Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

110 টি টেক্সটাইল ভাইভা প্রশ্ন (টেক্সটাইল জব ভাইভা)

টেক্সটাইল ভাইভা প্রশ্ন (টেক্সটাইল জব ভাইভা)

হ্যলো টেক্সটাইল পিপিলস, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম, 110 টি টেক্সটাইল ভাইভা প্রশ্ন (টেক্সটাইল জব ভাইভা), তো চলো শুরু করিঃ

আপাতত ৬টি পর্বে মোট ১১০টি প্রশ্ন উত্তর দেওয়া হলো, ভবিষ্যতে এর পরিমাণ ১০০০ নিয়ে নিয়ে যাব, মানে আরও টেক্সটাইল বিষয়ক প্রশ্ন উত্তর যুক্ত করা হবে ইংশাআল্লাহ।

টেক্সটাইল ভাইভা প্রশ্ন (টেক্সটাইল জব ভাইভা) পর্ব-1

প্রশ্ন: সকল ফাইবারের কিং বলা হয় কোন ফাইবার কে?

উত্তর: কটন ফাইবার।

প্রশ্ন: প্রথম আবিস্কার করা Crop ফাইবার এর নাম কি?

উত্তর : ফ্লাক্স ফাইবার।

প্রশ্ন: প্রথম আবিস্কার করা সিননথেটিক অথবা মেন মেইড ফাইবার এর নাম কি?

উত্তর: পলিএমাইড ফাইবার।

প্রশ্ন: প্রথম আবিস্কার করা ন্যাচারাল ফাইবার এর নাম কি?

উত্তর: Wool ফাইবার।

প্রশ্ন: কোন ফাইবার কে ফাইবারের রাণী বলা হয়?

উত্তর: সিল্ক ফাইবার।

প্রশ্ন: ডিসপোজাল গার্মেন্টস কি?

উত্তর: এক বার ব্যবহার করা গার্মেন্টস কে বলা হয়।

প্রশ্ন: ফাইবার ফিজিকেলী কত প্রকার?

উত্তর: 2 প্রকার। স্টেপল ফাইবার এবং ফিলামেন্ট ফাইবার।

প্রশ্ন: Weft নিটিং এর স্টিচ কয়টি?

উত্তর: 3 টি।

প্লেইন নিট স্টিচ, পার্ল স্টিচ এবং রিব স্টিচ।

প্রশ্ন: কি কি ধরনের কটন কাপড় কিনতে পাওয়া যায়?

উত্তর: গ্রে কটন, ব্লিচ কটন এবং কালার অথবা ডাইড কটন ফেব্রিক।

প্রশ্ন: প্লাই ইয়ার্ন কি?

উত্তর: 2 বা এর বেশি ইয়ার্ন একত্রে পাক বা টুয়েস্ট দেওয়ার ফলে যে ইয়ার্ন পাওয়া যায় তাকে প্লাই ইয়ার্ন বলে।

প্রশ্ন: কমবেড এবং কার্ডেড ইয়ার্ন এর মধ্যে কোনটা বেশি ব্যবহার করা হয় বেশি?

উত্তর: কার্ডেড ইয়ার্ন।

প্রশ্ন: সিংগেল এবং ডাবল জারসির মধ্যে কোনটির কারলিং টেনডেনছি প্রপারটিজ শো করে?

উত্তর: সিংগেল জারসি।

প্রশ্ন: কাকে স্পিনিং এর আত্মা বলা হয়?

উত্তর: কার্ডিং।

প্রশ্ন: ডাইং এর আত্মা বলা হয় কাকে?

উত্তর: স্কাওরিং এবং ব্লিচিং।

প্রশ্ন: বাটনের সাইজ কোন একক দিয়া মাপা হয়?

উত্তর: লাইন।

প্রশ্ন: কত ধরনের ডাইং মেথড আছে এবং কি কি?

উত্তর: স্টোক ডাইং, টপ ডাইং, ইয়ারন ডাইং, পিচ ডাইং, গারমেন্টস ডাইং এবং ডোপ ডাইং মেথড।

প্রশ্ন: কি কি ধরনের কেমিক্যাল প্রছেছ ব্যবহার করা হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে?

উত্তর: স্কাওরিং, ব্লিচিং, ব্লিচ ক্লিন আপ, ডি-সাইজিং, ফেব্রিক সফেনিং এবং মার্সারাইজেশন

প্রশ্ন: বাইন্ডার কখন ব্যবহার করা হয়?

