Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

টেক্সটাইল জব ইন্টারভিউ

বিষয়: টেক্সটাইল জব ইন্টারভিউ।
হ্যাশট্যাগ: #টেক্সটাইল জব ইন্টারভিউ।

টেক্সটাইল জব ইন্টারভিউঃ

সকল ফাইবারের কিং বলা হয় কোন ফাইবার কে?

উত্তর: কটন ফাইবার কে।

প্রথম আবিস্কার করা crop বা  bust ফাইবার এর নাম কি?

উত্তর : ফ্লাক্স ফাইবার।

প্রথম আবিস্কার করা সিননথেটিক অথবা মেন মেইড ফাইবার এর নাম কি?

উত্তর: পলি এমাইড ফাইবার। Nylon Fibre।

প্রথম আবিস্কার করা ন্যাচারাল ফাইবার এর নাম কি?

উত্তর: wool ফাইবার।

কোন ফাইবার কে ফাইবারের রাণী বলা হয়?

উত্তর: সিল্ক ফাইবার Silk।

ডিসপোজাল গার্মেন্টস কি?

উত্তর: এক বার ব্যবহার করা গার্মেন্টস কে ডিসপোজাল গার্মেন্টস বলা হয়।

weft নিটিং এর  স্টিচ কয়টি?

উত্তর: ৩টি। প্লেইন নিট স্টিচ,  পার্ল স্টিচ ও রিব স্টিচ।

কি কি ধরনের কটন কাপড় কিনতে পাওয়া যায়?

উত্তর: গ্রে কটন, ব্লিচ কটন ও কালারড অথবা ডাইড কটন ফেব্রিক।

প্লাই ইয়ার্ন কি?

উত্তর: ২ বা এর বেশি ইয়ার্ন একত্রে পাক বা টুয়েস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া যায় তাকে প্লাই ইয়ার্ন বলে।

কম্বড ও কার্ডেড ইয়ার্ন এর মধ্যে কোনটা বেশি ব্যবহার করা হয় বেশি?

উত্তর: কার্ডেড ইয়ার্ন।

সিংগেল জারসি ফেব্রিক ও ডাবল জারসির ফেব্রিক এর মধ্যে কোনটির  কারলিং টেনডেনসি প্রপার্টিজ শো করে?

উত্তর: সিংগেল জারসি।

কাকে স্পিনিং এর আত্মা বলা হয়?

উত্তর: কার্ডিং।

ডাইং এর আত্মা বলা হয় কাকে?

উত্তর: স্কাওরিং ও ব্লিচিং।

বাটনের সাইজ কোন একক দ্বারা মাপা হয়?

উত্তর: লাইন।

বাইন্ডার কখন ব্যবহার করা হয়?

উত্তর: পিগমেন্ট ডাইং, ফ্লোরোসেন্ট ডাইং ও প্রিন্টং এ বাইন্ডার ব্যবহার করা হয়।

পিগমেন্ট কালার ফিক্সড করার জন্য কি প্রসেস ব্যবহার করা হয়?

উত্তর: কিউরিং।

মার্সারাইজ করা হয় কোন কাপড়ে?

উত্তর: কটন কাপড়ে বা ওভেন কাপড়ে।

ডেনিম কাপড় ডাইং করা হয় কোন ডাই দিয়া?

উত্তর: ভেট ডাইড, সালফার ডাই।

ভেট ডাই এর রাবিং ফাস্টনেস কত?

উত্তর: ২-৩।

কালার থিওরী কয়টি ও কি কি?

উত্তর: ২টি, পিগমেন্ট থিওরী এবং লাইট থিওরী।

কি দ্বারা সব ধরনের কাপড় কালার করা যায়?

উত্তর: পিগমেন্ট।

টেমপোরারী ওয়াটার হার্ডনেস কিভাবে দুর করা যায়?

উত্তর: বাই হিটিং।

ডেনিমের সুতা বানানো হয় কি থেকে?

উত্তর: ডিরেক্ট স্লাইভার থেকে।

মসলিন কাপড়ের কাউন্ট কত?

উত্তর:৩০০ Ne

স্লাইভার এর কাউন্ট কত?

উত্তর: ০.১ Ne

রোভিং এর কাউন্ট কত?

উত্তর: ১-৩ Ne

পপলিনের কাউন্ট কত?

উত্তর: 40 Ne

লুঙ্গির কাউন্ট কত?

উত্তর:৩০ Ne

নরমাল শার্টের কাউন্ট কত?

উত্তর: ৩০-৪০Ne

ভয়েল ফেব্রিকের কাউন্ট?

উত্তর: ৬০Ne

ড্রইং মেশিনের কাজ কি?

উত্তর: ড্রইং ,ডাবলিং ও  ড্রাফটিং।

সিমপ্লেক্স মেশিনের ইনপুট ও আউটপুট কি?

উত্তর: ড্রইং স্লাইভার ও রোভিং।

রিং ফ্রেম মেশিনে ইনপুট ও আউটপুট কি?

উত্তর: রোভিং ও ইয়ার্ন।

ড্রইং মেশিনের ইনপুট & আউটপুট কি?

উত্তর: স্লাইভার ও  ড্রইং স্লাইভার।

সুপার লেপ ফরমার মেশিনের ইনপুট ও আউটপুট কি?

উত্তর: ড্রইং স্লাইভার ও মিনি লেপ।

ড্রইং মেশিনে কয়টি স্লাইভার ফিট করতে হয়?

উত্তর: ৬-৮টি।

কম্বিং মেশিনের ওয়েস্ট কে কি বলা হয়?

উত্তর: noile, এইটা ১২-১৮% হতে পারে।

ডাইং এর ইম্পরটেন্ট বিষয় কয়টি?

উত্তর: ২টি , কালার ফাস্টনেস ও কালার ম্যাচিং।

সেল্ফ শেড কি?

উত্তর: ১টি মাত্র ডাই দিয়া কাপড় রং করাকে সেল্ফ শেড বলে।

টোনাল ডিফারেন্স কি?

উত্তর: ১টি কালারের সাথে অন্য কালারের টোন পার্থক্যকে টোনাল ডিফারেন্স বলে।

নেপ্স কাউন্ট কি?

