Skip to content

 

ছাগলের বয়স জানার উপায়? chagol palon bangla

ছাগলের বয়স জানার উপায় chagol palon bangla

গরু ছাগল পালন করার জন্য এদের বয়স জানা দরকার। পশুর রোগ নির্ণয়, চিকিৎসা, ঔষধ প্রয়োগ, উৎপাদনের দক্ষতা প্রভৃতি বিষয়ের জন্যও পশুর সঠিক বয়স জানা জরুরী। পশুর বয়স আমরা ৩ ভাবে বের করতে পারি।

 

০১। দাঁত দেখে বয়স নির্ণয়।

 

০২। শিং দেখে বয়স নির্ণয়।

 

০৩। জন্মতারিখ দেখে বয়স নির্ণয়।

ছাগলের বয়স জানার উপায় chagol palon bangla
দাঁত দেখে বয়স নির্ণয়ঃ

আমাদের দেশে দাঁত দেখে পশুর বয়স নির্ণয় একটি প্রচলিত ও সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে পশুর বয়স সম্পর্কে প্রাথমিক ধারনা পাওয়া যায়। গবাদীপশুর দুই ধরনের দাঁত থাকে।

ক) অস্থায়ী দাঁত।

খ) স্থায়ী দাঁত।

 

অস্থায়ী দাঁতঃ

গরু, মহিষ, ছাগল, ভেড়ার অস্থায়ী দাঁতের সংখ্যা ২০টি। এর মধ্যে ৮টি কর্তন দাঁত। ১-১.৫ বছর পর থেকে অস্থায়ী দাঁত বাড়া শুরু করে। অস্থায়ী দুধের দাঁত সবগুলো থাকলে ছাগলের বয়স ১২ মাসের নিচে। মাঝের এক জোড়া স্থায়ী দাঁত উঠলে ছাগলের বয়স ১২ থেকে ১৫ মাস। দুই জোড়া স্থায়ী দাঁত উঠলে ছাগলের বয়স ১৬ থেকে ২৪ মাস। তিন জোড়া স্থায়ী দাঁত উঠলে ছাগলের বয়স ২৫ থেকে ৩৬ মাস। চার জোড়া স্থায়ী দাঁত উঠলে ছাগলের বয়স ৩৭ মাস থেকে ঊর্ধে হবে।

 

স্থায়ী দাঁতঃ

গরু ছাগলের স্থায়ী দাঁতের সংখ্যা ৩২টি।

 

ক) জন্মের ১মাসের মধ্যে ৮টি অস্থায়ী কর্তন (ইনসাইজার) দাঁত গজায়।

 

খ) ১৬ থেকে ২৪ মাস বয়সে ১ম জোড়া (২টি), অস্থায়ী কর্তন দাঁত পড়ে যায় এবং ২টি স্থায়ী কর্তন দাঁত গজায়। (ছাগল ১৪-১৬

মাস)।

 

গ) পশুর ১৭ থেকে ৩৩ মাস বয়সে ২য় জোড়া অস্থায়ী কর্তন দাঁত পড়ে যায় এবং পুনরায় ২টি স্থায়ী কর্তন দাঁত গজায়। (ছাগল

See also  ছাগলের খামার করার নিয়ম? ছাগলের খামার করার উপায়?

১৮-২১মাস)।

 

ঘ) ২২ থেকে ৪০ মাস বয়সে তৃতীয় জোড়া অস্থায়ী কর্তন দাঁত পড়ে যায় এবং পুনরায় তৃতীয় জোড়া স্থায়ী কর্তন দাঁত গজায়।

(ছাগল ২৬-২৮মাস)।

 

ঙ) ৩২ থেকে ৪৪ মাস বয়সে ৪র্থ জোড়া অস্থায়ী কর্তন দাঁত পড়ে যায় এবং পুনরায় ৪র্থ জোড়া স্থায়ী কর্তন দাঁত গজায়। (ছাগল ৩ বছর বয়সে)।

শিং দেখে ছাগলের বয়স জানার উপায় chagol palon bangla
শিং দেখে বয়স নির্ণয়ঃ

বয়স নির্ণয় করার ইহা একটি সহজ পদ্ধতি। তবে অনেক ক্ষেত্রে সঠিকভাবে শিং না গজানোর জন্য বা ছোট থাকার জন্য বয়স ঠিকভাবে নির্ণয় করা যায় না। সেইক্ষেত্রে অনেকটা অনুমান করে বয়স ধরা হয়। শিংয়ে সাধারণত ২-২.৫ বছর বয়সে প্রথম ১টি গোলাকৃতি রিং দৃষ্টি গোচর হয়। পরবর্তী প্রতি ১ বছর পর পর ১টি করে গোলাকৃতি রিং দৃষ্টিগোচর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!