▶কারণ ও লক্ষণঃ
(01) এ রোগে ছাগীর ওলান লাল হয়ে ফুলে যায়, শক্ত হয়ে যায়।
(02) হাত দিয়ে স্পর্শ করলে গরম অনুভূত হয়।
(03) দুধের স্বাদ লবনাক্ত হতে পারে।
(04) দুধ উৎপাদন কমে যায়।
(05) দুধ দোহন করলে পাত্রে দুধের তলানি পড়ে।
(06) তীব্র প্রকৃতির রোগে ওলানের ভিতর পুঁজ হয়। পরে দুধের সাথে রক্ত আসে ও দুর্গন্ধ হয়।
(07) ওলান ও বাটে ব্যাথা হয় দুধ দোহন করতে বা বাচ্চাকে টেনে খেতে দিতে চায় না।
(08) ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইকোপ্লাজমা, ফাংগাস সহ ১৮-২০ ধরণের জীবানু দ্বারা দুগ্ধবতী ছাগলের
ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ রোগ হয়ে থাকে।
▶প্রতিরোধের উপায় সমূহঃ
(01) ছাগীকে গাদাগাদি বা ঠাসাঠাসি করে রাখা যাবে না।
(02) প্রসবের আগে ও পরে ছাগীকে সমতল ও নরম পরিস্কার পরিচ্ছন্ন স্থানে রাখতে হবে।
(03) মাঝে মাঝে ওলানের প্রত্যেক কোয়ার্টারের দুধ কালো কাপড়ে নিয়ে পরীক্ষা করে দেখতে হবে কোন তলানি, পুঁজ বা রক্ত আছে কিনা, দুধের রং পরিবর্তন হয়েছে কিনা।
(04) বড় ছাগল ছানাকে ওলান থেকে দুধ চুষে খেতে দেওয়া যাবে না।
(05) দুধ দোহনের সময় হাত পরিস্কার করে নিতে হবে। প্রয়োজনে সাবান বা ক্লোরিন সলিউশন ব্যবহার করা যেতে পারে।