উত্তর: ১ ইঞ্চি স্কায়ার এ যতটা নেপ্স থাকে তাকে নেপ্স কাউন্ট বলে।

কটন এর MR% মানে ময়েস্চার রিগেইন কত? 

উত্তর: ৮.৫%

টু-ইস্ট বা পাক কত প্রকার?

উত্তর: ২ প্রকার, S twist & Z twist

রিং ইয়ার্ন এ কোন টু-ইস্ট হয়? 

উত্তর: Z twist

রোটর ইয়ার্ন এ কোন টু-ইস্ট হয়? 

উত্তর: S twist

কটন এর ফাইননেস কি দিয়ে নির্ধারন করা হয়

উত্তর: মাক্রোনিয়ার ভ্যালু।

স্টেপল লেংথ কি? 

উত্তর: ফাইবারের এভারেজ লেংথ কে বলা হয় স্টেপল লেংথ।

কোন দেশের তুলা পৃথিবীর শ্রেষ্ঠ তুলা?

উত্তর:  মিশরীয় সি আইল্যান্ডের তুলা। CIS Cotton

এক মাইক্রোগ্রাম সমান কত গ্রাম?

উত্তর: এক মাইক্রোগ্রাম সমান ১ গ্রাম এর ১ লক্ষ ভাগের ১ ভাগ।

টেনশন ড্রাফট কাকে বলে।

উত্তর:  কাডিং মেশিনে অতিরিক্ত টেনশনের কারনে যে ড্রাফট হয়, তাই টেনশন ড্রাফট।

ডি.সি.পি. এর পূর্ণ রুপ কি?

উত্তর:  ড্রাফট চেইঞ্জ পিনিয়ন।

ড্রাফট কত প্রকার ও কি কি?

উত্তর:  তিন প্রকার। ক) মেকানিক্যাল ড্রাফট খ) একচুয়াল ড্রাফট গ) টেনশন ড্রাফট।

কম্বিং মেশিনের মূল অংশ কোনটি?

উত্তর:  সিলিন্ডার হল কম্বিং এর মূল অংশ।

প্রধান ড্রাফট কি?

উত্তর:  মূল মেশিনের ড্রাফটিং জোনে যে ড্রাফট দেওয়া হয় তাই প্রধান ড্রাফট।

ড্রাফটিং জোন?

যে জায়গা জুড়ে ড্রাফট প্রদান করা হয় তাকে ড্রাফটিং জোন বলে।

ব্লোরুমের ৫টি ত্রুটির নাম লেখ?

উত্তর:  ক) অসম ল্যাপ খ) ক্যামিকেল সেপ ল্যাপ গ) নরম ল্যাপ ঘ) ব্যারেল সেপ ল্যাপ ঙ) স্পিলিট ল্যাপ।

কাডিং মেশিনের সিলিন্ডারের ব্যাস কত?

উত্তর: সিলিন্ডারের ব্যাস ৫০ ইঞ্চি।

কার্ডিং মেশিনের ফ্লাট বারের সংখ্যা কত?

উত্তর:  ১০৫ থেকে ১১০ টি।

কার্ডিং মেশিনের অ্যাকশন সমূহের নাম কি?

উত্তর:  ক) কম্বিং খ)কার্ডিং গ)স্টিচিং ঘ)ডফিং।

অটো লেবেলিং বলতে কি বুঝাই?

উত্তর:  নিয়মিত ডেলিভারি বা আউটপুটের সাথে মিল রেখে ড্রাফট পরিবর্তনের মাধ্যমে ইনপুটের পরিমান পরিবর্তন করার সিস্টেমকে অটো লেবেলিং বলে।

অটো লেবেনিং কত প্রকার ও কি কি?

উত্তর:  দুই প্রকার।

যথা:১) ওপেন লুপ অটো লেবেলিং ২) ক্লোজ লুপ অটো লেবেলিং।

ওপেনিং মেশিনারি বলতে কি বুঝ?

উত্তর:  যে সব মেশিনের সাহায্যে বেল থেকে প্রাপ্ত তুলার গুচ্ছকে বিটারে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র তুলার গুচ্ছে রুপান্তর করে,সে সব মেশিনারিকে ওপেনিং মেশিনারী বলে।

ক্লিনিং দক্ষতা বলতে কি বুঝায়?

উত্তর:  মেশিনের ট্রাশ দূর হওয়া ও তুলার মোট ট্রাশের অনুপাতকে শতকরা হারে প্রকাশ করাকেই ক্লিনিং দক্ষতা বলে।

ব্লোরুমের মোট অপদ্রব্যের কতভাগ দূর হয়?

উত্তর: ৬০% থেকে ৬৫%

ইউনিমিক্স মেশিনের কয়টি অংশ ও কি কি?

উত্তর: তিনটি অংশ থাকে।  যথা: ১)স্টোরেজ সেকশন ২)ইন্টারমিডিয়েট চেম্বার ৩)ডেলিভারি সেকশন।

চুট ফিড সিস্টেম কত প্রকার ও কি কি?

দুই প্রকার। যথা:১)ওয়ান পিছ চুট ২)টু পিচ চুট।

কাডিং মেশিনে ম্যাটেরিয়াল ফিডিং কত প্রকার ও কি কি?

উত্তর: দুই প্রকার। যথা:১)ল্যাপ ফিড ২) চুট ফিড।

ব্লোরুমের ৫টি এক্সোসরিসের বা পার্টসের নাম লেখ?

ক)ডেলিভারি কেইজ খ)কন্ডেনন্সার গ)ম্যাগনেট ঘ)ডিস্টাবিউটর ঙ)ডাস্ট রিমুভার।

কম্বিং কাকে বলে?

উত্তর:  ড্রইং থেকে প্রাপ্ত স্লাইভারকে আচড়িয়ে সোজা ও সমান্তরাল করা হয় ক্ষুদ্র আঁশ বা নয়েল দূর করে উন্নত মানের স্লাইভার তৈরি করাকে কম্বিং বলে।

নয়েলের শতকরা হার কত?

উত্তর:  সাধারনত নয়েলের পরিমান ১৫% হয়ে থাকে।

ডিগ্রি অব কম্বিং এর হার কত?

উত্তর:  ডিগ্রি অব কম্বিং এর হার সাধারনত ৫ থকে ২৫%।

কম্বিং মেশিনে সিলিন্ডারে কত সারির নিডেল থাকে?

