🛑প্রশ্নঃ নিচের আয়াতগুলার মানে এই যে আল্লাহর আকাশ এতো কঠিন যে, তাতে কোনো ফাটল নেই?
* সুরা মূলক ৬৭:৩ = তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তা’আলার সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না। আবার দৃষ্টিফেরাও; কোন ফাটল দেখতে পাও কি?
* সুরা কাফ ৫০:৬ = তারা কি তাদের উপরস্থিত আকাশের পানে দৃষ্টিপাত করে না আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি? তাতে কোন ছিদ্রও নেই।
🔷উত্তর :- আকাশে ফাটল নেই, ছিদ্র নেই এরমানে এই না যে আকাশ কঠিন পদার্থের কোন বস্তু। যেমন ধরুন আমি যদি বলি পানিতে কোন ফাটল নেই এরমানে কি পানি শক্ত কিছু? উত্তর হল না। কিন্তু আমি যে বললাম পানিতে ফাটল নেই আমার কথা কিন্তু বাস্তব সত্য কারন পানিতে আসলেই কোন ফাটল নেই, ছিদ্র নেই।
“আমরা অনেক সময় বলি যে তোমার চিন্তাভাবনা এত স্বচ্ছ ও সুন্দর যে তাতে কোন ছিদ্র নেই” এরমানে কি মানুষের চিন্তাভাবনা কঠিন পদার্থের কিছু? উত্তর হল না। কিন্তু আমাদের ঐরকম কথাও কিন্তু ভুল না কারন যেসব ভাল চিন্তা করে সেসকল মানুষের চিন্তাভাবনায় ছিদ্র থাকতেই পারে না তথা ত্রুটি থাকতেই পারে না।
আল্লাহ আকাশের দিকে তাকিয়ে দেখতে বলেছেন , আমরাও তাকালাম কি দেখলাম? আসলেই তো তাতে কোন ফাটল নেই অথবা ছিদ্রও নেই অথবা ত্রুটি নেই – এরমানে এই না যে আকাশ কঠিন পদার্থের তৈরি এবং কুরআনের আয়াতও বাস্তব সত্য এবং সঠিক প্রমানিত হচ্ছে।