আপনি কি টেক্সটাইল জব ভাইভার জন্য প্রস্তুতি নিচ্ছেন? টেক্সটাইল ভাইভা প্রশ্ন/টেক্সটাইল জব প্রশ্ন খুঁজছেন? আজকে খামারিয়ান.কম আপনাদের জন্য নিয়ে এলো প্রায় 90 প্রশ্নের একটি (ডাইং বা স্পিনিং সেকশনের টেক্সটাইল ভাইভা প্রশ্ন/টেক্সটাইল জব প্রশ্নব্যাংক।
আশা করি, নিচের টেক্সটাইল ভাইভা প্রশ্ন/টেক্সটাইল জব প্রশ্নগুলো দ্বারা আপনি আপনার টেক্সটাইল টেক্সটাইল ডাইং বা স্পিনিং সেকশনে চাকরির প্রস্তুনি কেমন রয়েছে তা পরীক্ষা করে নিতে পারবেন।
ডাইং সেকশনের টেক্সটাইল ভাইভা প্রশ্ন/টেক্সটাইল জব প্রশ্ন
চলুন ডাইং সেকশনের টেক্সটাইল ভাইভা প্রশ্ন/টেক্সটাইল জব প্রশ্ন বাস্তব ইন্টারভিউতে যাবার আগে, আপনার অনলাইন ভাইভা নিয়ে আপনার প্রস্তুতি যাচাই করা যাক-
আপনার জন্য প্রশ্ন:
১-বলুন: মেটামারিজম কি?
২-বলুন: EDTA কি?
৩-বলুন: সল্টের কাজ এবং ম্যাকানিজম কি?
৪-বলুন: সোডার কাজ এবং ম্যাকানিজম কি?
৫-বলুন: মাইগ্রেশন কি, মাইগ্রশন টাইম/টেম্পারেচার কত ক্রিটিক্যাল ডাইং প্রসেসের?
৬-বলুন: ক্রিটিকাল ডাইড এবং ক্রিটিকাল সেড এর নাম?
৭-বলুন: কম্পিউটারের ব্যবহার ডাইং সেকশনে?
৮-বলুন: স্কাওরিং না করে ডাইং করলে কি কি প্রবলেম হতে পারে?
৯-বলুন: কোন শেড ডাইং করতে স্কাওরিং না করে ডাইং করা যায়?
১০-বলুন: শেড কি, শেড% কি, কালার কি?
১১-বলুন: ডাইজ কত প্রকার?
১২-বলুন: ETP এর প্রছেস?
১৩-বলুন: ETP কেমিক্যালস এর নাম, কেন ETP ব্যবহার করা হয়, কত প্রকার?
১৪-বলুন: সিল্ক, উল, পলিএস্টার ফাইবার ডাইং করতে কি ডাইজ লাগে?
১৫-বলুন: ডাবল ডাইং( PC) প্রসেস?
১৬-বলুন: ডাইং এর মেকানিজম?
১৭-বলুন: এনজাইম কি, বায়ো-পলিশ কেন করা হয়?
১৮-বলুন: স্কাওয়ারিং করতে কি কি কেমিকালস লাগে, বায়ো স্কাওয়ারিং কি?
১৯-বলুন: লেভেলিং এজেন্ট কখন ব্যবহার করা হয়?
২০-বলুন: রিডাকশন কি, কেন & কত তাপমাত্রায় করা হয়?
২১-বলুন: সোপিং কি, সোপিং কেন করা হয়?
২২-বলুন: ডাইং ফিনিশিং এর প্যারামিটার কি কি?
২৩-বলুন: এনজাইম ট্রেটমেন্টের প্যারামিটার কি কি?
২৪-বলুন: এনজাইম ট্রেটমেন্ট এর PH 4.5-5 এত কেন?
২৫-বলুন: কটন ওর পলিমার এর নাম কি?
২৬.TG কি, পলিএস্টারের Tg কত?
২৭-বলুন: নিট্রালাইজেশন কখন করা হয়, কোন এসিড দিয়ে করা হয়?
২৮.সাইকেল টাইম কি,?
২৯.বয়লার কি সাপ্লাই করে & এর কেপাসিটি কত?
৩০-বলুন: লাইন বেলেন্সিং কি?
৩১-বলুন: মারচেন্ডাইজার এর কাজ কি?
৩২-বলুন: IE মানে কি & এর কাজ কি?
৩৩.CAD, BGAME,..?
৩৪-বলুন: ব্লেন্ডিং কি, মিক্সার কি?
৩৫.মাস্টার প্যাটার্ন কি?
৩৬-বলুন: ডাইং, নীটিং, উইভিং প্রডাকশন এর সুত্র?
৩৭-বলুন: 4 pont সিস্টেম কি, সুত্র?
৩৮.বেসিক শার্টের পার্টস কয় টি?