উত্তর:  ১৭ সারির নিডেল থাকে।

স্পিনিং মিলে আদর্শ তাপমাত্রা, ও আদ্রতা কত?

উত্তর:  ২০ ডিগ্রি সেলসিয়াস বা ৬৮ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এবং ৬৫% ± ২% আদ্রতা।

কম্বড সুতার টি.এম (টুইস্ট মাল্টিপ্লায়ার) ৩.৫ বলতে কি বুঝ?

উত্তর:  টি.এম (টুইস্ট মাল্টিপ্লায়ার) ৩.৫ বলতে ৭০ থেকে 

৮০ কাউন্টের সুতাকে বুঝানো হয়েছে।

মিনি ল্যাপের ওজন কত?

উত্তর: ২০ থেকে ৩০ পাউন্ড হয়ে থাকে।

টেক্সটাইল র ম্যাটারিয়ালস কাকে বলে?

উত্তরঃ যে সমস্ত ফাইবারের ন্যূনতম দৈর্ঘ্য, শক্তি, সূক্ষ্মতা, নমনীয়তা, সমতা, স্থিতিস্থাপকতা, আর্দ্রতা ধারণক্ষমতা, রেসিলিয়েন্সি, তাপ পরিবাহিকতা এবং রং করার ক্ষমতা ইত্যাদি বজায় থাকে, তাকে টেক্সটাইল র ম্যাটারিয়ালস বলে।

সি.বি.সি ও জুটেক্স কাকে বলে?

উত্তরঃ সি.বি.সি হল কার্পেট ব্যাকিং ক্লথ আর জুটেক্স হলো জুট + কটন।

অরগানিক তুলা কাকে বলে?

যে তুলা চাষে কোন রকম কীটনাশক সার ব্যবহার করা হয় না তাকে অরগানিক তুলা বলে।

ড্রয়িং কাকে বলে?

 একক দৈর্ঘের ওজন কমান বা একক ওজনের দৈর্ঘ্য বাড়ানোকে ড্রয়িং বলে।

ডাব্লিং কাকে বলে?

দুই বা তার অধিক স্লাইভারকে একটি স্লাইভারে পরিনত করাকে ডাব্লিং বলে।

যেমনঃ ৮ টী স্লাইভার ড্রয়িং মেশিনে ফীড করে ১ টি স্লাইভারে পরিনত করা হলে তার ডাব্লিং হবে ৮ঃ১

ড্রাফটিং কাকে বলে?

ফীড রোলারের স্পিড এবং ডেলিভারী রোলারের স্পীড এর অনুপাতকে ড্রাফটিং বলে।

যেমনঃ ফীড রোলারের স্পিড প্রতি মিনিটে ১০০ বার এবং ডেলিভারি রোলারের স্পিড প্রতি মিনিটে ৮০০ বার হলে ড্রাফটিং হবে = ৮০০/১০০ = ৮

রিং ফ্রেম মেশিনের ওয়েস্ট কে কি বলে? 

উত্তর: pneumafil বা নিউমাফিল

টুইস্টিং কাকে বলে?

স্লাইভার বা রভিং কে পাকানোর মাধ্যমে এর শক্তি বৃদ্ধি করার প্রক্রিয়াকে টুইস্টিং বলে।

গেরা কাকে বলে?

কোন কোনের গায়ে যদি সামান্য পরিমান সুতা জড়ানো থাকে যা কাজের জন্য পর্জাপ্ত নয় তবে ঐ কোন কে গেরা কোন বলে।

স্লাইভার কাকে বলে?

তূলা কে কার্ডিং মেশিনে প্রসেসের মাধ্যমে যে ওয়েব আকৃতির কন্টিনিউয়াস ম্যাটেরিয়াল তৈরী করা হয় তাকে স্লাইভার বলে। 

রোভিং কাকে বলে?

স্লাইভার কে রোভিং ফ্রেম বা সিমপ্লেক্স মেশিনে প্রসেসিং এর মাধ্যমে এর একক দৈর্ঘের ওজন কমিয়ে আরও চিকন ম্যাটেরিয়াল বানানো হয়; একে রোভিং বলে।

ববিন কাকে বলে?

রভিং ফ্রেম বা সিমপ্লেক্স মেশিনে যে দন্ডের মধ্যে রোভিং জড়ানো হয় তাকে ববিন বলে।

স্পিন্ডল কাকে বলে?

স্পিন্ডল রিং ফ্রেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা টুইস্টিং ও উইন্ডিং এ সাহায্য করে।

রিং কপ কাকে বলে?

রিং ফ্রেম এর সামনে যে মাকু আকৃতির দন্ডের মধ্যে সুতা জড়ানো হয় তাকে রিং কপ বলে।

রিং কাকে বলে?

মেশিনে সুতা যে বাঁকানো পাত বা রিং এর মধ্য দিয়ে ট্রাভেলারের মাধ্যমে অতিক্রম করে প্যাকেজে জড়ায় তাকে রিং বলে।

ট্রাভেলার কাকে বলে?

ট্রাভেলার রিং মাশিনের সবচেয়ে ছোট অংশ যা সুতা কে রিং এর মধ্য দিয়ে যাওয়ার পথ বা গতি নিশ্চিত করে।

কোয়ালিটি কাকে বলে?

কোয়ালিটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ মান। পণ্যের গুনগত মান এবং চারিত্রিক বৈশিষ্ট্য কে কোয়ালিটি বলে।

নেপ্স কাকে বলে?

জিনিং বা কার্ডিং এর সময় তুলার আঁশ প্যাঁচ খেয়ে গুটি পাকাতে পারে যা স্পিনিং প্রসেস এ সুতার কোয়ালিটি বিনষ্ট করে; এ ধরনের আঁশের গুটি কে নেপ্স বলে।

ট্র্যাশ কাকে বলে?

তুলার সাথে তুলার পাতা, বাকল, ঘাস ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ময়লা আবর্জনার মিশ্রন কে ট্র্যাশ বলে।

নয়েল কাকে বলে?

ছোট দৈর্ঘের আঁশ যা কম্বিং প্রসেস এর অয়াস্টেজ হিসেবে তৈরী হয় তাকে নয়েল বলে।

প্রোডাকশন কাকে বলে?

