Skip to content

 

ছাগলের টিকার দাম? ছাগলের টিকার মূল্য তালিকা 2021 এবং ছাগলের টিকার তালিকা

ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 2321 ছাগলের টিকার দাম? ছাগলের টিকার মূল্য তালিকা 2021 এবং ছাগলের টিকার তালিকা কৃষি ছাগল পালন ছাগল পালন ছাগলের পিপিআর ভ্যাকসিন এর দাম কত? ছাগলের টিকার দাম? ছাগলের টিকার নাম? ছাগলের ভ্যাকসিন দেওয়ার নিয়ম? ছাগলের টিকা দেওয়ার নিয়ম? ছাগলের কি কি টিকা দিতে হয় ছাগলের টিকা প্রদান ছাগলের পি পি আর টিকা ছাগলের পিপিআর রোগের টিকা ছাগলের টিকা সমূহ ছাগলের ভ্যাকসিন তালিকা ছাগলের টিকার তালিকা ছাগলের পিপিআর ভ্যাকসিন ছাগলের ইনজেকশন ছাগলের ভ্যাকসিন এর নাম

আজকে আমরা আলোচনা করবঃ

উল্লিখিত ছাগলের ভ্যাকসিন তালিকার ছাগলের টিকা দেয়ার নিয়ম বা ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়ম দেওয়া হলো:


ছাগলের ভ্যাকসিন তালিকা নং  (01)

ছাগলের টিকার নাম:

তড়কা রোগের টিকা (Anthrax Vaccine)

ছাগলের টিকার দাম:

৫০ টাকা।

ছাগলের টিকা দেয়ার নিয়ম:

⇒ তড়কা টিকা ১০০ মিলি বোতলে তরল অবস্থায় থাকে।
⇒ পশুর ৬ মাস বয়সে প্রথম টিকা দিতে হয়।
⇒ গরু ও মহিষের জন্য টিকার মাত্রা হল ১ মিলি. এবং ছাগল ও ভেড়ার জন্য ০.৫ মিলি।
⇒ ১ বছর অন্তর এ টিকা দিতে হয়।
⇒ এ টিকা পশুর ঘাড়ের/গলার চামড়ার নিচে দিতে হয়।
⇒ তবে ৭ মাসের ঊর্দ্ধ বয়সের গর্ভবতী গরু/মহিষকে দেয়া যাবে না। ছাগল/ভেড়ার ক্ষেত্রে গর্ভধারণের ৩ মাস পরে দেয়া যাবে না।



ছাগলের ভ্যাকসিন তালিকা নং  (02)

ছাগলের টিকার নাম:

গলাফুলা রেগের টিকা (Haemorrahagic Septicemia vaccine)

ছাগলের টিকার দাম:

৩০ টাকা।

ছাগলের টিকা দেয়ার নিয়ম:

⇒ গলাফুলা টিকা ১০০ মিলি তরল অবস্থায় বোতলে থাকে।
⇒ পশুর ৬ মাস বয়সে প্রথম টিকা দিতে হয়।
⇒ গরু ও মহিষের জন্য টিকার মাত্রা হল ২ মিলি. এবং ছাগল ও ভেড়ার জন্য ১ মিলি।
⇒ প্রতি ৬ মাস অন্তর টিকা দিতে হয়।
⇒ এ টিকাও পশুর ঘাড়ের চামড়ার নিচে দিতে হয়।



ছাগলের ভ্যাকসিন তালিকা নং  (03)

ছাগলের টিকার নাম:

বাদলা রোগের টিকা (Black Quarter Vaccine)

ছাগলের টিকার দাম:

৩০ টাকা।

ছাগলের টিকা দেয়ার নিয়ম:

⇒ বাদলা রোগের টিকা ১০০ মিলি তরল অবস্থায় বোতলে থাকে।⇒ পশুর ৬ মাস বয়সে প্রথম টিকা দিতে হয়।⇒ গরু ও মহিষের জন্য মাত্রা হল ৫ মিলি এবং ছাগল ও ভেড়ার জন্য ২ মিলি।⇒ প্রতি ৬ মাস অন্তর টিকা দিতে হয়।⇒ এ টিকা পশুর ঘাড়ের চামড়ার নিচে দিতে হয়⇒ তবে এ রোগের টিকা ২.৫-৩ বছর পরে আর গরু/ মহিষকে দেয়ার প্রয়োজন হয় না।



ছাগলের ভ্যাকসিন তালিকা নং  (04)

ছাগলের টিকার নাম:

ক্ষুরা রোগের টিকা (Foot & Mouth Disease Vaccine)

ছাগলের টিকার দাম:

ট্রাইভ্যালেন্ট= ১৬০ টাকা।

বাইভ্যালেন্ট/মনোভ্যালেন্ট= ৯৬ টাকা।

ছাগলের টিকা দেয়ার নিয়ম:

