Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

জিমেইল অ্যাকাউন্ট থেকে লগআউট করার নিয়ম

জিমেইল অ্যাকাউন্ট থেকে লগআউট করার নিয়ম

যদি কেউ কোনও একটি অ্যাকাউন্ট থেকে সাইন আউট করতে চান তাহলে কীভাবে তা সম্ভব হবে? ফোনে অথবা ডেস্কটপে লগইন থাকা একাধিক মেইল আইডির যে কোনও একটি থেকে লগ আউট করা সম্ভব খুব সহজেই।

স্মার্টফোন ব্যবহার করেন অথচ Google অ্যাকাউন্ট নেই এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া দুষ্কর। যেকোনও অ্যান্ডরয়েড ফোনে ফোনে লগ-ইনের জন্য প্রয়োজন হয় একটি Google Account। এছাড়াও Play Store-এর মতো গুরুত্বপূর্ণ AppStore থেকে কোনও অ্যাপ ডাউনলোডের জন্যও প্রয়োজন হয় Google Account।

Google-এ অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রত্যেক ব্যবহারকারীকে 15GB করে ফ্রি ক্লাউড স্পেস দেওয়া হয়। যেখানে প্রত্যেক Gmail ব্যবহারকারী নিজের যাবতীয় ফাইল, ছবি ইত্যাদি রাখতে পারেন। কিন্তু, অনেকেরই ক্লাউড স্পেস ভর্তি হওয়ার ফলে একাধিক Gmail অ্যাকাউন্ট ব্যবহার করেন। কারণ প্রত্যেক অ্যাকাউন্টের সঙ্গে 15GB করে ক্লাউড স্পেস ফ্রি পাওয়া সম্ভব হয়। এবং প্রত্যেকেই সেই অ্যাকাউন্টগুলি মোবাইলে লগ-ইন করে রাখেন। এতে খুব সহজেই ওই ড্রাইভ অ্যাকসেস করতে সুবিধা হয়।

এবার প্রশ্ন হল, যদি কেউ কোনও একটি অ্যাকাউন্ট থেকে সাইন আউট করতে চান তাহলে কীভাবে তা সম্ভব হবে? ফোনে অথবা ডেস্কটপে লগইন থাকা একাধিক মেইল আইডির যে কোনও একটি থেকে লগ আউট করা সম্ভব খুব সহজেই। জানুন সহজ উপায়-

আপনার ডিভাইসে একাধিক Google অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে আপনি নিশ্চই জানেন একসঙ্গে সব অ্যাকাউন্ট লগ আউট করতে হয়। একবারে একটিমাত্র অ্যাকাউন্ট লগ আউট করার অপশন দেয় না Google। কিন্তু এই প্রতিবেদনে ব্রাউজার থেকে একটিমাত্র অ্যাকাউন্ট লগ আউট করার উপায় দেখে নেব।

জিমেইল অ্যাকাউন্ট থেকে লগআউট করার নিয়মঃ

  1. Google হোম পেজ ওপেন করে ডান দিকে উপরে প্রোফাইল বাটনে ট্যাপ করুন।
  2. ড্রপ ডাউনে Manage Your Google অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন।
  3. Google অ্যাকাউন্ট পেজে Security টাইপ করুন।
  4. এবার Your Devices সিলেক্ট করলে আপনার Google অ্যাকাউন্ট যে যে ডিভাইস থেকে লগ ইন করা আছে সেই তালিকা দেখতে পাবেন।
  5. যে ডিভাইস থেকে লগ আউট করতে চান সেই ডিভাইস সিলেক্ট করুন। এই জন্য থ্রি ডট মেনু সিলেক্ট করে Sign Out সিলেক্ট করতে হবে।

তবে এই উপায়ে কোন ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগ আউট করতে অন্য একটি ডিভাইসের প্রয়োজন হবে। এক কথা এটা একটা পরোক্ষ উপায়। কিন্তু প্রয়োজনের সময় এই উপায় ব্যবহার করে লগ আউট করলে অনেকটা সময় বাঁচতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!