Skip to content

 

ভিটামিন ”এ” এর অভাবে ছাগলের কি কি রোগ হয়?

ছাগলের শরীরে ভিটামিন "এ" এর অভাবে ছাগলের কি কি রোগ হয়? কি করে বুঝবন ছাগলের ভিটামিন এর অভাব এবং ছাগলের ভিটামিন ”এ” কোন কোন সময় দিতে হয়? chagoler vitamin

ছাগলের শরীরে ভিটামিন “এ” এর অভাবে ছাগলের কি কি রোগ হয়? কি করে বুঝবন ছাগলের ভিটামিন এর অভাব এবং ছাগলের ভিটামিন ”এ” কোন কোন সময় দিতে হয়? কোন কোন খাবারের মাধ্যমে এর অভাব দূর করতে পারবো? স্কিপ না করে শেষ মুহূর্তে অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন।

এই পোষ্টটিতে দেওয়া তথ্য যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেইসবুকে একটা লাইক করতে ভুলবেন না, আপনাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। যদি আপনাদের উপকারে আসে তো অবশ্যই পোষ্টটি আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিয়ে তাদের জানার সুযোগ করে দেবেন। আমাদের এই ব্লগে কেবলমাত্র ছাগল, গরু ও ভেড়া, সম্পর্কিত আলোচনা যেখানে বিভিন্ন রোগ ও তার চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ছাগল ফার্ম এর নতুন নতুন পদ্ধতি এবং কোন কোন সময় কি কি সমস্যা আছে সে সমস্যা যেন না আসে তার জন্য আগে থেকেই প্রিপারেশন নেবেন এবং এইসব বিষয়ে পোষ্ট আমরাও তৈরি করে থাকি।

ছাগলের শরীরে ভিটামিন "এ" এর অভাবে ছাগলের কি কি রোগ হয়? কি করে বুঝবন ছাগলের ভিটামিন এর অভাব এবং ছাগলের ভিটামিন ”এ” কোন কোন সময় দিতে হয়? chagoler vitamin

ভিটামিন ”এ” ছাগলের শরীরের খুবই গুরুত্বপূর্ণ ও এই ভিটামিনের কাজ অতুলনীয়।

  1. ভিটামিন-এ ছাগলের বৃদ্ধিতে সহায়তা করে ভিটামিন ”এ” শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
  2. ভিটামিন “এ” ছাগলের প্রজনন ক্ষমতা বাড়িয়ে তোলে। ভিটামিন “এ” ছাগলের চোখের দৃষ্টি ঠিক রাখে এবং শরীরকে ঠিক রাখে।
  3. এছাড়া ভিটামিন “এ” ছাগলের তৈরিতে সহায়ক রক্ত তৈরিতে সহায়ক সেই কারণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
  4. ভিটামিন “এ” ছাগলের চামরাকে ঠিক রাখে।
  5. ভিটামিন “এ” ছাগলের দুধ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে।

যে কোন প্রাণীর শরীরে এই ভিটামিন ”এ” এর অভাবে যেগুলো রোগ সমূহ আমরা দেখতে পায়। বিশেষ করে স্কিন ডিজিজ।

  1. স্কিনের মধ্যে বিভিন্ন রোগ ধরনের দেখা যায় এই ভিটামিনের অভাবে।
  2. ভিটামিন ”এ” এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যায়।
  3. ভিটামিন ”এ” এর অভাবে ছাগলের প্রজনন ক্ষমতা কমে যায়।
  4. এছাড়া ভিটামিন এ এর অভাবে বৃদ্ধি কমে যায় যার জন্য সব সময় আমাদের গুরুত্ব দেওয়া উচিত।
  5. সদ্য প্রসব করা মা ছাগলের দুধ উৎপাদন কমে যায় ফলে বাচ্চাও অনেক দূর্বল হয়ে যায়।
  6. ছাগলের পশম উসকো-খুসকো দেখায়।
  7. উক্ত ভিটামিনের ওভাবে ছাগলের চোখের বিভিন্ন সমস্যা তৈরি হয়ে থাকে।
See also  পাঠা ছাগলের কি কি পরিচর্যা করতে হয়? পাঠা ছাগলের বাচ্চা যত্ন? পাঠা ছাগলের খাবার?

