
ওষুধের নাম ও ব্যবহার
টেরামাইসিন ইনজেকশন
ছাগলের শরীরের ওজন অনুযায়ী ওষুধের পরিমাণ নির্ধারণ করতে হবে। প্রতি কেজি ওজনের জন্য ১-২ মিলি লিটার মাংসে ইনজেকশন দিতে হবে।
টেরামাইসিন ট্যাবলেট
প্রতি ২৫ থেকে ৪০ কেজি ওজনের জন্য আধা ট্যাবলেট ।
প্লোনাপেন ইনজেকশন
প্রতি ২৫ কেজি ওজনের জন্য ৫ লাখ ইউনিট মাংসে দিতে হবে।
এম্পিসিলিন ইনজেকশন
২০০ থেকে ৭০০ মিলিগ্রাম মাংসে দিতে হবে।
টাইলসিন ইনজেকশন
প্রতি ২৫ কেজি ওজনের জন্য এক মিলিলিটার মাংসে দিতে হবে।
সালফাডিমাইডিন ইনজেকশন
৫ থেকে ৮ মিলিলিটার চামড়ায় দিতে হবে।
এস.এস.টি
প্রতি কেজি ওজনের জন্য দৈনিক এক মিলিগ্রাম খাওয়াতে হবে।
ট্রিনাসিন ট্যাবলেট
প্রতি কেজি ওজনের জন্য দৈনিক ২-৩ বার খাওয়াতে হবে ।
ট্রিনামাইড ট্যাবলেট
প্রতি ২০ কেজি ওজনের জন্য এক গ্রাম রোজ দুই বার খাওয়াতে হবে।
ট্রমাভেট বুলাস
প্রতি ছাগলের জন্য আধা থেকে একটি ট্যাবলেট রোজ দুই বার খাওয়াতে হবে ।
ডিসটোডিন ট্যাবলেট
৫০-১০০ মিলিগ্রাম প্রতি চার মাসে একবার করে খাওয়াতে হবে ।
ব্যানমিনথ-২
প্রতি ১৫ থেকে ৩০ কেজি ওজনের জন্য ৩০০-৪০০ মিলিঘাম দু সাস পর পর একবার খাওয়াতে হবে।
কোপেন
প্রতি কেজি ওজনের জন্য ১০০ মিলিগ্রাম একবার খাওয়াতে হবে।
অপটি কারটিনল (এস)
৩-৪ মিলিলিটার মাংসে দিতে হবে ।
স্টিলাৰ স্টারল হবেইনজেকশন
আধা থেকে এক মিলি লিটার মাংসে দিতে
সাইফেকস ইনজেকশন
২৫-৩০ মিললিটার চামড়ার নিচে দিতে হবে ।
মেটাকসল ইনজেকশন
১০-২০ মিললিটার চামেড়ার নিচে দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: পানি জাতীয় ওষুধ ছাগলকে খাওয়ানো উচিত নয়।