Skip to content

 

ছাগল কোরবানির নিয়ম

ছাগল কোরবানির নিয়ম কোরবানির ছাগল কুরবানির ছাগল ছাগলের কুরবানি chagol qurbani ছাগল কোরবানি ছাগল কুরবানির নিয়ম ছাগল কুরবানী ছাগল দিয়ে কুরবানী ছাগল কোরবানির দোয়া কোরবানির ছাগল জবাই

⇒ কোরবানির জন্য ছাগল এর বয়স এক বছর হতে হয়।

⇒ ছাগল নর-মাদি যা-ই হোক না, তা দ্বারা কোরবানি হবে।

⇒ কোরবানির ছাগল তরতাজা ও হৃষ্টপুষ্ট হওয়া উত্তম।

⇒ কোনো খুঁত থাকলে সে ছাগল দ্বারা কোরবানি আদায় হবে না

⇒ কোরবানির ছাগল যেকোনো মুসলমান জবাই করতে পারেন।

⇒ নিজের কোরবানির ছাগল নিজেই জবাই করা উত্তম। দোয়া জানা জরুরি নয়।

⇒ নিজে জবাই করতে না পারলে যেকোনো কাউকে দিয়ে ছাগল জবাই করাতে পারেন। জবাইয়ের সময় নিজে উপস্থিত থাকতে পারলে ভালো।

⇒ কোরবানি ও আকিকা একসঙ্গে করতে কোনো বাধা নেই। ওয়াজিব ও নফল কোরবানির গোশত খাওয়া যায় এবং খাওয়ানো যায়; এটি সবাই খেতে পারেন। উত্তম হলো তিন ভাগের এক ভাগ আত্মীয়স্বজনকে দেওয়া, তিন ভাগের এক ভাগ গরিব পাড়া-প্রতিবেশীদের দেওয়া এবং তিন ভাগের এক ভাগ নিজের পরিবারের জন্য রাখা। আরও বেশি দিলে আরও ভালো। প্রয়োজনে সম্পূর্ণটা রেখে দিলেও ক্ষতি নেই।

⇒ কোরবানির ছাগল কেনার আগে দেখেশুনে, জেনে বুঝে কিনতে হবে।কখনো পশুর মাধ্যমে রোগবালাই ছড়াতে পারে। যেমন অ্যানথ্রাক্স বা কাঁপুনি রোগ ইত্যাদি।

ছাগল কোরবানির নিয়ম  কোরবানির ছাগল  কুরবানির ছাগল  ছাগলের কুরবানি  chagol qurbani  ছাগল কোরবানি  ছাগল কুরবানির নিয়ম  ছাগল কুরবানী  ছাগল দিয়ে কুরবানী  ছাগল কোরবানির দোয়া  কোরবানির ছাগল জবাই

⇒ ছাগলের দৃষ্টিশক্তি না থাকা।

⇒ ছাগলের শ্রবণশক্তি না থাকা।

⇒ ছাগল অত্যন্ত দুর্বল ও জীর্ণ-শীর্ণ হওয়া।

⇒ এই পরিমাণ লেংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম।

⇒ ছাগলের লেজের বেশির ভাগ অংশ কাটা।

⇒ ছাগলের জন্মগতভাবে কান না থাকা।

⇒ ছাগলের কানের বেশির ভাগ কাটা।

See also  ভালো ছাগল চেনার উপায়ঃ আধুনিক ও উন্নমানের ছাগলের খামার করতে আদর্শ দুধের ছাগী নির্বাচন কিভাবে? উন্নত গুনাগুন সম্পন্ন ছাগল নির্বাচন কৌশল।

⇒ ছাগলের গোড়াসহ শিং উপড়ে যাওয়া।

⇒ ছাগলের পাগল হওয়ার কারণে ঘাস-পানি ঠিকমতো না খাওয়া।

⇒ ছাগলের বেশির ভাগ দাঁত না থাকা।

⇒ রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া।

⇒  ছাগলের দুটি দুধের যেকোনো একটি কাটা।

এক কথায় ত্রুটিমুক্ত ছাগল দিয়ে কোরবানি দিতে হবে।

⇒ ছাগলপাগল, তবে ঘাস-পানি ঠিকমতো খায়।

⇒ ছাগলের লেজ বা কানের কিছু অংশ কাটা, তবে বেশির ভাগ অংশ আছে।

⇒ ছাগলের জন্মগতভাবে শিং নেই।

⇒ ছাগলের শিং আছে, তবে ভাঙা।

⇒ ছাগলের কান আছে, তবে ছোট।

⇒ ছাগলের একটি পা ভাঙা, তবে তিন পা দিয়ে সে চলতে পারে।

⇒ ছাগলের গায়ে চর্মরোগ।

⇒ কিছু দাঁত নেই, তবে বেশির ভাগ আছে। স্বভাবগত এক অণ্ডকোষবিশিষ্ট পশু।

⇒ ছাগল বয়োবৃদ্ধ হওয়ার কারণে বাচ্চা জন্মদানে অক্ষম।

⇒ পুরুষাঙ্গ কেটে যাওয়ার কারণে সঙ্গমে অক্ষম।

তবে ত্রুটিযুক্ত ছাগল দ্বারা কোরবানি দেওয়া অনুচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!