প্রোডাকশন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ উৎপাদন। প্রোডাকশন বলতে কোন কিছু উৎপন্ন করা কে বোঝায়।

প্রোডাক্টিভিটি কাকে বলে?

প্রোডাক্টিভিটি বলতে কোন মেশিনের বা শ্রমিকের কাজ করার দক্ষতাকে বোঝায়।

ইফিসিয়েন্সি কাকে বলে?

উত্তর: একটি মেশিন কত টা কম কাঁচামাল এবং এনার্জী খরচ করে কত টা বেশি প্রোডাকশন দিতে পারে তার শতকরা পরিমান কে ইফিসিয়েন্সি বলে।

মেশিন ডাউন টাইম কাকে বলে?

উত্তর: মেরামতের জন্য বা প্রোডাকশন ব্যতিত অন্য কোন কাজের জন্য মেশিন যতক্ষণ বন্ধ থাকে তাকে মেশিনের ডাউন টাইম বলে।

ওয়াস্টেজ কাকে বলে?

উত্তর: ওয়াস্টেজ ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ অপচয়। প্রোডাকশন প্রসেস এ যে কাঁচামাল অপচয় হয় তাকে ওয়াস্টেজ বলে।

ডাইং এর ইউটিলিটজ কি কি?

উত্তর: পাম্প, জেনেরেটর, বয়লার, গ্যাস ইত্যাদি।

টেক্স্যটাইল ফাইবারের মিনিমাম স্ট্রেনথ(strength)  কত?

উত্তর: 6 CN/TEX

উল এর MR% কত?

উত্তর: ১৬%

পলিএস্টার এর MR% কত?

উত্তর: ০.৪%

সিল্ক এর MR% কত?

উত্তর: ১১%

টু-ইস্ট কত প্রকার?

উত্তর: ২ প্রকার, S & Z twist।

রিং ইয়ার্ন কোন টু-ইস্ট এ বানন হয়?

উত্তর: Z twist

রোটর ইয়ারন কোন টুইস্ট প্রসেস?

উত্তর: S twist

ইন-ডাইরেক্ট সিস্টেমে কি ফিক্সট থাকে?

উত্তর: ভর ফিক্সট।

কটন এর ফাইননেস কি দিয়া নির্ধারন করা হয়/ /

উত্তর: মাক্রোনিয়ার ভ্যালু।

স্টেপল লেংথ কি?

উত্তর: ফাইবারের এভারেজ লেংথ কে বলা হয় স্টেপল লেংথ।

পিচ কি?

উত্তর: ১টি নিডেল থেকে অন্য ১টি নিডেলের ডিসটেন্স কে পিচ বলে।

নিটিং কত প্রকার?

উত্তর: ২ প্রকার, warp & weft knitting।

warp knitting এর ইলিমেন্ট কি কি?

উত্তর: নিডেল, কেম, সিনকার, গাইড।

weft knitting এর ইলিমেন্ট কি কি?

উত্তর: নিডেল, সিনকার, কেম।

কত সেট সুতা ব্যবহার করা হয় নিটিং করতে?

উত্তর : ১ সেট সুতা।

কত সেট সুতা ব্যবহার করা হয় ওইভিং করতে?

উত্তর : ২ সেট সুতা।

নিডেল কত প্রকার?

উত্তর: ৩ প্রকার। লেচ নিডেল, বিয়ারড নিডেল, কমপাউন্ড নিডেল।

নিটেট কাপড় কত ধরনের হয়?

উত্তর: ২ ধরনের, cutting & sew knit wear।

নিটিং এর স্টিচ কত প্রকার?

উত্তর: ৩ প্রকার। নিট স্টিচ, টাক স্টিচ & মিস স্টিচ।

কেম কত প্রকার?

উতর: there are 4 types of cam as 1.stitch cam 2.rising cam. 3.Guard cam 4. Upthrow cam

M:L রেশিও কেন ইম্পরটেন্ট ডাইং এর জন্য?

উত্তর : M:L ছারা প্রয়োজনীয় পরিমান ডাই, কেমিক্যাল, পানি নিতে পারব না ডাইং ও ওয়াশিং এর জন্য তাই M:L ইমপরটেন্ট।

গার্মেন্টস ওয়াশিং এ কি কি কেমিক্যাল একশন হয়?

উত্তর: ৩টি, রেগুলার (ব্লিচ ওয়াশ) ইরেগুলার (এসিড ওয়াশ) এবং লোকাল (পি পি ইসপ্রে, পি পি সপুনজ)।

কি কি ফেক্টর ডিপেন্ড করে একশন অব ওয়াশিং?

উত্তর: টাইম, টেমপারাচার, মেকানিক্যাক একশন, কেমিক্যাল একশন।

কস্টিং & প্রাইজিং কি?

উত্তর: কস্টিং হল টুটাল কনজামশন অব গার্মেন্টস যেখানে প্রফিট এড থাকে না। কস্টিং এর সাথে যখন প্রফিট যুক্ত থাকব তখন একে প্রাইজিং বলা হয়।

লেবেল কত প্রকার?

উত্তর: ৩ প্রকার, মেইন লেবেল, সাইজ লেবেল & কেয়ার লেবেল।

জেকেটের কতটি পার্টস থাকে?

উত্তর: ৩টা, “আপার পারটস” কল শে’ল্ল। ইনার পারটস কল লাইনিং ও মিডেল পারস্ট কল ইন্টারলাইনিং।

WWSC & RSWD বলতে কি বুঝায়? 

উত্তর:WWSC= WASH WITH SIMILAR COLOR RSWD = RE SHAPE WHILST DAMP

TAP & AQL কি?

উত্তর: TAP= Total acceptable product in a lot

AQL=acceptable quality limit।

বাংলাদেশের প্রথম গারমেন্টস এর নাম কি?

উত্তর: রিয়াজ গার্মেন্টস।

শার্ট বানানোর জন্য কয়টি সেকশন থাকে?

উত্তর: ৩টি, কলার, কাফ ও বডি সেকশন।

গার্মেন্টসে CAM এর কাজ কি?

উত্তর: সেলাই / কাটিং /ফেব্রিক স্প্রেডিং ও মোভ করা।

CAD এর কাজ কি?

