ছাগলের খামার করতে কত টাকা লাগবে ও ছাগল পালনে খরচ কত হবে তা নির্ভর করবে ছাগল খামার পরিকল্পনার উপর। কাহারো ক্ষেত্রে ১০ টা ছাগল পালন করতে ৫০ হাজার টাকা লাগতে পারে আবার কাহারো ক্ষেত্রে ১০ টা ছাগল পালন করতে ১ লক্ষ টাকাও লাগতে পারে।
প্রথম অবস্থায় অঅপনি ছাগলের খামার করতে গেলে প্রায় ১০ ধরণের খরচের সম্মুখিন হবেন। সেগুলো হলোঃ
আজকে আমরা আলোচনা করবঃ
১। ছাগলের ঘাস চাষ
ছাগল বা গরু খামার করতে হরে প্রথমেই আপনাকে ঘাস লাগাতে হবে। ঘাস লাগাতে হলে প্রয়োজন জমি। যদি নিজের জমি থাকে তাহলে আপনার অনেক খরচ বেচে যাবে। আর যদি নিজের খুব বেশি জমি না থাকে তবে অবশ্যই জমি লিজ নিতে হবে। জমি লিজ নিতে হলে জমি মালিকে সাথে অবশ্যই লিখিত চুক্তি করে নিবেন। জমি লিজ নিতে বিঘা প্রতি ৫/৬ হাজারও লাগতে পাবে আবার ১০-১৫ হাজার লাগতে পারে অঞ্চল ভেদে।
২। ছাগল পালন প্রশিক্ষণ খরচ
যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ১৫-২০ দিনের একটা প্রশিক্ষণ নিতে হবে। যদিও আপনি প্রশিক্ষণ বিনামূল্যে পাবেন তবুও আপনার অন্যান্য কিছু খরচা লাগবেই হবে। সেটা ৩ হাজার টাকার মাঝেই হয়ে যাবে।
৩। খামার পরিদর্শন খরচ
আপনার এলাকায় বা অন্য কোথাও যেখানে ছাগলের খামার আছে উক্ত ছাগলের খামার পরিদর্শন করা এবং সেখানে সময় কাটিয়ে অভিজ্ঞতা নেওয়া। যদিও একাজে কাউকে টাকা দিতে হবে না হবে যাতায়াত খরচসহ অন্যান্য আনুষাঙ্গিক খরচ ১ থেকে ২ হাজার হতে পারে।
৪। জমি নির্বাচন ও জমি ক্রয় খরচ
জমি নির্বাচন ও জমি ক্রয়। আপনার জদি নিজের জমি না থাকে তবে এখানে জমি ক্রয় খরচ হবে।
৫। বাইন্ডারি বা বেড়া নির্মাণ খরচ
ছাগল খামারটি অবশ্য জমির চারদিকে বাউন্ডারি দিতে হবে। সেটা হতে পারে ইটের গাথুনি বা টিনের বেড়া। সেখানে আপনার খরচ হবেএবং খরচটা নির্ভর করবে জমির পরিমাণ এবং বেড়ার ধরণ এর উপর।
৬। ছাগলের ঘর নির্মাণ খরচ
ছাগলের উপযুক্ত ঘর তৈরি করা। ২০ টি ছাগলের ঘর তৈরি করতে আনুমানিক ৪০ হাজার টাকা খরচ হবে। তবে সেটা নির্ভর করছে ঘরের নকশা ও সুযোগ সুবিধার উপরে। যা কেউ ২০ হাজারে করবে আবার কেউ ২ লাখে। তবে আপনি যতটি ছাগল উঠাবেন তার দ্বিগুণ পশুর ঘর তৈরি করবেন। ছাগল খামারে যে সকল ঘর থাকা প্রয়োজন: (01) প্রজনন উপযোগী ও দুগ্ধবতী ছাগলের ঘর, ব্রুডিং