Skip to content

 

ছাগলকে খাসী করার কারণ, উপকার, পদ্ধতি, সতর্কতা ও যত্ন সমূহ কী কী? খাসি ছাগল পালন পদ্ধতি

ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 49 ছাগলকে খাসী করার কারণ, উপকার, পদ্ধতি, সতর্কতা ও যত্ন সমূহ কী কী? খাসি ছাগল পালন পদ্ধতি কৃষি ছাগল পালন ছাগল পালন ছাগল পালনের ট্রেনিং ছাগল পালনের নিয়ম ছাগল পালনের পদ্ধতি ছাগল পালনের পদ্ধতি জানতে চাই ছাগল পালনের পদ্ধতি দেখাও ছাগল পালনের প্রশিক্ষণ ছাগল পালনের বই
ছাগলকে খাসী করার কারণ, উপকার, পদ্ধতি, সতর্কতা ও যত্ন সমূহ কী কী? খাসি ছাগল পালন পদ্ধতি

খাসী করার কারণ ও সুবিধা সমূহঃ

(01) মাংস উৎপাদনের উদ্দেশ্যে খামারে ছাগল পালন করা হলে প্রজনন উপযোগী কয়েকটি পাঁঠা রেখে বাকী সব পুরুষ ছাগলকে খাসী করানো হয়ে থাকে |

(02) খাসী করানো হচ্ছে কোন প্রাণীর সেক্স গ্লান্ডকে অপসারণ বা নিদ্রির করার মাধ্যমে উক্ত প্রাণীর প্রজনন ক্ষমতা রহিত করা |

(03) খাসী করানোর মাধ্যমে খামারে অবাঞ্ছিতও অনাকাঙ্খিত প্রজনন নিয়ন্ত্রণ করা হয়। পাঁঠার শরীরে ক্যাপ্রিক এসিড ও ক্যাপ্রোয়িক এসিডের উপস্থিতির কারণে তীব্র গন্ধ বের হয় | খাসী করানো হলে উক্ত গন্ধ দূরীভূত হয় |

(04) এ ছাড়া ছাগলের মাংস গন্ধমুক্ত ও সুস্থাদু হয়। খাসীকরণের ফলে চামড়ার গুনগত মানও বৃদ্ধি পায়। এর ফলে ছাগল শান্ত ও নম্র স্বভাবের হয় এবং অনেক ছাগল একত্রে পালন সহজতর হয়।

(05) ২-৪ সপ্তাহ বয়সে পাঁঠা বাচ্চাকে খাসী করানো উত্তম ৷

খাসীকরণের উপায়সমূহঃ

দুই পদ্ধতিতে আমাদের খাসীকরণ করা হয়ে থাকে।

(01) বন্ধ পদ্ধতি – বার্ডিজোস ক্যাস্ট্রেটর ছারা এবং রাবার রিং পরিয়ে ছাগলকে খাসী করা হয়ে থাকে | এ

পদ্ধতিতে শরীর হতে সেক্স গ্রান্ড অপসারণ করা হয় না অর্থ্যাৎ সেক্স গ্রান্ড যথাস্থানেই থাকে।

(02) মুক্ত/খোলা পদ্ধতি – ধারালো ছুরি/ব্রেড/স্কালপেল এর সাহায্যে সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে এ

পদ্ধতিতে শরীর হতে সেক্স গ্রান্ড অপসারণ করা হয়।

সতর্কতা ও যত্নঃ

(01) সার্জিক্যাল অপারেশনে সৃষ্ট ক্ষতে যে মশা, মাছি বা পোকামাকড় না বসে সেজন্য সতর্কতা অবলম্বন করতে হবে।

(02) ক্ষতস্থানে সালফানিলামাইড পাউডার লাগাতে হবে।

(03) স্যাঁতসেতে ও অপরিষ্কার স্থানে খাসীকে রাখা যাবে না। শুকনো জায়গার ব্যবস্থ করতে হবে।

(04) প্রয়োজনে ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী খাসীকে এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়া যেতে পারে।

(05) খাসী করতে হলে টেবিল বা এ জাতীয় উচু জায়গায় রেখে পিছনের পা দুটো টেনে সামনে নিয়ে আসতে হবে। এরপর অন্ডকোষকে ৩% টিংচার দ্রবণ দিয়ে ভাল করে মুছে দিতে হবে। অন্ডকাষকে চামড়ার বিপরীতে চেপে ধরে চামড়ার নিচের দিকে একটি মাত্র পোচে কেটে অন্ডকোষ দুইটি বের করে রগ (Spermatic cord) কেটে দিতে হবে। এরপর অন্ডকোষ থলিকে টিংচার অব আয়োডিন দ্বারা পরিষ্কার করে ক্ষতস্থানে পাউডার লাগিয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!