বিষয়: 11টি ছোটদের প্রতি বড়দের কর্তব্য।
হ্যাশট্যাগ: #ছোটদের প্রতি বড়দের কর্তব্য।
المسلم من سلم المسلمون من لسانه ويده. (مسلم)
সত্যিকার মুসলমান সেই, যার জবান ও হাত দ্বারা কোন মুসলমান কষ্ট পায়না। (মুসলিম)
নামায রোযা ইত্যাদি ইবাদত যেমন ফরয, তেমনিভাবে মু’আশারাত তথা পারস্পরিক আচার-আচরণ ও সমাজ সামাজিকতা দুরস্ত করা এবং আদব- কায়দা ও শিষ্টাচার রক্ষা করাও ফরয।
11টি ছোটদের প্রতি বড়দের কর্তব্য
১. ছোটদেরকে স্নেহ করা।
২. খুব বেশী নাজুক মেজায না হওয়া উচিত এবং কথায় কথায় ছোটদেরকে ধমক-ধামক ও তিরষ্কার না করা উচিৎ। ছোটদের ভুল-ত্রুটি কিছুটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেও দেখা উচিৎ। প্রাথমিক পর্যায়ে দু’ একবার নম্রভাবে বুঝিয়ে দেয়ার পর তাতে কাজ না হলে তখন কঠোরতা গ্রহণ করলে তাতে ক্ষতি নেই।
৩. যার সম্পর্কে লক্ষণ দেখে বোঝা যায় যে, সে নির্দেশ মান্য করবে না, তাকে নির্দেশ দিয়ে সরাসরি বে-আদব প্রমাণিত না করাই ভাল। অবশ্য শরী’আতের কোন ওয়াজিব বিষয় হলে ভিন্ন কথা।
৪. বিনা নির্দেশে কেউ খেদমত করতে উদ্বুদ্ধ হলেও তার সাধ্য এবং আরামের প্রতি লক্ষ্য রাখা চাই। তার সাধ্যের বাইরে তার থেকে হাদিয়া নেয়া ঠিক নয়। তার আরাম, নিদ্রা প্রভৃতির রেয়ায়েত করা চাই। দাওয়াত করলে সাধ্যাতীত আপ্যায়ন করতে বাধা দেয়া উচিৎ।
৫. কখনও ছোটদের প্রতি অতিরিক্ত রাগ বা ক্ষোভ প্রকাশ বা শাসন করলে পরবর্তীতে তাদের মন খুশি করে দেয়া দরকার। কিয়ামতের দিন সকলেইতো সমান হবে; কি জানা আছে তখন কে ছোট আর কে বড় হয়! কাজেই নিজের পক্ষ থেকে অন্যায় হয়ে থাকলে খোলাখুলি ওজরখাহী করে নেয়া ভাল।
৬. কোন ছোটকে এতটা নৈকট্য প্রদান করবে না বা এতটা প্রশ্রয় দিবে না কিংবা তার সুপারিশ ও তার কথায় এতটা আমল দিবে না, যাতে সে মাথায় চড়ে যায় কিংবা অন্যরা তাকেই বড়দের থেকে স্বার্থ বা কাজ হাছিলের মাধ্যম মনে করে বসে এবং তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য নানাভাবে ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট হয়।
৭. ছোটদেরও বড়দেরকে হক কথা বলার অধিকার রয়েছে, কাজেই ছোটদের কেউ কোন ন্যায় কথা বললে তাকে খারাপ মনে করার অবকাশ নেই ৷ অবশ্য আদব রক্ষা করে না বললে তার জন্য স্বতন্ত্র তম্বীহ করা যেতে পারে।
৮. ছোটদের তুচ্ছ না জানা। কেননা ছোট হওয়া সত্ত্বেও তার মধ্যে এমন কোন বৈশিষ্ট্য থাকতে পারে, যা তার (বড়র) মধ্যে নেই।
৯. অনিয়ম বা নীতিহীন কোন কিছু ছোটদের সাথেও করবে না।
১০.ছোটদের বে-আদবীর কারণে সরাসরি তাদের সাথে কথা বলতে খুব বেশী ক্রোধ এসে যেতে থাকলে অন্য কারও মাধ্যমে তাদেরকে যা বলার বলে দিবে।
১১.ছোট যদি অধীনস্ত হয় তাহলে তাকে শরী’আত মোতাবেক গড়ে তোলা এবং চালানো বড়দের দায়িত্ব।
সমাপ্ত: 11টি ছোটদের প্রতি বড়দের কর্তব্য।
সূত্র: আহকামে যিন্দেগী।