Skip to content

 

Wait...❤😘 Show love? ⬇⬇⬇

6টি দুঃস্থ মানুষের প্রতি কর্তব্য/করণীয় তথা দুঃস্থদের অধিকার

6টি দুঃস্থ মানুষের প্রতি কর্তব্য/করণীয় তথা দুঃস্থদের অধিকার

বিষয়: 6টি দুঃস্থ মানুষের জন্য কর্তব্য/করণীয় তথা দুঃস্থদের অধিকার।
হ্যাশট্যাগ: #6টি দুঃস্থ মানুষের জন্য কর্তব্য/করণীয় তথা দুঃস্থদের অধিকার।

6টি দুঃস্থ মানুষের জন্য করণীয় তথা দুঃস্থদের অধিকারঃ

এতীম, মিসকীন, বিধবা, অন্ধ, পঙ্গু, আতুর, চিররোগা, ভিক্ষুক, মুসাফির প্রভৃতি দুঃস্থ ও নিরাশ্রয়ী মানুষেরও অনেক অধিকার রয়েছে এবং তাদের জন্যেও অনেক কিছু করণীয় রয়েছে। যেমনঃ

১. তাদের প্রতি দয়া প্রদর্শন করা।

২. টাকা-পয়সা বা খাদ্য পোশাক দিয়ে তাদের সাহায্য করা। তবে এমনভাবে সাহায্য করা ঠিক নয়, যাতে ভিক্ষাবৃত্তি প্রশ্রয় পায়। কেননা, ভিক্ষাবৃত্তিকে ইসলাম ঘৃণার দৃষ্টিতে দেখে। এ জন্যেই যার নিকট এক দিনের খাবারের ব্যবস্থা রয়েছে, তার পক্ষে খোরাকীর জন্য হাত পাতা জায়েয নেই এবং জেনে শুনে এরূপ ব্যক্তিকে দান করাও নিষেধ। এমনিভাবে অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের ক্ষেত্রেও প্রয়োজন পরিমাণ থাকা সত্ত্বেও সওয়াল করা হারাম। এ ছাড়া যে ব্যক্তি উপার্জন করে খাওয়ার ক্ষমতা রাখে তার জন্য হাত পাতা নিষেধ এবং এরূপ হাত পাতা ব্যক্তিকে দান করাও নিষেধ।

৩. তারা কাজ করতে অক্ষম হলে তাদের কাজ করে দেয়া।

৪. কথা দ্বারা তাদেরকে সান্ত্বনা দেয়া এবং তাদের সাথে ভাল কথা বলা।

৫. যথাসাধ্য তাদের আকাংখা ও আবদার রক্ষা করা।

৬. তাদের সাথে সদ্ব্যবহার করা, নম্র ব্যবহার করা এবং রূঢ় ব্যবহার না করা।

বিঃ দ্রঃ সরকারেরও দায়িত্ব দুঃস্থ মানুষের ভরণ-পোষণ এবং যাবতীয় বিষয়ের দায়িত্বভার গ্রহণ করা।

সমাপ্ত: 6টি দুঃস্থ মানুষের জন্য কর্তব্য/করণীয় তথা দুঃস্থদের অধিকার।
সুত্র: আহকামে যিন্দেগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!