আজকে আমরা আলোচনা করবঃ
গোট পক্স কি?
⇒ গোটপক্স হচ্ছে ছাগলের একটি অন্যতম মারাতুকভাইরাসজনিত ছোঁয়াচে সংক্রামক রোগ | যেই রোগকে বাংলাতে বসন্ত বলা হয়। এ রোগে বাচ্চা ছাগলের মৃত্যুর হার ৮০% থেকে ১০০% হয়ে থাকে ও সুপ্তিকাল ২-১৪ দিন হয়।

কোন কোন গবাদি পশুর এই রোগ হয়?
⇒ সাধারণত ভেড়া এবং ছাগলের এই গোট পক্স বা বসন্তের রোগ বেশি হয়ে থাকে। খামারে এই রোগ দেখা দিলে দ্রুত না নিলে পুরো খামারে রোগটি ছড়িয়ে পড়ে।

ক্লিনিকাল লক্ষণগুলি কি কি?
⇒ আক্রান্ত ছাগলের সারা শরীরে ফোস্কা পড়ে। সাধারণতঃ মুখের চারপাশে, নাকের বহির্ভাগ বা মাজলে, মাথায়, ঘাডড়ে, কানে, উদরে, মুখের ভিতরে দাঁতের মাড়িতে, কানে, গলায়, ওলানে ও বাঁটে, পশম কম এমন জায়গায়,অণ্ডকোষ বা ভালভার মধ্যবর্তী অঞ্চল, উরুর অভ্যন্তরীণ দিক, মলদ্বার এবং লেজ এর নীচে বসন্তের গুটি বা ফোস্কা বেশি দেখা যায়। এ রোগে ছাগলের চামড়া নষ্ট হয়ে যায়।
⇒ শ্বাসকষ্ট হতে পারে।
⇒ হালকা জ্বর হওয়া স্বাভাবিক।
⇒ চোখ ও নাক দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে লালা ঝরে।

বসন্তের রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা বা টিকা ব্যবস্থাপনা কেমন হবে?
⇒ বাচ্চার বয়স ৫ মাস হলে তাদেরকে অবশ্যই টিকা দিবেন।
⇒ খামারের সমস্ত ছাগলকে একসাথে টিকা প্রদান করবেন।
⇒ খামারে নতুন পশু ক্রয় করলে অন্তত ১৫ দিন কোরেন্টাইন এ রাখবেন তারপর টিকা দিবেন।

টিকা দেওয়ার পূর্ব সচেতনতা কি কি?
⇒ ভেক্সিনটিকে -২০ সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।
⇒ অসুস্থতা ছাগলকে গোট পক্স এর টিকা না দেয়াই উত্তম। কারণ এতে টিকাকৃত ছাগলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না।
⇒ পিপিআর রোগ থেকে সদ্য নিরাময় হওয়া ছাগলকে টিকা দেওয়া উচিত না।
⇒ ভেক্সিনটিকে -২০ সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।
⇒ অসুস্থতা ছাগলকে গোট পক্স এর টিকা না দেয়াই উত্তম। কারণ এতে টিকাকৃত ছাগলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না।
⇒ পিপিআর রোগ থেকে সদ্য নিরাময় হওয়া ছাগলকে টিকা দেওয়া উচিত না।
কিভাবে চিকিৎসা করবেন?
⇒ বসন্ত রোগ দেখা দিলে একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী বসন্ত আক্রান্ত ছাগলকে চিকিৎসা প্রদান করতে হবে।
⇒ আক্রান্ত ক্ষতে এন্টিবায়োটিক পাউডার বা কর্টিসোন ক্রিম লাগানো যেতে পারে |
⇒ রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে অসুস্থ ছাগলকে পাল থেকে আলাদা করে ফেলতে বে ।
⇒ সুস্থ ছাগলকে গোট পক্স টিকা প্রদান করতে হবে ।