Skip to content

 

ছাগল হিটে না আসার কারণ? chagol palon poddhoti

ছাগল হিটে না আসার কারণ chagol palon poddhoti
সাধারণত গবাদী প্রাণীর বিভিন্ন জাতের বিভিন্ন বয়সে গর্ভধারণ করার যোগ্যতা অর্জন করে। এক্ষেত্রে বয়সগুলো নিম্নরূপঃ

 

গাভী১০১৮ মাস

ছাগল১০ মাস

ঘোড়া১৫২৪ মাস

কুকুর১২ মাস

 

→ আসলে বিষয় গুলি একটু জটিল। সাধারনত ছাগল বাচ্চা দেওয়ার মাস খানিকের মধ্য আবার ডাকে আসে বা হিটে আসে। এই সময়ের মধ্য যদি না আসে তাহলে বিলম্ব ধরে নেওয়া হয়। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে ছাগল হিটে আসে ঠিকই কিন্ত পাঠা দেখানোর পরেও কোন কাজ হয় না পরের বার দেখা গেল আবার হিটে আসে।

 

→ ছাগল সময়মতো হিটে না আসার কিছু কারণ আমাদের সকলেরই জেনে রাখা দরকার। ছাগল পালনে ছাগল হিটে আসা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছাগল সময়মতো হিটে না আসলে ছাগল পালন করে সহজেই লাভের আশা করা যায় না। চলুন আজ জেনে নেই ছাগল সময়মতো হিটে না আসার কিছু কারণ সম্পর্কে।

 

ছাগল হিটে না আসার কারণ chagol palon poddhoti

 

ছাগল বিলম্বে ডাকে আসার বা ডাকে না আসার কিছু নিম্নরূপঃ

(১)

ছাগী সময় মত হিটে আসে পাঁঠা না থাকলে, কিছু ছাগী সাইলেন্ট হিটে আসে বোঝা যায় না তাই পাঁঠা থাকা জরুরি।

(২)

খুব নোংরা পরিবেশে ছাগলকে রাখলে।

(৩)

ছাগী অতিরিক্ত কৃমি আক্রান্ত থাকলে সময় মত হিটে আসে না আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আন্দাজের উপর নির্ভর করে কৃমি নাশক ঔষধ ব্যবহার করি। রেজাল্ট পাই শূন‌্য, তাই নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে কৃমি দমন করতে পারলে ছাগী সময় মত হিটে আসবে।

(৪)

জরায়ুতে কোন সমস্যা থাকলে।

(৫)

বাচ্চা প্রসব করার পর যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে ছাগী সময় মত হিটে আসে না। তাছাড়া অতিরিক্ত কৃমি আক্রান্ত থাকলেও ছাগীর রক্ত স্বল্পতা দেখা দিতে পারে।

See also  নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি

(৬)

ডিম্বানুতে কোন ধরনের সিস্ট থাকলে।

(৭)

স্টল ফিডিং এ ছাগল পালন করলে ছাগলের ভিটামিন মিনারেলের অভাব দেখা দেয় যেটা সময় মত হিটে না আসার কারণ হতে পারে। তাই খাদ্য তালিকায় রাখুন ভিটামিন মিনারেল।

(৮)

নিউট্রিশন এর অভাব হলে।

(৯)

কিছু জাতের ছাগল আছে যারা বছরে একবার বাচ্চা দেয। যেহেতু আমি জাত সম্পর্কে বুঝি না তাই কিছু বললাম না। যদি পারেন তাহলে অভিজ্ঞ খামারি ভাইদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন।

(১০)

হরমোনাল কোন সমস্যা থাকলে।

(১১)

আবহাওয়ার সাথেও ছাগী হিটে আশার সম্পর্ক রয়েছে। অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত ঠান্ডার সময় ছাগী বেশি হিটে আসে তাই সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

(১২)

ছাগল যদি জটিল কোন রোগে আক্রান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!