পেন। (02) বাচ্চা ছাগলের ঘর (দুধ ছাড়ানো পর্যন্ত)। (03) মাংস উৎপাদনকারী ছাগলের ঘর (২-৩ মাস বয়স হতে প্রাপ্ত বয়স্ক)। (04) পাঠা ছাগলের ঘর (৩ মাস বয়স হতে সার্ভিসকালীন সময়)। (05) গর্ভবতী ছাগলের ঘর। (06) আইসোলেশন শেড (অসুস্থ ছাগলের জন্য)। (07) কোয়ারেন্টাইন শেড (নতুন ক্রয়কৃত ছাগলের জন্য-ক্রয়ের পর ২ সস্তাহ পর্যন্ত)। (08) দানাদার খাদ্য রাখার ঘর। (09) সবুজ ঘাস ও রাফেজ জাতীয় খাদ্য রাখার ঘর। এখানে ছাগল প্রতি জায়গার পরিমাণ দেওয়া হলো।
ছাগলের প্রকৃতি — প্রয়োজনীয় জায়গার পরিমাণ
বাচ্চা ছাগল —— ০.৩ বর্গমিটার।
পূর্ণ বয়স্ক ছাগল — ১.৫ বর্গমিটার।
গর্ভবর্তী ছাগল — ১.৯ বর্গমিটার।
পাঁঠা ————- ২.৮ বর্গমিটার।
৭। ছাগী ক্রয় খরচ
১০ টা সুস্থ সবল মেয়ে ছাগল কিনতে হবে। যার প্রতিটি ৬-৭ হাজার করে ৬০-৭০ হাজার টাকা খরচ হতে পারে।
৮। ভালো পাঠা কেনার খরচ
উন্নত জাতের একটি সুস্থ সবল পাঠা কেনা যেমন: সিরহি ছাগল। উন্নত জাতের পাঠা নিলে ৩০-৭০ হাজার আর ক্রস নিলে ১০-২৫ হাজার টাকা খরচ হতে পারে।
৯। ছাগলেরর খাবার খরচ
দানাদার খাবার সরবরাহ করা। যা মাস প্রতি ২ থেকেআড়াই হাজার টাকা হতে পারে। যেমন:-
সকাল ৬-৭ টাঃ দৈনিক প্রয়োজনের ১/২ অংশ দানাদার এবং ১/৩ অংশ আঁশ জাতীয় খাদ্য দিতে হবে। প্রথমে দানাদার খাদ্য আলাদা আলাদা পাত্রে এবং পরে আঁশ জাতীয় খাদ্য একত্রে দিতে হবে।
সকাল ৬-৯ টাঃ পাতা সমেত গাছের ডাল ঝুলিয়ে দিতে হবে।
দুপুর – ১২ টাঃ ভাতের মাড় ১/৩ অংশ আঁশ জাতীয় খাদ্য সরবরাহ করতে হবে।
বিকাল- ৪-৫ টাঃ অবশিষ্ট দানাদার খাদ্য পূর্বের ন্যায় সরবরাহ করতে হবে।
সন্ধ্যাঃ সন্ধার পূর্বে ছাগল ঘরে তুলে দিনের অবশিষ্ট ১/৩ অংশ আঁশ জাতীয় খাদ্য সরবরাহ করতে হবে।
১০। চিকিৎসা ও সরঞ্জাম খরচ
চিকিৎসা খরচ, মেডিসিন খরচ, বিদ্যুত খরচ, ছাগলের পানির পাত্র, খাবার পাত্র, অপচয় ইত্যাদি মিলিয়ে ১০ টা ছাগলের পেছনে মাসে গড়ে ৬০০ টাকা।
* ছাগলের খামার করতে কত টাকা লাগবে? এটা কেউ আপনাকে বলে দিতে পাবে না। আপনি যদি অনন্যের দেখানো খরচের হিসাব দেখে খামার শুরু করে দেন পরবর্তীতে আপনি অবশ্যই বিপদে পড়বেন।এখানে খরচের খাত সমূহ এবং ধারণা দেওয়া হলো নিজের পরিকল্পনা উনুযায়ী নিজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। ধন্যবাদ।