেই যে কোন বয়সে কোন সময়ে একটি গরুর কোন কোন পুষ্টি উপাদান কতোখানি প্রয়োজন। খামার ব্যর্থ হওয়ার সবচেয়ে বড় কারণ হলো সঠিক পরিমাণে না খাওয়ানো। ফলে গরুকে সুস্থ রাখতে এবং পাশাপাশি তার প্রজনন স্বাস্থ্যও ঠিক রাখতে রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
a) শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত ঠিক না থাকলেঃ
b) ভিটামিন এ, ডি, ই এর অভাব থাকলেঃ
c) সেলেনিয়াম ও ম্যাক্রো মিনারেলস এর ঘাতটি থাকাঃ
ভিটামিন ই শোষণ ও প্রজননের জন্য সেলেনিয়ামের প্রয়োজনীয়তা অনেক।
তাছাড়াও ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও সোডিয়াম ছাড়া অন্য যে মাইক্রো মিনারেলগুলো যেমন প্রয়োজন তেমনি থাকতে হবে।
মিনারেল কম বা বেশি হলে প্রজনন সহ খাবার হজম, বৃদ্ধি ব্যহত হওয়া, খাবার গ্রহণ কমে যাওয়া এমনকি মৃত্যুও হতে পারে। তাই রেশনে প্রয়োজনমত ম্যাক্রো মিনারেল দিতে হবে যাতে বিষক্রিয়ার সৃষ্টি না হয়।
ম্যাক্রো মিনারেল:
মাইক্রো মিনারেল:
d) রক্তে নাইটোজেনের পরিমাণ বেড়ে যাওয়াঃ
e) কাঁচা ঘাসে আর্সেনিক বিষক্রিয়া হলেঃ
f) কাঁচা ঘাসের অভাব এর কারণেঃ
g) গাভীর শরীরে যাতে অতিরিক্ত ফ্যাট থাকলেঃ
h) প্রয়োজনীয় পরিমাণ প্রোটিন বা আমিষ এর ঘাতটি থাকাঃ
পশুর প্রয়োজনীয় প্রোটিন 2 প্রকার।
1. রুমেন আন-ডিগ্রেডেবল প্রোটিন বা আরইউপি।
- আরইউপি হলো সেই ধরনের প্রোটিন যা গরুর রুমেনের মধ্যে হজম হয় না বা ভেঙে যায় না। এটি অক্ষত অবস্থায় রুমেন থেকে ক্ষুদ্রান্তে চলে যায় এবং সেখানে সরাসরি শোষিত হয়। এই প্রোটিনের শোষণমাত্রা ৮৫%!
- বুঝতেই পারছেন প্রোটিনের সবচেয়ে কাযকর ব্যবহার চাইলে আরইউপির ওপর গুরুত্ব দিতেই হবে। এই ধরনের প্রোটিন পাওয়া যায় বিভিন্ন ধরনের খৈলের মধ্যে। যেমন: সূর্যমুখীর খৈল (মিল), সরিষার খৈল, সয়াবিনের খৈল, তুলাবীজের খৈল, ফিশ মিল ও বন মিল ইত্যাদি।
2. রুমেন ডিগ্রেডেবল প্রোটিন বা আরডিপি।
i) গরু প্রয়োজনীয় এনার্জি বা শক্তি সরবরাহ না পেলেঃ
g) ফসফরাস এর ঘাতটি দেখা দিলেঃ
k) গাভীর কিটোসিস হলেঃ
- অ্যাসিটোঅ্যাসিটেট (acetoacetate)
- বেটা-হাইড্রোক্সি বিউটারেট (beta-hydroxybutyrate)
- অ্যাসিটোঅ্যাসিটেট ক্রমাগম ভেঙ্গে অ্যাসিটোন (acetone)
আরও পড়ুনঃ 5 টি গরু গরম হওয়ার লক্ষণ/ গরু হিটে আসার লক্ষণ/ গরু ডাকে আসার লক্ষণ https://khamarian.com/গরু-গরম-করার-উপায়/ https://khamarian.com/গরু-হিটে-আনার-ইনজেকশন/ https://khamarian.com/গরু-হিটে-আসার-ঔষধ/