৩৯.হোডি কি, ডেনিম পেন্টের পার্টস কয় টি?
৪০-বলুন: ক্রাস পয়েন্ট কি?
৪১-বলুন: নিডেল লুপ কি?
৪২-বলুন: স্টেপল লেংথ কি?
৪৩-বলুন: কাউন্ট কি, কত প্রকার?
৪৪-বলুন: ভিসকস কি ধরনের ফাইবার?
৪৫.ক্যাম কি, কত প্রকার?
৪৬-বলুন: নিডেলের কাজ কি কত প্রকার?
৪৭-বলুন: বার টেক কি?
৪৮-বলুন: PVC কী?
৪৯-বলুন: ডাইং টেমপারেচার PVC/ COTTON,POLYESTER VISCOSE, SILK,….?
৫০-বলুন: ডাইং এর সজ্ঞা, টেক্সটাইল কি, গার্মেন্টস কি, প্রিন্টিং কি, ওয়াশিং কি?
৫১-বলুন: প্রিন্টিং কত প্রকার, কত স্টাইলের প্রিন্টিং আছে, পপুলার কোনটি?
৫২-বলুন: প্রিন্টিং এর প্যারামিটার কি কি?
৫৩-বলুন: ম্যাশ কি?
৫৪-বলুন: কিউরিং কি, কেন করা হয়, কোন মেশিনে & টেম্পারেচার কত?
৫৫-বলুন: স্টেন্টার মেশিন এর হিট সেটিং মেকানিজম?
৫৬-বলুন: টিউবুলার মেশিনের কাজ, কম্পেকটর /হাইড্রোএক্সট্রাক্টর / ড্রাইয়ার মেশিনের কাজ, প্যারামিটার?
৫৭-বলুন: ফাইবার কত প্রকার, সুতা কি, বিভিন্ন সুতার লেংথ?
৫৮-বলুন: শেড কত প্রকার, লাইট থিউরি পিগমেন্ট থিউরি কি?
৫৯-বলুন: ওয়েভ লেংথ কি , বিভিন্ন কালারের ওয়েভ লেংথ?
৬০-বলুন: ডাইং প্রছেছ, প্রিন্টিং, ফিনিশিং প্রছেছ,?
৬১-বলুন: বাইন্ডার কি, পিগমেন্ট কি, ইউরিয়ার কাজ কি, …….?
৬২-বলুন: গ্লোভার সল্ট কেন ব্যবহার করা হয়, এর কাঠামো?
৬৩-বলুন: ডাটা কালার মেশিনের প্রিনছিপল?
৬৪.বিভিন্ন ধরনের ডাইছ এর ব্রান্ডের নাম?
৬৫-বলুন: লেব -ডিপ কি?
৬৬-বলুন: R &D কি?
৬৭-বলুন: কটনের কাঠামো, MR%, MC%?
৬৮-বলুন: হিট সেটিং কেন & কোন কোন ফেব্রিকে করা হয়?
৬৯-বলুন: কোন কোন ফেব্রিকে টার্নিং করা হয় & কেন?
৭০-বলুন: L/C, TT, master l/c, back to back l/c,?
৭১-বলুন: ইউরোপের/আমেরিকান বায়ার এর নাম/?
৭২-বলুন: EPZT, DEPZ…?
৭৩-বলুন: বায়ার কি , লিডিং বায়ার এর নাম?
৭৪-বলুন: স্টিচ লেংথ কি,?
৭৫-বলুন: একটি পেন্ট/গেঞ্জি/শার্ট বানাতে কি কি & কয়টি মেশিন লাগে?
৭৬-বলুন: বাটন কত প্রকার, জিপার কত প্রকার?
৭৭-বলুন: স্টিচ ক্লাস কত প্রকার কি কি?
৭৮-বলুন: পানির হার্ডনেস কত প্রকার কি কি?
৭৯-বলুন: ডিটারজেন /সফটনার কত প্রকার ও কি কি?
৮০-বলুন: কালার বিয়ার করে কে, ক্রমোফর/অক্সোক্রম?
৮১-বলুন: কভার ফেক্টর কি?
৮২-বলুন: কালার ফেডিং কি?
৮৩-বলুন: ফিনিশিং কি, কত প্রকার কেন করা হয়?
৮৪-বলুন: স্ফটনার /লেবেলিং/ সোডা এর PH কত?
৮৫-বলুন: ডিমিনারালাইজেশন কি, কেন করা হয়?
৮৬-বলুন: কত সে.মি কাটা/পড়ানো হয় ফেব্রিকের সারফেস থেকে ফিনিশিং এর সময়?
৮৭-বলুন: RFD এবং RFT কি?
