Skip to content

 

পশুপাখির প্রতি আমাদের দায়িত্ব, পশুপাখির প্রতি দয়া, ভালোবাসা ও আচারন

পশুপাখির প্রতি আমাদের দায়িত্ব, পশুপাখির প্রতি দয়া, ভালোবাসা ও আচারন

বিষয়: পশুপাখির প্রতি আমাদের দায়িত্ব, পশুপাখির প্রতি দয়া, ভালোবাসা ও আচারন।
হ্যাশট্যাগ: #পশুপাখির প্রতি আমাদের দায়িত্ব #পশুপাখির প্রতি দয়া #পশুপাখির প্রতি ভালোবাসা #পশুপাখির প্রতি আচারন।

পশুপাখির প্রতি আমাদের দায়িত্ব, পশুপাখির প্রতি দয়া, ভালোবাসা ও আচারনঃ

১. অযথা কোন পশুপাখীকে কষ্ট দেয়া অন্যায়। যেমনঃ বাসা থেকে শাবকদের ধরে নিয়ে এসে তাদের মা-বাপকে কষ্ট দেয়া। এটা নিষ্ঠুরতার শামিল।

২. যে সব পশুপাখী দ্বারা মানুষের কোন কাজ হয় না, তাদেরকে আবদ্ধ করে রেখে তাদের জন্মগত স্বাধীনতাকে নষ্ট করা বৈধ নয়।

৩. যে সব পশুপাখী খাওয়ার উপযুক্ত নয়, তাদেরকে শুধু মনের আনন্দের জন্য বা হাতের নিশানা ঠিক করার জন্য বধ করা নিষেধ।

৪. গৃহপালিত পশু পাখীদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত করে রাখা কর্তব্য- পানাহার ও থাকায় কষ্ট দেয়া উচিত নয়।

৫. যে সব পশুর দ্বারা কাজ নেয়া হয়, তাদের শক্তির চেয়ে অতিরিক্ত কাজ তাদের দ্বারা না নেয়া।

৬. নিষ্ঠুরভাবে জীব জন্তুকে প্রহার না করা। জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা নয় বরং আল্লাহর মাখলূক হিসেবে তাদের প্রতিও ভালবাসা থাকা চাই।

৭. যে সব জীবজন্তু খাওয়ার জন্য জবেহ করা হয় বা মানুষের কষ্টদায়ক হওয়ার কারণে বধ করে ফেলা হয়, তাদেরকে ধারালো অস্ত্র দ্বারা কাজ সম্পন্ন করা উচিত ৷ ভোঁতা অস্ত্র দ্বারা কষ্ট দেয়া নিষেধ।

৮. জীব-জন্তুকেও গালি-গালাজ করা নিষেধ।

৯. নাপাক খাদ্য-খাবার জীব জন্তুকে খাওয়ানো নিষেধ।.

সমাপ্ত: পশুপাখির প্রতি আমাদের দায়িত্ব, পশুপাখির প্রতি দয়া, ভালোবাসা ও আচারন।
সূত্র: আহকোমে যিন্দেগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright Notice

কপি করা নিষিদ্ধ!