Skip to content

 

ছাগলের খাদ্য তালিকা? ছাগলের দৈনিক খাদ্যের পরিমান কতটুকু দিবেন?

ছাগলের খাদ্য তালিকা? ছাগলের দৈনিক খাদ্যের পরিমান কতটুকু দিবেন?

  • ছাগল দুধ উৎপাদনের জন্য তার ওজন অনুপাতে ৭-৮ ভাগ বেশী খায়। ৪.৫ লিটার দুধ দেয় এমন একটি ছাগলের দৈনিক গড়ে ১.৮ কেজি শুদ্ধ বস্ত ড্রাই ম্যাটার বিশিষ্ট খাদ্য প্রয়োজন যদিও এ ছাগল স্বাধীনভাবে চরে দৈনিক সবাধিক ৩.১৮ কেজি পরিমান ড্রাই ম্যাটার বিশিষ্ট খাদ্য খেয়ে থাকে।
  • ছাগলের দেহের তুলনায় পেটের ক্ফিতি বড় হওয়ায় তার পেট পরিপূর্ণতার দিকে লক্ষ্য রাখা প্রয়োজন | পেট পূর্ণ করার জন্য দানাদার খাদ্যের পাশাপাশি ছাগলকে সেলুলোজ বা আশ জাতীয় খাদ্য খাওয়ানো প্রয়োজন।

 

  • বয়স্ক ছাগলের তুলনায় ছাগল ছানার দানাদার খাদ্য মিশ্রণে কম আঁশ, উচ্চ আমিষ ও উচ্চ বিপাকীয় শক্তি থাকতে হবে। ৪-১৫ বয়সী ছাগল (বাড়ন্তকালীন সময়) কে পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ দানাদার ও আঁশজাতীয় খাদ্য প্রদান করা প্রয়োজন।
  • স্মরণ রাখা দরকার যে, ছাগল খামারের খাদ্য ব্যয় মোট ব্যয়ের ৬০-৭০ ভাগ। তাই খামারের লাভ লোকসান খাদ্য ব্যবস্থাপনা ও ব্যয়ের উপর নির্ভরশীল | দানাদার খাদ্যের মূল্য আঁশ জাতীয় খাবারের চেয়ে বেশি। তাই আঁশ জাতীয় খাবার খেয়ে যত বেশি পুষ্টি চাহিদা মেটানো যাবে তত ব্যয় কমানো যাবে।
 
  • নিচে ছাগলের দৈনিক ছাগলের দানাদার খাদ্য তালিকা ছক আকারে দেখানো হল:
ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 60 ছাগলের খাদ্য তালিকা? ছাগলের দৈনিক খাদ্যের পরিমান কতটুকু দিবেন? কৃষি ছাগল পালন ছাগল পালন ছাগলের দানাদার খাবার ছাগলের দানাদার খাবার তৈরি ছাগলের দানাদার খাদ্য তালিকা ছাগলের দানাদার খাবারের তালিকা ছাগলের খাবার তৈরি ছাগলের খাবার খরচ
ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 58 ছাগলের খাদ্য তালিকা? ছাগলের দৈনিক খাদ্যের পরিমান কতটুকু দিবেন? কৃষি ছাগল পালন ছাগল পালন ছাগলের দানাদার খাবার ছাগলের দানাদার খাবার তৈরি ছাগলের দানাদার খাদ্য তালিকা ছাগলের দানাদার খাবারের তালিকা ছাগলের খাবার তৈরি ছাগলের খাবার খরচ
ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 57 ছাগলের খাদ্য তালিকা? ছাগলের দৈনিক খাদ্যের পরিমান কতটুকু দিবেন? কৃষি ছাগল পালন ছাগল পালন ছাগলের দানাদার খাবার ছাগলের দানাদার খাবার তৈরি ছাগলের দানাদার খাদ্য তালিকা ছাগলের দানাদার খাবারের তালিকা ছাগলের খাবার তৈরি ছাগলের খাবার খরচ
ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 56 ছাগলের খাদ্য তালিকা? ছাগলের দৈনিক খাদ্যের পরিমান কতটুকু দিবেন? কৃষি ছাগল পালন ছাগল পালন ছাগলের দানাদার খাবার ছাগলের দানাদার খাবার তৈরি ছাগলের দানাদার খাদ্য তালিকা ছাগলের দানাদার খাবারের তালিকা ছাগলের খাবার তৈরি ছাগলের খাবার খরচ
See also  সেরা দুধ দেওয়া ছাগলের জাত সুরতি: ছাগলের জাত নির্বাচন ছাগল খামার পরিকল্পনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!