
পি.পি.আর টিকাঃ
(01) এই টিকা ১ সিসি পরিমাণ এটি চামড়ার নিচে দিতে হয়।
(02) এই টিকা ৬ মাস পর্যন্ত ছাগলকে সুরক্ষা দিয়ে থাকে।
(03) ছাগলের বাচ্চার বয়স ২ মাস হলেই এ টীকা দেওয়া যাবে।
(04) প্রথম টিকা দেওয়ার ৬ মাস পর বুস্টার ডোজ দিতে হবে।
(05) এর পর থেকে বছরে এক বার করে দিতে হবে।
এ্যানথাক্স বা তড়কা টিকাঃ
(01) এই টিকা ১/২ সিসি পরিমাণ এটি চামড়ার নিচে দিতে হয়।
(02) এই টিকা ১২ মাস পর্যন্ত ছাগলকে সুরক্ষা দিয়ে থাকে।
(03) ছাগলের বাচ্চার বয়স ২ মাস হলেই এ টীকা দেওয়া যায়।
(04) প্যাগনেন্ট ছাগলকে এই টিকা দেওয়া যাবে না।
ক্ষুরা রোগ বা এফ.এম.ডি টিকাঃ
(01) এই টিকা চামড়ার নিচে মনোভ্যলেন্ট ১ সিসি, বাইভ্যালেন্ট: ২ সিসি, ট্রাইভ্যালেন্ট ৩ সিসি পরিমাণ দিতে হয়।
(02) এই টিকা ৬ মাস পর্যন্ত ছাগলকে সুরক্ষা দিয়ে থাকে।
(03) ছাগলের বাচ্চার বয়স ৪ মাস হলেই এ টীকা দেওয়া যায়।\
(04) গর্ভবতী ছাগলকে টিকাটি দেওয়া যাবে।
ছাগলের কৃমি ট্যাবলেট খাওয়ার কত দিন পর পি পি আর ভেকসিন দেওয়া যাবে
ছাগলের কৃমি ট্যাবলেট খাওয়ার কত দিন পর পি পি আর ভেকসিন দেওয়া যাবে