উত্তর: গার্মেন্টস ডিজাইন/মার্কার মেকিং / পেটার্ন প্রিপারেশন ও গ্রেডিং।

মার্কারের উদ্দেশ্য কি?

উত্তর: কাপড়ের অপচয় কমানো।

সুইং এবং স্টিচিং এর মধ্যে মেইন পার্থক্য কি?

উত্তর: সুইং ইনভিজিবল & স্টিচ ভিজিবল।

ইয়ার্ন ও থ্রেড এর মেইন পার্থক্য কি?

উত্তর: ইয়ার্ন ব্যবহার করা হয় কাপড় প্রডিউছ করার জন্য এবং এইটা সিংগেল প্লাই। থ্রেড ব্যবহার করা হয় গার্মেনটস সুইং এর জন্য এবং এটা একের অধিক প্লাই হতে পারে।

কমপ্লাইন্স এর কাজ কি?

উত্তর: শ্রমিকের অধিকার ও সুবিধাসমুখ এনশিউর করা।

নিটিং কাপড় প্রডিউস হয় কিভাবে?

উত্তর: ইন্টার লুপিং এর মাধ্যেমে।

ওভেন কাপড় কিভাবে প্রডিউস হয়?

উত্তর: ইন্টার লেছিং এর মাধ্যেমে।

কোন নিটিং সিস্টেমে সিংগেল ইয়ারন ব্যবহার করে ফেব্রিক প্রডিউস হয়?

উত্তর : weft knitting।

warp এর অন্য নাম কি?

উত্তর: ends।

weft এর অন্য নাম কি?

উত্তর: পিক।

নিডেল individually কাজ করে কোন নিটিং মেশিনে?

উত্তর: weft knitting m/c।

নিডেল unitedly কাজ করে কোন নিটিং মেশিনে?

উত্তর: warp knitting m/c।

held loop কোন লুপ থেকে বড়?

উত্তর: নিট লুপ।

সিংগেল জারসি কাপড় চেনার উপায় কি?

উত্তর; ফেইচ ও ব্যাক পার্টস ভিন্ন।

ডাবল জার্সি কাপড় চেনার উপায় কি?

উত্তর: ফেইস ও বেক পার্টস সেইম বা একই দেখায়।

jacquard loom m/c এর মেক্সিমাম warp thread কন্ট্রলিং এর কেপাছিটি কত?

উত্তর: ১৮০০।

নোটেশন কাকে বলে?

উত্তর : নিটিং এর স্ট্রাকচার প্রকাশের জন্য যে সংকেত বা প্রতীক ব্যবহার করা হয় তাকে নোটেশন বলে।

মেকানিক্যাল বন্ডিং গুলো কিকি?

উত্তর : নিডেল ফেল্টিং, স্টিচ বন্ডিং, হাইড্রোয়েনট্যাংলিং।

আন্ডারল্যাপ কাকে বলে?

উত্তর : লুপ স্ট্রাকচার এর দ্বিতীয় অংশটি সুতার দৈর্ঘ্য লুপকে সংযোগ দেয় যাকে আন্ডার ল্যাপ বলে।

স্ট্যাপল পলিয়েস্টার নিট কারখানায় কম ব্যবহৃত হয় কেন?

উত্তর: গুটি বাধার কারনে কম ব্যবহৃত হয়।

রৈখিক ক্যাম কাকে বলে?

উত্তর : যে সম্মিলন ক্যাম এর নিডেল ট্র্যাক সর্বদা সরলরেখায় থাকে তাকে রৈখিক ক্যাম বলে।

নিট সুতায় মোম প্রলেপ দেয়া হয় কেন?

উত্তর : নিডেল যাতে বার বার না ভাংগে, ও ঘর্ষনে সুতা যাতে না হেয়ারি হয়।

নন জ্যাকার্ড মেশিন কত কাটের হয়?

উত্তর : 24।

নন জ্যাকার্ড মেশিন কাকে বলে?

উত্তর : নিটিং মেশিনে ডায়াল ও সিলিন্ডার উভয় চার ট্র্যাক ক্যাম সিস্টেম অন্তর্ভুক্ত করা নিটিং মেশিনকে নন জ্যাকার্ড মেশিন বলে।

সিংগেল জার্সি জ্যাকার্ড কাকে বলে??

উত্তর : সিংগেল জার্সি জ্যাকার্ড এক বিশেষ ধরনের ডিজাইন, যা নিট ও মিস স্টিচের সমন্বয়ে গঠিত।

নিট প্লেটিং এর বিকল্প কি?

উত্তর : আজকাল নিট প্লেটিং এর বিকল্প হিসাবে এমব্রয়ডারি মোটিফ প্লেটিং করা হয়।

ইন্টারলক ফেব্রিক তৈরিতে কমপক্ষে কয়টি ফিডার লাগে?

উত্তর : দুই বা ততোধিক।

মাল্টি অ্যাক্সিয়াল কাপড়ের স্তরগুলো কিভাবে সজ্জিত থাকে?

উত্তর : উল্লম্ব, অনুভূমিক, কোনাকুনি।

মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক কাকে বলে???

উত্তর : ওয়ার্প নিটের সাহায্য গঠিত কাপড়, যা তিন বা ততোধিক স্তরের প্রচুর সংখ্যক সরল সুতা প্রত্যেক পরস্পর বিভিন্ন কোণে সজ্জিত থাকে তাকে মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক বলে।

সগিং মোশন কি?

উত্তর : নিডেল বারের সমান্তরালে গাইড বারের যে মুভমেন্ট তাকে সগিং মোশন বলে।

টেক্সটাইল ফাইবার কত প্রকার ও কি কি?

উত্তর:২ প্রকার। যথা: ক)ন্যাচারাল ফাইবার খ)আর্টিফিশিয়াল ফাইবার।

তিনটি বীজ ফাইবারের নাম লেখ?

উত্তর: ক)তুলা খ)ক্যাপক গ)নারিকেল।

তিনটি বাস্ট ফাইবারের নাম লিখ?

উত্তর: ক) পাট খ) হেম্প গ) ফ্লাক্স

উল ফাইবারের অপর নাম কি?

উত্তর: উল ফাইবারের অপর নাম প্রোটিন ফাইবার। 

ভিসকস রেয়ন কোন প্রাকৃতিক ফাইবার?