উত্তর: পিগমেন্ট ডাইং, ফ্লোরোসেন্ট ডাইং এবং প্রিন্টং

প্রশ্ন: পিগমেন্ট কালার ফিক্সট করার জন্য কি প্রসেস ব্যবহার করা হয়?

উত্তর: কিউরিং।

প্রশ্ন: মার্সারাইজেশন এর মেইন উদেশ্য কি?

উত্তর: ফেব্রিকের শক্তি, উজ্জলতা, এবজরবেনসি বাড়াতে সাহায্য করে।

টেক্সটাইল ভাইভা প্রশ্ন (টেক্সটাইল জব ভাইভা) পর্ব-2

প্রশ্ন: মার্সারাইজ করা হয় কোন কাপড়ে?

উত্তর: ওভেন কাপড়ে।

প্রশ্ন: হেয়ারিনেস দুর করা হয় কোন প্রসেস?

উত্তর: ওভেন সিনজিং এবং নিট কাপড় বায়ো-টেকনোলজি।

প্রশ্ন: ডেনিম কাপড় ডাইং করা হয় কোন ডাইছ দিয়া?

উত্তর: ভেট ডাইড, সালফার ডাইজ।

প্রশ্ন: ভেট ডাইজের রাবিং ফাস্টনেস কত?

উত্তর: 2-3.

প্রশ্ন: কালার থিওরী কয়টি এবং কি কি?

উত্তর: 2 টি, পিগমেন্ট এবং লাইট থিওরী

প্রশ্ন: কি দিয়া সব ধরনের কাপড় কালার করা যায়?

উত্তর: পিগমেন্ট।

প্রশ্ন: টেমপোরারী ওয়াটার হার্ডনেস কিভাবে দুর করা যায়?

উত্তর: বাই হিটিং।

প্রশ্ন: ড্রাফটের লিমিট কত স্প্রিড ফ্রেমের?

উত্তর: 30-60.

প্রশ্ন: ডেনিমের সুতা বানানো হয় কি থেকে?

উত্তর: ডিরেক্ট স্লাইভার থেকে।

প্রশ্ন: মসলিন কাপড়ের কাউন্ট কত?

উত্তর: 300 Ne.

প্রশ্ন: স্লাইভার এর কাউন্ট কত?

উত্তর: 0.1 Ne.

প্রশ্ন: রোভিং এর কাউন্ট কত?

উত্তর: 1-3 Ne.

প্রশ্ন: পপলিনের কাউন্ট কত?

উত্তর: 40 Ne.

প্রশ্ন: লংগির কাউন্ট কত?

উত্তর:30 Ne.

প্রশ্ন: নরমাল শার্টের কাউন্ট কত?

উত্তর: 30-40.

প্রশ্ন: ভয়েল ফেব্রিকের কাউন্ট?

উত্তর: 60.

প্রশ্ন: ড্রইং মেশিনের কাজ কি?

উত্তর: ড্রইং , ডাবলিং এবং ড্রাফটিং।

প্রশ্ন: সিমপ্লেক্স মেশিনের ইনপুট এবং আউট পুট কি?

উত্তর: ড্রইং স্লাইভার – রোভিং।

প্রশ্ন: রিং ফ্রেম মেশিনের ইনপুট এবং আউটপুট কি?

উত্তর: রোভিং – ইয়ার্ন।

প্রশ্ন: ড্রোইং মেশিনের ইনপুট এবং আউটপুট কি?

উত্তর: স্লাইভার।

টেক্সটাইল ভাইভা প্রশ্ন (টেক্সটাইল জব ভাইভা) পর্ব-3

প্রশ্ন: কম্বার মেশিনের ইনপুট এবং আউটপুট কি?

উত্তর: ল্যাপ – স্লাইভার।

প্রশ্ন: সুপার ল্যাপ ফরমার মেশিনের ইনপুট এবং আউটপুট কি?

উত্তর: ড্রইং স্লাইভার – ল্যাপ।

প্রশ্ন: ড্রইং মেশিনে কয়টি কেম ফিট করতে হয়?

উত্তর: 6-8 টি।

প্রশ্ন: রিং ফ্রেম মেশিনের ওয়েস্ট কে কি বলে?

উত্তর: Pneumafil

প্রশ্ন: কম্বার মেশিনের ওয়েস্ট কে কি বলা হয়?

উত্তর: Noile, এইটা -% হতে পারে।

প্রশ্ন: ডাইং এর ইম্পরটেন্ট বিষয় কয়টি?

