
ওষুধের নাম ও ব্যবহার
টেরামাইসিন ইনজেকশন
ছাগলের শরীরের ওজন অনুযায়ী ওষুধের পরিমাণ নির্ধারণ করতে হবে। প্রতি কেজি ওজনের জন্য ১-২ মিলি লিটার মাংসে ইনজেকশন দিতে হবে।
টেরামাইসিন ট্যাবলেট
প্রতি ২৫ থেকে ৪০ কেজি ওজনের জন্য আধা ট্যাবলেট।
প্লোনাপেন ইনজেকশন
প্রতি ২৫ কেজি ওজনের জন্য ৫ লাখ ইউনিট মাংসে দিতে হবে।
এম্পিসিলিন ইনজেকশন
২০০ থেকে ৭০০ মিলিগ্রাম মাংসে দিতে হবে।
টাইলসিন ইনজেকশন
প্রতি ২৫ কেজি ওজনের জন্য এক মিলিলিটার মাংসে দিতে হবে।
সালফাডিমাইডিন ইনজেকশন
৫ থেকে ৮ মিলিলিটার চামড়ায় দিতে হবে।
এস.এস.টি
প্রতি কেজি ওজনের জন্য দৈনিক এক মিলিগ্রাম খাওয়াতে হবে।
ট্রিনাসিন ট্যাবলেট
প্রতি কেজি ওজনের জন্য দৈনিক ২-৩ বার খাওয়াতে হবে।
ট্রিনামাইড ট্যাবলেট
প্রতি ২০ কেজি ওজনের জন্য এক গ্রাম রোজ দুই বার খাওয়াতে হবে।
ট্রমাভেট বুলাস
প্রতি ছাগলের জন্য আধা থেকে একটি ট্যাবলেট রোজ দুই বার খাওয়াতে হবে।
ডিসটোডিন ট্যাবলেট
৫০-১০০ মিলিগ্রাম প্রতি চার মাসে একবার করে খাওয়াতে হবে।
ব্যানমিনথ-২
প্রতি ১৫ থেকে ৩০ কেজি ওজনের জন্য ৩০০-৪০০ মিলিঘাম দু সাস পর পর একবার খাওয়াতে হবে।
কোপেন
প্রতি কেজি ওজনের জন্য ১০০ মিলিগ্রাম একবার খাওয়াতে হবে।
অপটি কারটিনল (এস)
৩-৪ মিলিলিটার মাংসে দিতে হবে।
স্টিলাৰ স্টারল হবেইনজেকশন
আধা থেকে এক মিলি লিটার মাংসে দিতে
সাইফেকস ইনজেকশন
২৫-৩০ মিললিটার চামড়ার নিচে দিতে হবে।
মেটাকসল ইনজেকশন
১০-২০ মিললিটার চামেড়ার নিচে দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: পানি জাতীয় ওষুধ ছাগলকে খাওয়ানো উচিত নয়।