Skip to content

 

ছাগলের এন্টারোটক্সিমিয়া রোগ সম্পর্কে জেনে রাখুন

ছাগলের এন্টারোটক্সিমিয়া রোগ সম্পর্কে জেনে রাখুন
 
ছাগলের এন্টারোটক্সিমিয়া রোগ সম্পর্কে জেনে রাখুন
 

(01) এটি ব্যাকটিরিয়াজনিত অসুস্থতা।

 

(02) পচা ও দুর্গন্ধযুক্ত খাদ্য এন্টারোটক্সিমিয়া রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে |

 

(03) এন্টারোটক্সিমিয়া রোগে আক্রান্তছাগল শরীরের ভার বহন করতেপারে না।

 

(04) চারণভূমিতেহাটতে হাটতে কাঁপতে থাকে।

 

(05) পেট ফুলে উঠে।

 

(06) ডায়রিয়া হয় ।

 

(07) খিচুনি দেখা যায়।

 

(08) মুখদিয়ে লালা ঝরে।

 

(09) তীব্র প্রকৃতির রোগে হঠাৎ কাপুনিদিয়ে মারা যায় |

 

(10) ক্লোস্ট্রিডিয়াম প্রজাতির ব্যাকটেরিয়া সৃষ্ট টক্সিন দ্বারা এন্টারোটক্সিমিয়া রোগ দেখা দেয় |

 

(11) এই ব্যাকটিরিয়া সাধারণত ছাগলের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে এবং প্রাকৃতিকভাবে মাটিতে থাকে।

 

(12) এই ব্যাকটিরিয়া সাধারণত ছাগলের অন্ত্রে প্রজনন করে এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে প্রচুর পরিমাণে টক্সিন তৈরি করে।

 

(13) বয়স্ক প্রাণীদের তুলনায় তরুণ প্রাণী এই রোগে বেশি ঝুঁকিতে থাকে।

(14) এ রোগ প্রতিরোধেরজন্য ছাগলকে পরিস্কার পরিচ্ছন্ন স্থানে রাখতে হবে এবং বিশুদ্ধখাবার ও পানিপ্রদান করতে হবে | চিকিৎসকের সরণাপন্ন হতে হবে।

See also  সেরা দুগ্ধ ছাগল আমেরিকান লামঞ্চ জাতের ছাগল: বৈশিষ্ট্য, খাবার, প্রজনন ও ছাগলের জাত পরিচিতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!