উত্তর: 2 টি , কালার ফাস্টনেস এবং কালার মেচিং।

প্রশ্ন: সেল্ফ শেড কি?

উত্তর: 1 টি মাত্র ডাইছ দিয়া কাপড় রং করাকে সেল্ফ শেড বলে।

প্রশ্ন: টোনাল ডিফারেন্স কি?

উত্তর: 1 টি কালারের সাথে অন্য কালারের টোন পার্থক্য কে বলে।

প্রশ্ন: নেপস কাউন্ট কি?

উত্তর: 1 স্কায়ার ইঞ্চিতে যতটা নেপ থাকে তাকে নেপস কাউন্ট বলে।

প্রশ্ন: ডাইং এর ইউটিলিটজ কি কি?

উত্তর: পাম্প, জেনেরেটর, বয়লার, গ্যাস ইত্যাদি।

প্রশ্ন: টেক্স্যটাইল ফাইবারের মিনিমাম স্ট্রেনথ(strength) কত?

উত্তর: 6 CN/TEX.

প্রশ্ন: কটন এর MR% মানে ময়সচার রিগেইন % কত?

উত্তর: 8.5%.

প্রশ্ন: উল এর MR% কত?

উত্তর: 16%.

প্রশ্ন: পলিএস্টার এর MR% কত?

উত্তর: .4%.

প্রশ্ন: সিল্ক এর MR% কত?

উত্তর: 11%.

প্রশ্ন: টু-ইস্ট কত প্রকার?

উত্তর: 2 প্রকার, S এবং Z টুইস্ট।

প্রশ্ন: রিং ইয়ার্ন কোন টুইস্ট এ বাননো হয়?

উত্তর: Z twist এ।

প্রশ্ন: রোটর ইয়ারন কোন টুইস্ট প্রসেস?

উত্তর: S twist.

প্রশ্ন: ইন-ডাইরেক্ট সিস্টেমে কি ফিক্সট থাকে?

উত্তর: ভর ফিক্সট।

প্রশ্ন: কটন এর ফাইননেস কি দিয়া নির্ধারন করা হয়?

উত্তর: মাক্রোনিয়ার ভ্যালু।

টেক্সটাইল ভাইভা প্রশ্ন (টেক্সটাইল জব ভাইভা) পর্ব-4

প্রশ্ন: স্টেপল লেংথ কি?

উত্তর: ফাইবারের এভারেজ লেংথ কে বলা হয় স্টেপল লেংথ।

প্রশ্ন: পিচ কি?

উত্তর: 1 টি নিডেল থেকে অন্য 1 টি নিডেলের ডিসটেন্স কে পিচ বলে।

প্রশ্ন: নিটিং কত প্রকার?

উত্তর: 2 প্রকার, warp এবং weft knitting পদ্ধতি।

প্রশ্ন: warp knitting এর ইলিমেন্ট কি কি?

উত্তর: নিডেল, কেম, সিনকার, গাইড।

প্রশ্ন: weft knitting এর ইলিমেন্ট কি কি?

উত্তর: নিডেল, সিনকার, কেম।

প্রশ্ন: কত সেট সুতা ব্যবহার করা হয় নিটিং করতে?

উত্তর : 1 সেট সুতা।

প্রশ্ন: কত সেট সুতা ব্যবহার করা হয় ওইভিং করতে?

উত্তর : 2 সেট সুতা।

প্রশ্ন: নিডেল কত প্রকার?

উত্তর: 3 প্রকার। লেচ নিডেল, বিয়ারড নিডেল, কমপাউন্ড নিডেল।

প্রশ্ন: নিটের কাপড় কত ধরনের হয়?

উত্তর: ধরনের, cutting এবং sew knit ওয়্যার।

প্রশ্ন: নিটিং এর স্টিচ কত প্রকার?

উত্তর: 3 প্রকার। নিট স্টিচ, টাক স্টিচ এবং মিস স্টিচ।

প্রশ্ন: ক্যাম কত প্রকার?

উতর: Types of cam: 1. Stitch cam; 2. Rising cam; 3. Guard cam 4. Upthrow cam;

প্রশ্ন: M:L রেশিও কেন ইম্পরটেন্ট ডাইং এর জন্য?

উত্তর : M:L ছারা প্রয়োজনীয় পরিমান ডাইছ, কেমিক্যাল, পানি নিতে পারব না, তাই ডাইং এবং ওয়াশিং এর জন্য M:L ইমপরটেন্ট।

প্রশ্ন: গার্মেন্টস ওয়াশিং এ কি কি কেমিক্যাল একশন হয়?

