সংকলক এর বার্তাঃ
সকল প্রসংশা আল্লাহ তায়ালা এর কাছে, যিনি আমাদেরকে ইমানের উপর রেখেছেন। এটি মূলত Facebook Group: আস্তিক বনাম নাস্তিক নিরপেক্ষ মতামত ও যুক্তিসঙ্গত আলোচনা (শিক্ষা মূলক বিতর্ক) এর Pdf কালেকশন।
যার জন্য কিছু ভাই তাদের শ্রম মেধা দিয়ে নাস্তিকদের অযৌক্তিক কিছু প্রশ্নের কুর’আন ও সুন্নাহ অনুসারে যথার্থ ও নিঃসন্দেহে যৌক্তিক উত্তর দিয়েছেন। আমি Pdf করার সময় ঐ সব ভাইদের জ্ঞানের গভীরতায় মুগ্ধ হচ্ছিলাম । আমরা চাই এই উত্তর গুলো যেন প্রতিটা মুসলিমের কাছে পৌঁছিয়ে যায় এবং “নাস্তিকতা” নামক মানসিক ব্যাধি বইটি থেকে প্রতিটা মানুষ বিশেষ করে মুসলিম ভাই বোনেরা রক্ষা পায়। আমার মনে হয় মুসলিম ভাই বোনদের মধ্যে এমন সামর্থ্যবান ভাই/বোন আছেন যারা বইটা ছাপাতে সাহায্যে করবে বা কোন উদ্যোগ নিবেন এবং বাংলা ভাষার প্রতিটি মানুষের কাছে বইটি পৌঁছিয়ে দিবেন।

এই বইয়ের সমস্ত লিখার সফলতা Nayan Chowdhury ভাই এবং তার সাথে যারা লিখার কাজ করেছেন তাদের । আল্লাহ তায়ালা এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সবার কাজকে কবুল করুক।
তারিখঃ ২৭.০৮.২০১৭ মাসিহ, ৪.১২.১৪৩৮ হিজরি
