Skip to content

 

ছাগলের বসন্ত রোগ গোট পক্স ভ্যাকসিন? রোগের লক্ষণগুলি কি? কিভাবে চিকিৎসা করবেন?

ছাগলের বসন্ত রোগ ছাগলের বসন্ত রোগের টিকা ছাগলের রোগের চিকিৎসা ছাগলের রোগ কয় ধরনের ছাগলের রোগের ওষুধ ছাগলের রোগ সমূহ ছাগলের রোগের চিকিৎসা

গোট পক্স কি?

⇒ গোটপক্স হচ্ছে ছাগলের একটি অন্যতম মারাতুকভাইরাসজনিত ছোঁয়াচে সংক্রামক রোগ | যেই রোগকে বাংলাতে বসন্ত বলা হয়। এ রোগে বাচ্চা ছাগলের মৃত্যুর হার ৮০% থেকে ১০০% হয়ে থাকে ও সুপ্তিকাল ২-১৪ দিন হয়।

ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 213 1 1 ছাগলের বসন্ত রোগ গোট পক্স ভ্যাকসিন? রোগের লক্ষণগুলি কি? কিভাবে চিকিৎসা করবেন? কৃষি ছাগল পালন ছাগল পালন ছাগলের বসন্ত রোগ ছাগলের বসন্ত রোগের টিকা ছাগলের রোগের চিকিৎসা ছাগলের রোগ কয় ধরনের ছাগলের রোগের ওষুধ ছাগলের রোগ সমূহ ছাগলের রোগের চিকিৎসা

কোন কোন গবাদি পশুর এই রোগ হয়?

⇒ সাধারণত ভেড়া এবং ছাগলের এই গোট পক্স বা বসন্তের রোগ বেশি হয়ে থাকে। খামারে এই রোগ দেখা দিলে দ্রুত না নিলে পুরো খামারে রোগটি ছড়িয়ে পড়ে।

ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 61 ছাগলের বসন্ত রোগ গোট পক্স ভ্যাকসিন? রোগের লক্ষণগুলি কি? কিভাবে চিকিৎসা করবেন? কৃষি ছাগল পালন ছাগল পালন ছাগলের বসন্ত রোগ ছাগলের বসন্ত রোগের টিকা ছাগলের রোগের চিকিৎসা ছাগলের রোগ কয় ধরনের ছাগলের রোগের ওষুধ ছাগলের রোগ সমূহ ছাগলের রোগের চিকিৎসা

ক্লিনিকাল লক্ষণগুলি কি কি?

⇒ আক্রান্ত ছাগলের সারা শরীরে ফোস্কা পড়ে। সাধারণতঃ মুখের চারপাশে, নাকের বহির্ভাগ বা মাজলে, মাথায়, ঘাডড়ে, কানে, উদরে, মুখের ভিতরে দাঁতের মাড়িতে, কানে, গলায়, ওলানে ও বাঁটে, পশম কম এমন জায়গায়,অণ্ডকোষ বা ভালভার মধ্যবর্তী অঞ্চল, উরুর অভ্যন্তরীণ দিক, মলদ্বার এবং লেজ এর নীচে বসন্তের গুটি বা ফোস্কা বেশি দেখা যায়। এ রোগে ছাগলের চামড়া নষ্ট হয়ে যায়।

⇒ শ্বাসকষ্ট হতে পারে।

⇒ হালকা জ্বর হওয়া স্বাভাবিক।

⇒ চোখ ও নাক দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে লালা ঝরে।

ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 23 ছাগলের বসন্ত রোগ গোট পক্স ভ্যাকসিন? রোগের লক্ষণগুলি কি? কিভাবে চিকিৎসা করবেন? কৃষি ছাগল পালন ছাগল পালন ছাগলের বসন্ত রোগ ছাগলের বসন্ত রোগের টিকা ছাগলের রোগের চিকিৎসা ছাগলের রোগ কয় ধরনের ছাগলের রোগের ওষুধ ছাগলের রোগ সমূহ ছাগলের রোগের চিকিৎসা

বসন্তের  রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা বা টিকা ব্যবস্থাপনা কেমন হবে?

⇒ বাচ্চার বয়স ৫ মাস হলে তাদেরকে অবশ্যই টিকা দিবেন।

⇒ খামারের সমস্ত ছাগলকে একসাথে টিকা প্রদান করবেন।

⇒ খামারে নতুন পশু ক্রয় করলে অন্তত ১৫ দিন কোরেন্টাইন এ রাখবেন তারপর টিকা দিবেন।

ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 60 ছাগলের বসন্ত রোগ গোট পক্স ভ্যাকসিন? রোগের লক্ষণগুলি কি? কিভাবে চিকিৎসা করবেন? কৃষি ছাগল পালন ছাগল পালন ছাগলের বসন্ত রোগ ছাগলের বসন্ত রোগের টিকা ছাগলের রোগের চিকিৎসা ছাগলের রোগ কয় ধরনের ছাগলের রোগের ওষুধ ছাগলের রোগ সমূহ ছাগলের রোগের চিকিৎসা

টিকা দেওয়ার পূর্ব সচেতনতা কি কি?

⇒ ভেক্সিনটিকে -২০ সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

⇒ অসুস্থতা ছাগলকে গোট পক্স এর টিকা না দেয়াই উত্তম। কারণ এতে টিকাকৃত ছাগলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না।

⇒ পিপিআর রোগ থেকে সদ্য নিরাময় হওয়া ছাগলকে টিকা দেওয়া উচিত না।

⇒ ভেক্সিনটিকে -২০ সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

⇒ অসুস্থতা ছাগলকে গোট পক্স এর টিকা না দেয়াই উত্তম। কারণ এতে টিকাকৃত ছাগলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না।

⇒ পিপিআর রোগ থেকে সদ্য নিরাময় হওয়া ছাগলকে টিকা দেওয়া উচিত না।

ছাগল পালন পদ্ধতি খামারিয়ান ছাগলের খামার ছাগল পালন প্রশিক্ষণ chagol palon training chagoler khamar chagol farm sagol Khamarian 59 ছাগলের বসন্ত রোগ গোট পক্স ভ্যাকসিন? রোগের লক্ষণগুলি কি? কিভাবে চিকিৎসা করবেন? কৃষি ছাগল পালন ছাগল পালন ছাগলের বসন্ত রোগ ছাগলের বসন্ত রোগের টিকা ছাগলের রোগের চিকিৎসা ছাগলের রোগ কয় ধরনের ছাগলের রোগের ওষুধ ছাগলের রোগ সমূহ ছাগলের রোগের চিকিৎসা

 

কিভাবে চিকিৎসা করবেন?

⇒ বসন্ত রোগ দেখা দিলে একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী বসন্ত আক্রান্ত ছাগলকে চিকিৎসা প্রদান করতে হবে।

⇒ আক্রান্ত ক্ষতে এন্টিবায়োটিক পাউডার বা কর্টিসোন ক্রিম লাগানো যেতে পারে |

⇒ রোগের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে অসুস্থ ছাগলকে পাল থেকে আলাদা করে ফেলতে বে ।

⇒ সুস্থ ছাগলকে গোট পক্স টিকা প্রদান করতে হবে ।

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!