উত্তর: ভিসকস রেয়ন রিজেনারেটেড সেলুলোজিক ফাইবার।

আগুন প্রতিরোধক / ফায়ার রিটার্ডেন্ট কাপড় তৈরিতে কোন ফাইবার ব্যবহার করা হয়?

উত্তর: গ্লাস ফাইবার ব্যবহার করা হয়।

তুলার রং বা কালার কতটি হয়?

উত্তর: পাঁচটি কালার হয় ব্যবহারের উপর ভিত্তি করে।

যথা: ১)সাদা ২)গ্রে ৩)স্পটেট ৪)টিঞ্জড ৫)হলুদ দাগ বিশিষ্ট।

তুলার বোটানিক্যাল নাম কি?

উত্তর:গোসিপিয়াম হারব্যাকাম, গোসিপিয়াম আরবোরিয়াম হিরসুটাম।

তুলা উৎপাদন কারি কয়েকটি দেশের নাম লিখ?

উত্তর: আফ্রিকা ,আমেরিকা, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, রাসিয়া, সুদান।

কটন ফাইবারের ব্যাস বা ডায়া কত?

উত্তর: ১১ থেকে ২২ মাইক্রন।

কটন ফাইবারের কয়েকটি ত্রুটির নাম লিখ?

উত্তর: ড্যাম্প কটন ,ইমম্যাচিউড ফাইবার ,কেক ফরমেশন, পেস্ট ফরমেশন, লিন্ট রট ,তুলার মরিচার দাগ।

জিনিং কাকে বলে?

উত্তর:মাঠ হতে তুলা সংগ্রহের পর বীজ মুক্ত করাকেই জিনিং বলে।

জিনিং কত প্রকার ও কি কি?

উত্তর:তিন প্রকার। যথা: ক)স,জিন খ)নাইফ রোলার গ)মেকারর্থি।

তুলাচাষের জন্য কেমন মাটি ভালো?

উত্তর:বেলে দো-আঁশ ও দো-আঁশ মাটি ভাল।

কোন রাসায়নিক পদার্থ দ্বারা কটন বীজ শোধন করা হয়?

উত্তর:পাতলা সালফিউরিক এসিড দ্বারা।

যে যন্ত্রের দ্বারা তুলার ট্রাশ পরিমাপ করা হয় তার নাম কি? 

উত্তর:সারলি এনালাইজার।

তুলার শতকরা সেলুলোজের পরিমান কত?

উত্তর:সেলুলোজের পরিমান ৯৪%।

তুলা আঁশের দৈর্ঘ্য কত?

১২.৭ মিলিমিটার থেকে ৬০ মিলিমিটার।

তুলার মধ্যে কতটি প্রাকৃতিক পাক থাকে?

উত্তর: ৬০ টি প্রাকৃতিক পাক থাকে।

এজিং কত সময়ে এবং কত তাপমাত্রাই করা হয়?

উত্তর: সময় ৪৮ থেকে ৭২ ঘন্টাই,তাপমাত্রা ২২ ডিগ্রি সে.।

স্পিনারেটের কইটি ছিদ্র থাকে?

উত্তর: সাধারনত ১২ থেকে ৯০ টি ছিদ্র থাকে।

নাইলন তৈরীর কাঁচামাল গোলো কি কি?

উত্তর: কয়লা ও খনিজ তৈল।

কোন রং দ্বারা নাইলন ৬ এর রং করণ করা হয়?

উত্তর: ডাইরেক,এসিড,ভ্যাট,ডিসপারস ও বেসিক ডাই দ্বারা।

পলিয়েস্টার ফাইবারের শক্তি কত?

উত্তর: ৪.৫ থেকে ৫.০ গ্রাম/ডেনিয়ার।

ভিনাইল সায়ানাইডের অপর নাম কি?

উত্তর:অ্যাকরাইলোনাইট্রাইল।

সিনথেটিক উল কাকে বলে?

উত্তর: অ্যাকরাইলিক ফাইবারকে সিনথেটিক উল বলে।

কোন ফাইবারের প্রসার ও টেনাসিটি বেশী?

উত্তর: স্পানডেক্স ফাইবার।

লিন্ট কাকে বলে?

উত্তর: লিন্ট হলো স্পিনিং উপযোগী লম্বা আঁশ যা বীজ তুলাকে প্রথমবার জিনিং করে পাওয়া যায়।

লিন্টাস কাকে বলে?

উত্তর: যে সমস্ত ছোট আঁশ তুলা বীজের সাথে লেগে থাকে তাকে লিন্টাস বলে।

প্রতিটি পলু পোকা প্রতি চক্রে কতটি ডিম পাড়ে?

উত্তর: ৩৫০ থেকে ৪০০ টি ডিম পাড়ে।।

রিলিং কাকে বলে?

উত্তর: যে প্রক্রিয়ায় কোকুন হতে ফিলামেন্ট উত্তোলন করা হয় তাকে রিলিং বলে।

কত সালে সর্ব প্রথম কৃত্রিম ফাইবার আবিস্কৃত হয়?

উত্তর:১৮৫৭ সালে।

কৃত্রিম ফাইবার রেয়নের নাম করন করা হয় কত সালে?

উত্তর:১৯২৪ সালে।

TFPIA এর পূর্ণরুপ কি?

উত্তর: Textile Fibre Product identification Acts.

পলিয়েস্টার কি ধরনের ফাইবার?

উত্তর: একটি উচ্চ পলিমার বিশিস্ট্য কৃত্রিম ফাইবার।

ভিসকস রেয়ন তৈরীর কাঁচামাল গুলো কি কি?

উত্তর:কটন লিন্টাস,বাঁশের মন্ড,কাঠের মন্ড।

F.T.C. এর পূর্ণরুপ কি?

উত্তর:Federal trade commission.

H.W.M এর পুর্ণরুপ কি?

High wight Modulas

কটনের ওয়েট ব্রেকিং স্টেংথ কত?

উত্তর:৪.২০।

উল ফাইবারের ময়েসচার রিগেইন কত?

উত্তর: MR= ১৩ থেকে ১৬%।

উল কোন শ্রেনীর ফাইবার।

উত্তর: উল প্রাকৃতিক প্রোটিন ফাইবার।

উলের প্রথম উৎপাদনের স্থান কোথায়?