⇒ ক্ষুরা রোগের টিকা বোতলে তরল অবস্থায় থাকে।
⇒ পশুর ৪ মাস বয়সে প্রথম টিকা দিতে হয়।
⇒ এ রোগের বিভিন্ন স্ট্রেইনের জন্য বিভিন্ন ভ্যাকসিন পাওয়া যায় যেমন- মনোভ্যালেন্ট, বাইভ্যালেন্ট ও ট্রাইভ্যালেন্ট, ইত্যাদি।
⇒ গরু ও মহিষের জন্য ভ্যাকসিনের মাত্রা মনো হলে ৩, বাই হলে ৬ এবং ট্রাই হলে ৯ মিলি এবং ছাগল ও ভেড়ার জন্য গরুর অর্ধেক ডোজ দিতে হয়।
⇒ প্রতি ৪ মাস অন্তর টিকা দিতে হয়।
⇒ এ টিকা পশুর ঘাড়ের চামড়ার নিচে দিতে হয়।
⇒ গর্ভবতী পশুকেও এ টিকা দেয়া যায়।



ছাগলের ভ্যাকসিন তালিকা নং  (05)

ছাগলের টিকার নাম:

জলাতঙ্ক রোগের টিকা (Rabies Vaccine)

ছাগলের টিকার দাম:

হেপ: ২৫ টাকা।

লেপ: ২৫ টাকা।

ছাগলের টিকা দেয়ার নিয়ম:

⇒ জলাতঙ্কের জন্য দুই ধরনের টিকা পাওয়া যায়, যথা: HEP and LEP।
⇒ জলাতঙ্ক রোগের টিকা ভায়ালে বা এম্পুলে হিমশুষ্ক অবস্থায় থাকে।
⇒ ভায়ালের টিকা ৩ মিলি বিশুদ্ধ (Distilled water) পানিতে মিশিয়ে সম্পূর্ণ টিকা মাংসপেশীতে ইনজেকশন করতে হয়।
⇒ HEP (GBP Bwc) টিকা বিশুদ্ধ পানিতে মিশিয়ে ১.৫ মিলি পরিমাণ গরু ও মহিষের ৬ মাস বয়সে মাংসপেশীতে ইনজেকশন করতে হয়।
⇒ LEP (GI Bwc) কুকুরের ৩ মাস বয়সে প্রথম এবং প্রতি বছর একই নিয়মে এ টিকা (৩.০ মিলি) দিতে হয়।⇒ এছাড়াও পশুকে কুকুরে কামড়ানোর পরে পোস্ট এক্সপোসার ভ্যাকসিন এআরভি (Anti Rabies vaccine/ ARV) দিতে হয়।
⇒ বেসরকারি ওষুধ কোম্পানির রেবিসিন (Rabisin) ভ্যাকসিন পাওয়া যায়।
⇒ মাত্রা হলো ১ম দিনে ৪ মিলি ৪ স্থানে ১ মিলি করে, ৭ম দিনে ৩ মিলি ৩ স্থানে ১ মিলি করে এবং ২১তম দিনে ৩ স্থানে ১ মিলি করে ৩ মিলি মাংসে দিতে হয়।



ছাগলের ভ্যাকসিন তালিকা নং  (06)

ছাগলের টিকার নাম:

ছাগলের বসন্তের টিকা (Goat pox vaccine)

ছাগলের টিকার দাম:

২০ টাকা।

ছাগলের টিকা দেয়ার নিয়ম:

⇒ ছাগলের বসন্তের টিকা ভায়ালে হিমায়িত অবস্থায় থাকে।
⇒ ভায়ালের সাথে বিশুদ্ধ পানি থাকে।
⇒ পানিতে এ টিকা গুলে ২ মিলি প্রতি ছাগলের লেজের গোড়াতে ত্বকের নিচে ইনজেকশন করতে হয়।
⇒ ছাগলের ৫ মাস বয়সে প্রথম এ টিকা দিতে হয়।



ছাগলের ভ্যাকসিন তালিকা নং  (07)

ছাগলের টিকার নাম:

ছাগলের পিপিআর টিকা (PPR Vaccine)

ছাগলের টিকার দাম:

৫০ টাকা।

ছাগলের টিকা দেয়ার নিয়ম:

⇒ ছাগলের পিপিআর ভ্যাকসিন ভায়ালে হিমায়িত অবস্থায় থাকে। ভায়ালের সাথে ১০০মিলি ডাইলুয়েন্ট থাকে।
⇒ এ টিকা সরবরাহকৃত ডাইলুয়েন্টের ভেতর ভালো করে মিশিয়ে প্রতিটি ছাগলকে ঘাড়ের চামড়ার নীচে ১ মিলি ইনজেকশন করে দিতে হয়।
⇒ ছাগলের ৩ মাস বয়সে প্রথম এ টিকা দিতে হয়।
⇒ এ টিকা ছয় মাস অন্তর দিতে হয়।
⇒ গর্ভবতী ছাগলকেও এ টিকা দেওয়া যায় চার মাস গাভিন না দেয়াই ভালো।



(টিকার মূল্য যেকোন সময় পরিবর্ত হতে পারে, এই টিকা মূল্য তালিকা ২০২১ থেকে নেওয়া)

By- ড. মো: জালাল উদ্দিন সরদার

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!