উত্তর: 3 টি, রেগুলার (ব্লিচ ওয়াশ) ইরেগুলার (এসিড ওয়াশ) এবং লোকাল (পি পি ইসপ্রে, পি পি সপুন্জ)।

প্রশ্ন: কি কি ফেক্টর ডিপেন্ড করে একশন অব ওয়াশিং?

উত্তর: টাইম, টেমপারাচার, মেকানিক্যাক একশন, কেমিক্যাল একশন।

প্রশ্ন: কস্টিং এবং প্রাইজিং কি?

উত্তর: কস্টিং হল টুটাল কনজামশন অব গার্মেন্টস যেখানে প্রফিট এড থাকে না। কস্টিং এর সাথে যখন প্রফিট যুক্ত থাকব তখন একে প্রাইজিং বলা হয়।

প্রশ্ন: লেবেল কত প্রকার?

উত্তর: 3 প্রকার, মেইন লেবেল, সাইজ লেবেল এবং কেয়ার লেবেল।

প্রশ্ন: জেকেটের কতট পার্টস থাকে?

উত্তর: 3 টা, “আপার পারটস” কল শে’ল্ল। ইনার পারটস কল লাইনিং এবং মিডেল পারস্ট কল ইন্টারলাইনিং।

প্রশ্ন: WWSC এবং RSWD বলতে কি বুঝায়?

উত্তর:WWSC= WASH WITH SIMILAR COLOR RSWD = RE SHAPE WHILST DAMP.

প্রশ্ন: TAP এবং AQL কি?

উত্তর: TAP= Total acceptable product in a lot.

AQL=acceptable quality limit.

টেক্সটাইল ভাইভা প্রশ্ন (টেক্সটাইল জব ভাইভা) পর্ব-5

প্রশ্ন: বাংলাদেশের প্রথম গারমেন্টস এর নাম কি?

উত্তর: রিয়াজ গার্মেন্টস

প্রশ্ন: শার্ট বানানোর জন্য কয়টি সেকশন থাকে?

উত্তর: 3 টি, কলার, কাফ এবং বডি সেকশন।

প্রশ্ন: গার্মেন্টসে CAM এর কাজ কি?

উত্তর: সেলাই / কাটিং /ফেব্রিক স্প্রেডিং এবং মোভ করা।

প্রশ্ন: CAD এর কাজ কি?

উত্তর: গার্মেন্টস ডিজাইন/মার্কার মেকিং / পেটার্ন প্রিপারেশন এবং গ্রেডিং।

প্রশ্ন: মার্কারের উদ্দেশ্য কি?

উত্তর: কাপড়ের অপচয় কমানো।

প্রশ্ন: সুইং এবং স্টিচিং এর মধ্যে মেইন পার্থক্য কি?

উত্তর: সুইং ইনভিজিবল এবং স্টিচ ভিজিবল।

প্রশ্ন: ইয়ারন এবং থ্রেড এর মেইন পারথক্য কি?

উত্তর: ইয়ারন ব্যবহার করা হয় কাপড় প্রডিউছ করার জন্য এবং এইটা সিংগেল প্লাই। থ্রেড ব্যবহার করা হয় গার্মেনটস সুইং এর জন্য এবং এটা একের অধিক প্লাই হতে পারে।

প্রশ্ন: কমপ্লাইন্স এর কাজ কি?

উত্তর: শ্রমিকের অধিকার এবং সুবিধাসমুখ এনশিউর করা।

প্রশ্ন: নিটিং কাপড় প্রডিউস হয় কিভাবে?

উত্তর: ইন্টার লুপিং এর মাধ্যেমে।

প্রশ্ন: ওভেন কাপড় কিভাবে প্রডিউস হয়?

উত্তর: ইন্টার লেছিং এর মাধ্যেমে।

প্রশ্ন: কোন নিটিং সিস্টেমে সিংগেল ইয়ারন ব্যবহার করে ফেব্রিক প্রডিউস হয়?

উত্তর : weft knitting.

প্রশ্ন: warp এর অন্য নাম কি?

উত্তর: ends.

প্রশ্ন: weft এর অন্য নাম কি?

উত্তর: পিক।

প্রশ্ন: নিডেল individually কাজ করে কোন নিটিং মেশিনে?

উত্তর: weft knitting m/c.