স্পিনিং সেকশনের টেক্সটাইল ভাইভা প্রশ্ন/টেক্সটাইল জব প্রশ্ন
চলুন বাস্তব স্পিনিং সেকশনের টেক্সটাইল ভাইভা প্রশ্ন/টেক্সটাইল জব প্রশ্ন ইন্টারভিউতে যাবার আগে, আপনার অনলাইন ভাইভা নিয়ে আপনার প্রস্তুতি যাচাই করা যাক-
আপনার জন্য প্রশ্ন:
1-বলুন: স্পিনিং মিলের ওয়েস্টেজগুলোর নাম কি?
2-বলুন: অটো-কোন মেশিনের সিডিউল মেইনটেনেন্সের সময় করণীয় কাজগুলো কি?
3-বলুন: রিং ফ্রেমের সিডিউল মেইনটেনেন্সের সময় করণীয় কাজগুলো কি?
4-বলুন: সিমপ্লেক্স মেশিনের সিডিউল মেইনটেনেন্সের সময় করণীয় কাজগুলো কি?
5-বলুন: ড্র-ফ্রেমের সিডিউল মেইনটেনেন্সের সময় করণীয় কাজগুলো কি?
6-বলুন: কার্ডিং মেশিনের মেইনটেনেন্সের সময় করণীয় কাজগুলো বল।
7-বলুন: যেকোন মেশিনের সিডিউল মেইনটেনেন্সের সময় করণীয় কাজগুলো কি?
8-বলুন: কিলোটেক্স কি?
9-বলুন: ইম্পারফেকশন কি?
10-বলুন: উসটার টেসটার মেশিন কি কাজে ব্যবহৃত হয়।
11-বলুন: উসটার আফিস মেশিনের মডিউলগুলো কি কি?
12-বলুন: মাইক্রোনেয়ার মডিউলে কি পরিমাপ করা হয়?
13-বলুন: বেল ম্যানেজমেন্ট কি?
14-বলুন: সুতার গুনগত মান সঠিক রাখতে প্রোডাকশনের প্রতিটি পর্যায়ে অত্যাবশ্যকীয় কাজ গুলো কী কী?
15-বলুন: কম্পেক্ট স্পিনিং কি?
16-বলুন: কমপেক্ট স্পিনিং এর সুবিধাগুলো কি?
17-বলুন: অটোকোনের কত ধরণের অপারেটর থাকে
18-বলুন: রিং ফ্রেমে কত ধরণের অপারেটর থাকে?
19-বলুন: রিং ফ্রেমের কাজগুলো কি কি?
20-বলুন: সিমপ্লেক্স মেশিনে একজন অপারেটর এর কাজগুলো কি কি?
21-বলুন: একটি কম্বার মেশিনে কয়টি ল্যাপ ফিড করতে হয়?
22-বলুন: ল্যাপ ফর্মারের ডাবলিং কত?
23-বলুন: ড্র-ফ্রেম কয় ধরণের হয়?
24-বলুন: ড্র-ফ্রেমের স্পিড কত?
25-বলুন: ড্র-ফ্রেমের ডাবলিং কত?
26-বলুন: কার্ডিং ক্যানে কত মিটার স্লাইভার থাকে?
27-বলুন: কার্ডিং মেশিনের বিভিন্ন অংশের নাম লিখ?
28-বলুন: ব্লো-রুমের ক্লিনিং মেশিনগুলো কি কি?
29-বলুন: ইয়ার্ণ এর গুনাবলী গুলো কী কী?
30-বলুন: ফাইবারের ৩টি গুনাবলী বল।
31-বলুন: তুলার ভিতর কী কী অপদ্রব্য থাকতে পারে?
32-বলুন: ব্লোরুম এর কাজ কী?
33-বলুন: কার্ডিং মেশিনের কাজ কী?
34-বলুন: ল্যাপ ফর্মার এর কাজ কী?
35-বলুন: রিং মেশিনের কাজ কী?
36-বলুন: কম্বড প্রসেস টি লিখ
37-বলুন: স্পিনিং বলতে কী বুঝ?
38-বলুন: ইয়ার্ণ কী?
39-বলুন: স্লাইভার কী?
40-বলুন: পণ্যের কোয়ালিটি বলতে কী বুঝ?
41-বলুন: ওয়াস্টেজ কী?
42-বলুন: কারখানায় আগুন লাগলে করণীয় কী?
43-বলুন: আগুন নিভানোর ৩টি যন্ত্রের নাম বল?
আজকের ডাইং ও স্পিনিং টেক্সটাইল ভাইভা প্রশ্ন/টেক্সটাইল জব প্রশ্ন সেটটি এখানেই শেষ করছি, ভবিষ্যতে এই ধরণের আরও প্রশ্ন সেট আপনাদের পএদানের জন্য চেষ্টা করব, তাই খামারিয়ান.কম নিয়মিত ভিজিট করুন, আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখুন। আজকের মত এখানেই শেষ করছি, ধন্যবাদ।