 

● ভিটামিন “এ” আমরা যেসব শাক সবজি থেকে পেয়ে থাকি। বিশেষ করে গাজর, পেপে, কলা ইত্যাদি। নরমালি যদি আমরা গোট ফার্মিং করি সাধারনত এই তিনটা জিনিস কিন্তু আমরা ইউজ করতে পারবো। ভিটামিন ”এ” এর অভাব পড়লে আমরা ন্যাচারালি ছাগলকে কলা খেতে দিতে পারি, গাজর খাওয়াতে পারি এবং পাকা পেঁপে খাওয়াতে পারি।

● এছাড়াও যে সময় একটি ফিমেল ছাগল তার বাচ্চা প্রসব করবে, প্রসব করার পর তাকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ”এ” দিতে পারি সেটা হোক খাবার খাওয়ানোর মাধ্যমে বা ইনজেকশন ফর্মে হোক। সে ক্ষেত্রে ভিটামিন ”এ” এর ডেফিশিয়েন্সিকে আমরা ঠিকঠাক রাখতে পারব এবং কন্ট্রোলে রাখতে পারব।

● ছাগল তার বাচ্চা প্রসব করার পর শরীর মধ্যে ভিটামিন ”এ” এর অভাব যদি না থাকে তাহলে দেখবেন শরীর সবসময় স্ট্রং থাকবে, চকচকে থাকবে, তার চোখে কোনো সমস্যা দেখা যাবে না, সময় মত হিটে আসবে, বাচ্চা হওয়ার পর বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে দেওয়ার ক্ষমতা বাড়বে। যার জন্য এই ভিটামিন আমরা কোন ভাবেই কম হতে দেব না। সেজন্য আমাদের আগে থেকেই এসব জিনিস জেনে রাখা উচিত।

● সময় অনুযায়ী গাজর চাষ করবেন। সেই সময়ে যদি আপনারা এক মাস হোক দুমাস হোক গাজর প্রতিনিয়ত কিছু কিছু পরিমাণে খাওয়াতে পারেন তাহলে ভিটামিন ”এ” শরীরে পর্যাপ্ত পরিমাণে থেকে যাবে।

● যেসব ভিটামিন আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারবেন যেমন একটা হলো Vimeral যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ”এ” পাবেন। এছাড়াও ভিটামিন “এ” এর ইনজেকশন পাওয়া যায় যেটা কিনে সেটা আপনারা ইঞ্জেকশন ফরমে ছাগলকে ভিটামিন ”এ”  দিতে পারবেন।

● যদি আপনারা সবসময় ইউজ করেন বিশেষ করে যে সময় বাচ্চা হল বাচ্চা হওয়ার পর তাহলে দেখবেন মা ছাগলের ভিটামিন ”এ” এর অভাবটা দূর হবে এবং তার পর্যাপ্ত পরিমাণে দুধ দেওয়ার ক্ষমতা থাকবে এবং প্রজননের জন্য দ্বিতীয়বার খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে। যার জন্য এসব ভিটামিন আপনারা যখনই ছাগলের বাচ্চা হয়ে যাবে বা ছাগলের শরীর দুর্বল মনে হবে সে সময় আপনারা দিতে পারেন।

See also  ছাগল কত বছর বাঁচে

● তবে কতগুলো জিনিস লক্ষ্য রাখবেন, যে কোন কোন সময় ভিটামিনের “এ” অভাবে ঘটেছে? এই জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। বাচ্চা হওয়ার মা ছাগলের শরীর স্বাস্থ্য যদি বেশি দুর্বল হয়ে যায়, তার লোম উসখোখুসখো দেখাচ্ছে, তার দুধ কমে যাচ্ছে এসব দেখে কিন্তু বুঝবেন তার প্রচুর পরিমাণে ভিটামিন ”এ” এর অভাব রয়েছে।

আজকে এই পর্যন্তই পরবর্তী পোষ্ট এর জন্য অপেক্ষা করুন। আমরা পরবর্তীতে পোস্ট নিয়ে আসব ভিটামিন ”বি” এর অভাবে শরীরে কি কি সমস্যা দেখা যায়? সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সর্বদায় খামারিয়ান এর সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!