প্রশ্ন: নিডেল unitedly কাজ করে কোন নিটিং মেশিনে?

উত্তর: warp knitting m/c.

প্রশ্ন: held loop কোন লুপ থেকে বড়?

উত্তর: নিট লুপ।

প্রশ্ন: সিংগেল জারসি কাপড় চেনার উপায় কি?

উত্তর; ফেইচ এবং ব্যাক পার্টস ভিন্ন।

টেক্সটাইল ভাইভা প্রশ্ন (টেক্সটাইল জব ভাইভা) পর্ব-6

প্রশ্ন: ডাবল জার্সি কাপড় চেনার উপায় কি?

উত্তর: ফেইচ এবং বেক পার্টস সেইম বা একই দেখায়।

প্রশ্ন: jacquard loom m/c এর মেক্সিমাম warp thread কন্ট্রলিং এর কেপাছিটি কত?

উত্তর: 1800.

প্রশ্ন: নোটেশন কাকে বলে?

উত্তর : নিটিং এর স্ট্রাকচার প্রকাশের জন্য যে সংকেত বা প্রতিক ব্যবহার করা হয় তাকে নোটেশন বলে।

প্রশ্ন: মেকানিক্যাল বন্ডিং গুলো কিকি?

উত্তর : নিডেল ফেল্টিং, স্টিচ বন্ডিং, হাইড্রোয়েনট্যাংলিং।

প্রশ্ন: আন্ডারল্যাপ কাকে বলে?

উত্তর : লুপ স্ট্রাকচার এর দ্বিতীয় অংশটি সুতার দৈর্ঘ্য লুপকে সংযোগ দেয় যাকে আন্ডার ল্যাপ বলে।

প্রশ্ন: স্ট্যাপল পলিয়েস্টার নিট কারখানায় কম ব্যবহৃত হয় কেন?

উত্তর ; গুটি বাধার কারনে কম ব্যবহৃত হয়।

প্রশ্ন: রৈখিক ক্যাম কাকে বলে?

উত্তর : যে সম্মিলন ক্যাম এর নিডেল ট্র্যাক সর্বদা সরলরেখায় থাকে তাকে রৈখিক ক্যাম বলে।

প্রশ্ন: নিট সুতায় মোম প্রল্যাপ দেয়া হয় কেন?

উত্তর : নিডেল যাতে বার বার না ভাংগে, ও ঘর্ষনে সুতা যাতে না হেয়ারি হয়।

প্রশ্ন: নন জ্যাকার্ড মেশিন কত কাটের হয়?

উত্তর : 24।

প্রশ্ন: নন জ্যাকার্ড মেশিন কাকে বলে?

উত্তর : নিটিং মেশিনে ডায়াল ও সিলিন্ডার উভয় চার ট্র্যাক ক্যাম সিস্টেম অন্তর্ভুক্ত করা নিটিং মেশিনকে নন জ্যাকার্ড মেশিন বলে।

প্রশ্ন: সিংগেল জার্সি জ্যাকার্ড কাকে বলে?

উত্তর : সিংগেল জার্সি জ্যাকার্ড এক বিশেষ ধরনের ডিজাইন, যা নিট ও মিস স্টিচের সমন্বয়ে গঠিত।

প্রশ্ন: নিট প্লেটিং এর বিকল্প কি?

উত্তর : আজকাল নিট প্লেটিং এর বিকল্প হিসাবে এমব্রয়ডারি মোটিফ প্লেটিং করা হয়।

প্রশ্ন: ইন্টারলক ফেব্রিক তৈরিতে কমপক্ষে কয়টি ফিডার লাগে?

উত্তর : দুই বা ততোধিক।

প্রশ্ন: মাল্টি অ্যাক্সিয়াল কাপড়ের স্তরগুলো কিভাবে সজ্জিত থাকে?

উত্তর : উল্লম্ব, অনুভূমিক, কোনাকুনি।

প্রশ্ন: মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক কাকে বলে?

উত্তর : ওয়ার্প নিটের সাহায্য গঠিত কাপড়, যা তিন বা ততোধিক স্তরের প্রচুর সংখ্যক সরল সুতা প্রত্যেক পরস্পর বিভিন্ন কোণে সজ্জিত থাকে তাকে মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক বলে।

প্রশ্ন: সগিং মোশন কি?

উত্তর : নিডেল বারের সমান্তরালে গাইড বারের যে মুভমেন্ট তাকে সগিং মোশন বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!