🛑প্রশ্নঃ নিচের আয়াত সমূহ পড়লে তো মনে হচ্ছে আকাশ এমন কঠিন জিনিস যে, তা সৃষ্টিতে খুঁটি লাগবে কিন্তু আল্লাহ খুটি ছাড়াই তা বানিয়েছেন। এখানে বুঝা যাচ্ছে যে, আকাশ কঠিন; না হলে খুঁটির কথা আসবে কেন?
* সূরা লোকমান, ৩১: ১০ = তিনি খুঁটি ব্যতীত আকাশমন্ডলী সৃষ্টি করেছেন; তোমরা তা দেখছ।
* সূরা রাদ, ১৩:২ = আল্লাহ, যিনি উর্ধ্বদেশে স্থাপন করেছেন আকাশমন্ডলীকে স্তম্ভ ব্যতীত।
🔷উত্তর :- এই আয়াত সমূহ বুঝার আগে একটি উদাহরণ কল্পনা করুন। ধরুন ক্লাসে একজন শিক্ষক আপনাদের প্রকৃতির সৌন্দর্য নিয়ে আলোচনা করছেন। তিনি বলছেন দেখ আমার ছাত্ররা কত সুন্দর এই প্রকৃতি তাই না! বাতাসের দিকেই দেখ, সেটার কোন পিলার নেই , সে কোন খাবার খায় না সে মানুষের মত চিন্তাও করতে পারে না অথচ বাতাস কত গুরুত্বপূর্ণ আমাদের কাছে।
উদাহরণ বুঝে থাকলে বলুন তো কোন সুস্থ মানুষ কি টিচারের ঐ কথাকে ভুল বলবে? উত্তর হল না। কারন বাস্তবতা কিন্তু তাই , আসলেই তো বাতাসের কোন পিলার নেই, সে আমাদের মত খায় না , মানুষের মত চিন্তাও করে না। এখন কেউ যদি প্রশ্ন করে স্যার বাতাসের পিলার থাকা কিভাবে সম্ভব , বাতাস কি কঠিন শক্ত পদার্থ? উত্তর হল না , বাতাস কোন শক্ত পদার্থ না কিন্তু তারমানে কেউ এখানে অন্য কিছুর উদাহরণ দিতে পারবে না সেটি কিন্তু না! বুঝাতে পারলাম।
আমি যদি বলি প্রশ্নকর্তা হলেন মানুষ,সে বানর না, তার ব্রেনে তুলা নাই এরমানে কি আপনার বানর হওয়া জরুরি অথবা আপনার মাথায় তুলা থাকতেই হবে? উত্তর হচ্ছে না। কিন্তু আমার কথা সম্পূর্ণই সঠিক। আবার খেয়াল করুন আমি বললাম যে আমার বাসায় একটি বিড়াল আছে এবং সে অ্যামেরিকার সরকার না – কেউ কি এখানে বলবে বিড়াল আবার অ্যামেরিকার সরকার হবে কেন? উত্তর হচ্ছে না কিন্তু আমার কথাও কিন্তু ভুল না কারন অ্যামেরিকার সরকার আসলেই আমার বিড়াল না – মুলত এটি হল কথা বলার একটি অন্যরকম স্টাইল যা অবাক করার মত এই আর কি কিন্তু ভুল কখনো না!
ঠিক একইভাবে আল্লাহ বাস্তব কথাটিই বলছেন যে তোমরা দেখছ যে আকাশের মধ্যে কোন পিলার নেই কিন্তু এরমানে এই না যে আকাশ শক্ত কিছু অথবা খুঁটির কথা বলে এখানে ভুল কথা রয়েছে – ব্যাপারটা আসলে তা নয়। আসলে কথার বা লাইনের স্টাইলই এরকম কিন্তু এরমানে এই না যে আকাশকে শক্ত কোন পদার্থ বুঝানো হয়েছে।
সূরা লোকমান, ৩১: ১০ = তিনি খুঁটি ব্যতীত আকাশমন্ডলী সৃষ্টি করেছেন; তোমরা তা দেখছ – আমরা আসলেই দেখছি আকাশের কোন খুঁটি নেই।
Tags:
[ #ভ্রান্তি #অপব্যাখ্যা #সংশয় #প্রশ্ন #জিজ্ঞাসা #উত্তর ]