
ছাগলের রোগের নাম ও রোগের টিকা দেওয়ার সময়সূচীঃ
০১
রোগের নামঃ অ্যানথ্রাক্স।
প্রাথমিক টিকাঃ ছাগল বা ভেড়ার জন্য 6 মাস বয়সে।
নিয়মিত টিকাদানঃ বার্ষিক একবার (কেবলমাত্র ক্ষতিগ্রস্থ অঞ্চলে)।
০২
রোগের নামঃ হেমোর্র্যাজিক সেপ্টিসেমিয়া (এইচএস)।
প্রাথমিক টিকাঃ ছাগল বা ভেড়ার জন্য 6 মাস বয়সে।
নিয়মিত টিকাদানঃ বার্ষিক একবার বর্ষার আগে।
০৩
রোগের নামঃ এন্টারোটোক্সেমিয়া।
প্রাথমিক টিকাঃ বেড়ে ওঠা বাচ্চাদের সাধারণত ছয় থেকে 10 সপ্তাহ বয়সে প্রথমবারের জন্য টিকা দেওয়া হয় এবং পরে এক থেকে দু‘বার পুনরায় (বুস্টার) টিকা দেওয়া হয়।
নিয়মিত টিকাদানঃ বর্ষার আগে (মে মাসে)। প্রথম টিকা দেওয়ার 15 দিনের পরে বুস্টার টিকা দিন।
০৪
রোগের নামঃ ব্ল্যাক কোয়ার্টার (বিকিউ)।
প্রাথমিক টিকাঃ ছাগল বা ভেড়ার জন্য 6 মাস বয়সে।
নিয়মিত টিকাদানঃ বার্ষিক একবার (বর্ষার আগে)।
০৫
রোগের নামঃ পিপিআর।
প্রাথমিক টিকাঃ ছাগল বা ভেড়ার জন্য 3 মাস বয়সে।
নিয়মিত টিকাদানঃ একবার তিন বছরে।
০৬
রোগের নামঃ ক্ষুরা রোগ (এফএমডি)।
প্রাথমিক টিকাঃ ছাগল বা ভেড়ার 4 মাস বয়সে।
নিয়মিত টিকাদানঃ এক বছরে দু‘বার (সেপ্টেম্বর ও মার্চ)।
০৭
রোগের নামঃ গোট পক্স (বসন্ত)।
প্রাথমিক টিকাঃ 3 মাস বয়সে বা তার উপরে বাচ্চার জন্য।
নিয়মিত টিকাদানঃ বার্ষিক একবার (ডিসেম্বর মাস)।
০৮
রোগের নামঃ সি.সি.পি.পি।
প্রাথমিক টিকাঃ 3 মাস বা তার বেশি বাচ্চা বা মেষশাবকের জন্য বয়সে।
নিয়মিত টিকাদানঃ বার্ষিক একবার (জানুয়ারী মাস)।
সূত্র: ডাঃ জে তমিজ কুমার, পশুচিকিৎসক