Skip to content

 

ছাগল গর্ভবতী হওয়া লক্ষণ? গর্ভবতী ছাগল চেনার উপায়? গর্ভবতী ছাগলের লক্ষণ

ছাগল গর্ভবতী হওয়ার লক্ষণ ছাগলের গর্ভ পরীক্ষা গর্ভবতী ছাগল চেনার উপায় গর্ভবতী ছাগলের লক্ষণ গর্ভবতী ছাগল ছাগলের গর্ভকালীন সময় কতদিন ছাগলের গর্ভকাল ছাগলের গর্ভকালীন সময়

গর্ভবতী ছাগল চেনার উপায় কি? ছাগল গর্ভবতী হওয়া লক্ষণ গুলো কি কি?

সাধারণত ব্রীডিং করানোরএকমাস পর থেকে আপনারা লক্ষণগুলো বুঝতে পারবেন যে লক্ষণগুলো হলোঃ

• ছাগলকে ব্রীডিং দেওয়ার 21 দিনের মধ্যে যদি ছাগল পুনরায় হিটে আসে তাহলে বুঝতে হবে ছাগলের ব্রীডিং সঠিক হয়নি এবং পুনরায় আবার তাকে প্রজননে দিতে হবে। ব্রীডিং দেওয়ার একদিনের মধ্যে যদি ছাগল হিটে না আসে তাহলে বুঝতে হবে ছাগলটি প্রেগনেন্ট রয়েছে।

• ছাগল গর্ভবতী হলে ছাগলের পেট উচু হতে থাকবে।

• ছাগলের খাবার রুচি আগের তুলনায় বেশি হবে ছাগলের পানি এবং খাবার গ্রহণের হার বৃদ্ধি পাবে। তার খাওয়া-দাওয়ার দিকে ভালো করে নজর রাখতে হবে ভিটামিন ক্যালসিয়াম ভালো করে দিতে হবে যেন কোনো ছাগলটি রোগে আক্রান্ত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

• ছাগল গর্ভবতী হলে শরীরে মেদ জমতে থাকবে।

• ছাগলের দুধের ওলান ধীরে ধীরে বড় হওয়া শুরু হবে। সাধারণ দৃষ্টিতে ছাগী গর্ভবতী হলে দুই থেকে আড়াই মাস হলেই ওলান বড় হতে থাকবে।

• সবসময় একলা জায়গায় একলা থাকতে চেষ্টা করবে।

• সে কোন ছাগলের মাঝে আসার জন্য ভয় পাবে।

• ছাগীর শরীর চকচকে দেখাবে।

• সাধারনত ছাগলের গর্ভধারণের সময়কাল 5 মাস অবধি থাকে। সাধারণ গর্ভকালীন সময়কাল প্রায় 145 থেকে 155 দিন।

যদি আপনাদের ফার্মের ব্রীডিং দেওয়ার পর এই ধরনের লক্ষণগুলো দেখা যায় তাহলে বুঝতে হবে ছাগলটি প্রেগনেন্ট হয়েছে।

ছাগল গর্ভবতী হওয়ার লক্ষণ  ছাগলের গর্ভ পরীক্ষা  গর্ভবতী ছাগল চেনার উপায়  গর্ভবতী ছাগলের লক্ষণ  গর্ভবতী ছাগল  ছাগলের গর্ভকালীন সময় কতদিন  ছাগলের গর্ভকাল  ছাগলের গর্ভকালীন সময়

ছাগলের গর্ভ পরীক্ষা ছাগলের ৫ টিপ্রেগনেন্সি টেস্ট

১। ল্যাপারোটমি পরীক্ষা:

৫ সপ্তাহ গাভীন অবস্থায় ৯০ থেকে ৯৫ শতাংশ কাযর্করী।

২। ল্যাপারোসকপি বা এন্ডোস্কোপি পরীক্ষা:

See also  রাম ছাগলের বৈশিষ্ট্য? যমুনাপাড়ি ছাগল চেনার উপায়?

৪০ দিন গাভীন অবস্থায়ও কাজ দেয় ভালভাবে।

৩। আলট্রাসনিক পরীক্ষা:

যেহেতু সঙ্গে সঙ্গে ফল দেয়, সেহেতু এটি বেশি গ্রহনযোগ্য।

৪। বেবি চেক কিডস দিয়ে গর্ভবতী পরীক্ষা:

ছাগলের গর্ভধারন কাল ১৪৫ থেকে ১৫০ দিনের মধ্যে বাচ্চা না হলে ছাগলটি গরম/উত্তেজিত হচ্ছে কিনা তা ভালভাবে দেখতে হবে।

৫। হাতের মাধ্যমে সরঞ্জামবিহীন পরীক্ষা:

ছাগলের ডানদিকে নিচে আপনাকে হাত রাখতে হবে এবং ধীরে ধীরে ছাগলের পেটে প্রেসার দিয়ে দেখতে হবে আপনার হাতে কিছু লাগে কি লাগে না যদি আপনাদের হাতে কিছু লাগে যদি আপনারা অনুভব করতে পারেন তাহলে পেটের ভেতর কিছু রয়েছে তাহলে বুঝতে হবে ছাগলটি প্রেগনেন্ট হয়েছে। কত দিনের প্রেগনেন্সি রয়েছে তা আপনারা নিজেরাই অনুভব করে দেখতে পারবেন। যদি আপনারা সকালে খালি পেটে দেখেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আসলে প্রেগন্যান্ট কিনা। সকালে খালি পেটে দেখলে খুব ভালো করে বোঝা যায় ছাগলের প্রেগনেন্সি আছে।

1 thought on “ছাগল গর্ভবতী হওয়া লক্ষণ? গর্ভবতী ছাগল চেনার উপায়? গর্ভবতী ছাগলের লক্ষণ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!