উত্তর: মেসোপোটেমিয়াতে।

মানের উপর ভিত্তি করে উলকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?

উত্তর: পাঁচটি শ্রেণীতে।যথা:১ম,২য়,৩য়,৪র্থ,৫ম শ্রেনীর উল বা সূক্ষ,মধ্যম,লম্বা,ক্রসব্রেড,কার্পেট উল।

সর্বোৎকৃস্ট উলের নাম কি?

উত্তর: মেরিনো উল।

মেরিনো উল দ্বারা কত কাউন্ডের সূতা তৈরি করা যায়?

উত্তর:৬০ এস থেকে ৮০ এস কাউন্টের।

উল ফাইবারের গড় ব্যাস কত?

উত্তর: ০.০০০১৮ ইঞ্চি থেকে ০.০০০৩ ইঞ্চি।

উলের মুল উপাদানের নাম কি?

উত্তর: কেরোটিন।(শতকরা হার ৩৩%)।

হ্যাকলিং কাকে বলে?

উত্তর:লিলেন আঁশসমূহকে আঁচরিয়ে সোজা ও সমান্তরাল করা এবং লং স্ট্যাপল হতে খাটো আঁশ আলাদা করাকেই হ্যাকলিং বলে।

হেম্প যে উদ্ভিত হতে পাওয়া যায় তার নাম কি?

উত্তর:ক্যানাবিস স্যাটাইভা।

হেল্প ফাইবার কত প্রকার ও কি কি?

উত্তর:দুই প্রকার। যথা:ক)ম্যানিলা হেল্প খ)নিউজিল্যান্ড হেল্প।

হেম্প ফাইবারের আর্দ্রতা ধারন ক্ষমতা কত?

উত্তর:আর্দ্রতা ধারন ক্ষমতা ১২%।

হেম্প ফাইবারের ব্যবহার লিখ?

উত্তর:কাপড়,কম্বল,কার্পেট,ম্যাট ইত্যাদি।

একটি নাড়িকেল কত মাস বয়সে পরিপক্ক হয়?

উত্তর:১০ থেকে ১২ মাস বয়সে পরিপক্ক হয়।

টপস উল কাকে বলে?

উলের দৈর্ঘ্য ৬ থেকে ৯ ইঞ্চি হলে তখন তাকে টপস উল বলে।

উলেন ইয়ার্ন কাকে বলে?

উত্তর: খাঁট দৈর্ঘ্যের ফাইবারকে উলেন ইয়ার্ন বলে।

উল ফাইবারের দৈর্ঘ্য ও ব্যাস কত?

উত্তর: দৈর্ঘ্য ২” থেকে ৮” ও ব্যাস ১২ থেকে ৭০ মাইক্রন।

জুটেক্স কাকে বলে?

উত্তর:জুট ও কটনের মিশ্রনকে জুটেক্স বলে।

পাট আঁশের ময়েশ্চার রিগেইন কত?

উত্তর:পাট আঁশের ময়েশ্চার রিগেইন ১৩.৭৫%।

পাটের গ্রেডিং কত প্রকার কত প্রকার কি কি?

উত্তর:পাটের গ্রেডিং দুই প্রকার।যথা:ক)কাচ্চা গ্রেডিং ২)পাক্কা গ্রেডিং।

পাটের আপেক্ষিক পুরুত্ব কত?

উত্তর:১.৪৮ থেকে ১.৫০।

লিলেন বা ফ্লাক্স ফাইবার কত প্রকার ও কি কি?

উত্তর:দুই প্রকার।যথা:ক)সট স্ট্যাপল খ)লং স্ট্যাপল ফ্লাক্স ফাইবার।

লিলেন ফাইবারের দৈর্ঘ্য কত?

উত্তর:লিলেন ফাইবারের দৈর্ঘ্য সাধারনত ১০ থেকে ৪০” হয়ে থাকে।

ফ্লাক্স রেটিং কত প্রকার ও কি কি?

উত্তর:তিন প্রকার। যথা:ক)ওয়াটার খ)ডিওরোটিং গ)কেমিক্যাল।

পাট আঁশের দৈর্ঘ্য কত?

উত্তর:পাট আঁশের দৈর্ঘ্য সাধারনত ০.২” থেকে ৩০” পর্যন্ত হয়।

কলকাতায় কত সালে পাট কল স্তাপিত হয়?

উত্তর:কলকাতায় ১৮৫০ সালে পাট কল স্তাপিত হয়।

বাংলাদেশে কত সালে পাট কল স্তাপিত হয় এবং তার নাম কি?

উত্তর:বাংলাদেশে ১৯৫০ সালে,আদমজি জুট মিল।

পাটের বোটানিক্যাল নাম কি?

উত্তর:করকোরাস ক্যাপসুলারিস,করকোরাস ওলিটোরিয়াস।

পাট প্রধানত কত প্রকার ও কি কি?

উত্তর:পাট প্রধানত দুই প্রকার। যথা:ক)সাদা পাট খ)তোষা পাট।

টি.এস.এন.সি এর পূর্নরুপ কি?

উত্তর: তোষা সুপিরিয়র নারায়গঞ্জ কাটিংস।

টো (two) বলতে কি বুঝ?

উত্তর:সট স্ট্যাপল ফাইবার বা খাট দৈর্ঘ্যের আঁশকে টো বলে।

কটনের মধ্যে ট্রাশের পরিমান কত থাকে?

উত্তর: ১ থেকে ১৫%।

মানুষের পোশাকের জন্য সর্ব প্রথম টেক্সটাইল ফাইবার কোনটি।

উত্তর:  উল ফাইবার।

সবচেয়ে হালকা ফাইবারের নাম কি?

উত্তর:  Polypropylene।

সবচেয়ে চাকচিক্য বেশী কোন ফাইবারের?

উত্তর:  Acetrate rayon।

তুলা চাষের জন্য মাটির pH কত?

উত্তর: ৬ থেকে ৭.৫।

Opitical Fibre কাকে বলে?

উত্তর: Acryline Fibre কে Opitical Fibre বলে।

কৃত্রিম ফাইবারের দৈর্ঘ্য: প্রস্হের অনুপাত কত?

