
01) যথাসম্ভব উচু ও শুষ্ধ জায়গায় ছাগল খামার স্থাপন করতে হবে, যাতে বন্যার পানি খামারে প্রবেশ করতে না পারে এবং বৃষ্টির পানি জমে না থাকে ৷
02) খোলামেলা এবং প্রচুর আলো বাতাস রয়েছে এমন জায়গায় খামার স্থাপন করা বাঞ্ছনীয়।
03) ঘাস চাষের উপযোগী উর্বর মাটি যেমনঃ দোআঁশ বা বেলে দোআশ মাটিতে খামার স্থাপন করলে ঘাস চাষের সুবিধা হয়।
04) লোকালয় হতে সামান্য দূরে কিন্তু বাজার বা শহরের সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে এমন স্থানে খামার স্থাপন করা উচিৎ। এতে খামারের প্রয়োজনীয় দ্রব্যাদি পরিবহন সহজতর হয়।
05) বিদ্যুতের সুবন্দোবন্ত রয়েছে এমন স্থানে খামার স্থাপন করতে হবে ৷
06) খামারে পানি ও পয়ঃ নিস্কাশনের জন্য প্রয়োজনীয় নালা নর্দমা থাকতে হবে।
07) কাছাকাছি চারণভূমি আছে এমন স্থানে খামার স্থাপন করা লাভজনক |
08) এ ছাড়া জীবন ধারণের আধুনিক সুযোগ সুবিধা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল, সামাজিক অসন্তোষ নেই এমন স্থানে খামার স্থাপন করা বাঞ্ছনীয়।
09) বিশুদ্ধ পানির উৎস বা সরবরাহ রয়েছে এমন স্থানে খামার স্থাপনা করা প্রয়োজন।