উত্তর: ৩৫০:১।

জুট ফাইবারের দৈর্ঘ্য: প্রস্তের অনুপাত কত?

উত্তর:  ৯০:১।

কটনকে ঠান্ডা ফাইবার বলা হয় কেন?

উত্তর: কটনের ক্রস সেকশন কিডনীর মত এবং এর মধ্যে অসংখ্য প্রাকৃতিক পাক বিদ্যমানের ফলে ইহা খুব সহজে আমাদের শরীরের সংস্পশে আসতে পারে এবং ঘাম শোষন করে নিতে পারে এ কারণে কটনকে ঠান্ডা ফাইবার বলা হয়।

জুট কি ধরণের ফাইবার?

উত্তর: বাস্ট শব্দের অর্থ ছাল বা বাকল।

বাস্ট ফাইবার কি?

যে সমস্ত ফাইবার ছাল বা বাকল হতে পাওয়া যায়তাকে বাস্ট ফাইবার বলে।

কৃত্রিম ফাইবার কাকে বলে?

উত্তর: বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের সংমিশ্রনে বিক্রিয়া ঘটিয়ে বা বিভিন্ন রাসায়নিক পদার্থের পরিমারাইজেশন ঘটিয়ে যে কৃত্রিম আঁশ তৈরী করা হয় তাকে কৃত্রিম ফাইবার বলে।

সিনথেটিক ফাইবার কি কি আকারে পাওয়া যায়?

উত্তর: তিন ভাগে।যথা:ক)ফিলামেন্ট খ)ফিলামেন্ট টো গ) স্টাপল ফাইবার।

পাট আঁশের বৈজ্ঞানিক নাম লিখ?

উত্তর:  পাটের দুটি জাত। একটি তোষা গোল্ডেন বা সোনালি আঁশ, বৈজ্ঞানিক নাম Corchorus Olitorious। এর বীজ হয় গোলাকার। আরেকটি দেশি বা সাদা। লম্বা আঁশ সাদা, শক্ত, গাছগুলো মোটা। বীজ লম্বা ক্যাপসুলের মতো, তাই এর নাম Corchorus capsularis।

জুট ফাইবার খসখসে ও ভঙ্গুর হওয়ার কারণ কি:

উত্তর: জুটের মধ্যে লিগনিন থাকার কারণে।

বাণিজ্যিকভাবে কোন ফাইবার ব্যবহৃত হয় না?

উত্তর: পোটিন ফাইবার।

ফাইবারের আদর্শ প্রসারণ ক্ষমতা কত ভাগ?

ফাইবারের আদর্শ প্রসারন ক্ষমতা ১৮%।

কোন ফাইবারকে স্পিনিং করার দরকার হয় না।

উত্তর: সিল্ক ফাইবারের।

তুলার চাষ কয়মাসে সম্পুর্ণ হয়?

উত্তর: ৫ থেকে ৭ মাসে।

কত বারে তুলা উঠানো হয়?

উত্তর: তিন বারে।১ম বারে ৫০%, ২য় বারে ৩০%,৩য় বারে ২০%।

দুধ ও কর্ণ হতে যে ফাইবার পাওয়া যায় তার নাম কি?

উত্তর: দুধও কর্ণ হতে প্রোটিন ফাইবার পাওয়া যায়।

শক্তি বা টেনাসিটির একক কি?

উত্তর:শক্তি বা টেনাসিটির একক গ্রাম/ডেনিয়ার অথবা গ্রাম/টেক্স।

প্রাকৃতিতে সবচেয়ে শক্তিশালি ফাইবারের নাম কি?

উত্তর:রেমি ফাইবার।

উল ফাইবার পানিতে ভিজলে কত ভাগ শক্তি হারায়?

উত্তর:২৫ থেকে ৩০ ভাগ শক্তি হারায়।

তিনটি মিনারেল ফাইবারের নাম লিখ?

উত্তর:ক)গ্লাস ফাইবার খ)সিরামিক ফাইবার গ)গ্রাফাইট ফাইবার।

লুমেন কাকে বলে?

উত্তর:টিউব আকৃতির ভিতরের ফাঁকা অংশকে লুমেন বলে।

মসলিন কোন ফাইবার দ্বারা তৈরি হয়?

উত্তর:তুলার সূক্ষআঁশ দ্বারা তৈরি।

ফ্লো-চার্ট কী?

উত্তরঃ কোনো পন্য বা দ্রব্র প্রক্রিয়াজাত অথবা তৈরি করার সময় কোন পণ্যের পর কোন পন্য আসবে বা কোন মেশিনের পর কোন মেশিন ব্যবহার করা হবে তা ক্রমানুসারে চার্ট আকারে কাগজের উপর লিপিব্ধ করে উপস্থাপন করাকে ফ্লো-চার্ট বলে।

কার্ডেড ইয়ার্ন কাকে বলে?

উত্তরঃ সুতা তৈরির প্রক্রিয়ায় কম্বিং মেশিন ব্যবহার না করে যে সুতা তৈরি করা হয় তাকে কার্ডেড সুতা বা কার্ডেড ইর্য়ান বলে।

কম্বড ইয়ার্ন কাকে বলে?

উত্তরঃ সুতা তৈরির প্রক্রিয়ায় কম্বিং মেশিন ব্যবহার করে যে সুতা তৈরি করা হয় তাকে কম্বড সুতা বা কম্বড ইয়ার্ন বলে।

রোটর স্পিনিং-এ সর্বোচ্চ কত কাউন্ট-এর সুতা প্রস্তুত করা হয়?

উত্তরঃ রোটর স্পিনিং-এ সর্বোচ্চ ৪০ কাউন্ট-এর সুতা প্রস্তুত করা হয়।

ব্লো-রুমে কি উৎপন্ন হয়?

উত্তরঃ ব্লো-রুমে ল্যাপ উৎপন্ন হয়।

কার্ডিং মেশিনের আউটপুট কী?

উত্তরঃ কার্ডেড স্লাইভার।

সিমপ্লেক্স মেশিনের আউটপুট কী?

উত্তরঃরোভিং।

রিং ফ্রেমের আউটপুট কী?

উত্তরঃ সুতা।

সমাপ্ত: টেক্সটাইল জব ইন্টারভিউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!